নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তানভির জুমার

সব সময় সব জায়গায় সত্য এবং ন্যায়ের পক্ষে।

তানভির জুমার › বিস্তারিত পোস্টঃ

একদম চুপ. দেশে আওয়ামী উন্নয়ন হচ্ছে তো?

১৯ শে মে, ২০২৪ রাত ১০:৫৯



টাকার দাম কমবে যতো ততোই এটিএম বুথে গ্রাহকরা বেশি টাকা তোলার লিমিট পাবে।
এরপর দেখা যাবে দু তিন জন গ্রাহক‍কেই চাহিদা মতো টাকা দিতে গেলে এটিএম খালি। সকলেই লাখ টাকা তুলবে।
তখন দুহাজার পাঁচহাজার দশ হাজারের নোট আসবে।

অথবা প্রত‍্যেক গ্রাহকের বাড়ীতেই এটিএম বসাতে হবে।
তখন বলা হবে পেপারলেস মানি বা ক‍্যাশলেস সোসাইটির কথা। টাকা থাকবে মোবাইলে। ছাপা টাকা বাদ।
তারপর মোবাইল হ‍্যাক হলে রাতারাতি টাকা হারাবে লোকজন। বিকাশ ফোন কলের টাকাচোর প্রতারকদের জন‍্য ষোলকোটির বাজার।
টাকার মানের নিম্নচাপ ঠেকাতে না পারলে...

আজ দেখলাম পাড়ার টিসিবি পণ‍্য বিতরণের দোকানের সামনে লড়াই করছেন লোকজন।
কারা যেনো জিডিপি ভারতের চেয়ে বেশি এসব গপ্পো দিয়েছিলো?
টাকার দাম নাই। এখন ডলারে আমাদের সবার আয় অন্তত 33% কমে গেছে।

এখন একটু জিডিপি নিয়ে টকশো করলে ভালো হতো। পদ্মকামাল বলেছিলেন বাংলাদেশ এখন ঋণ দেবে। নেবে না। একশ বিলিয়ন পার হয়েছে ঋণ। রিজার্ভ আছে কতো?

আমাদের ঋণ ও জমার অনুপাত কতো এখন? ঋণ ও জিডিপির অনুপাত কতো?
কারা যেনো আইএমএফ আর চীনের দ্বারে হাত পেতে আছে? তাদের না এখন ঋণ দেবার কথা। নিতে চায় কেন?
ফকির মজনু শাহ আর ফকির লালন শাহর দেশে আমাদের সবার নামের আগে ফকির যুক্ত হতে পারে সহসাই।

ফকির নূর শাহ তুষার। হাহাহা। ফকির হলে নামের পেছনে ইরানের শাহ এর মতো শাহ লাগানো যায়।
ফকির নামের আগে আর সম্রাট নামের পিছে।

cp. Abdun Noor Tushar

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২০ শে মে, ২০২৪ রাত ২:০৬

আরেফিন৩৩৬ বলেছেন: ব্লগে সব কলুপ আঁটা মানুষ বেশি আওয়ামী সরকারের বিরুদ্ধে। তারা দেখতে চায় জুজুরভয়, দেখতে চায় আওয়ামী লীগ অন্যদের চেয়ে ভালোই করবে। তারা চিন্তা করে শু*য়ো*রের বাচ্চা গরুর বাছুর প্রসব করবে। বিরোধী তন্ত্র ভালো নয়। এর ভেতর সব খুয়ে যাচ্ছে

২| ২০ শে মে, ২০২৪ ভোর ৬:৫৪

কামাল১৮ বলেছেন: বিএনপি ক্ষমতায় আসলে সব সমস্যার সমাধান হয়ে যাবে।তারা যেখানে রিজার্ভ রেখে গিয়েছিলো খুব দ্রুত সেখানে পৌছে দেবে।তখন সবার মুখে হাসি ফুটবে।কত রিজার্ভ রেখে গিয়েছিলো সেটা জানেন তো?

২০ শে মে, ২০২৪ দুপুর ১২:২১

তানভির জুমার বলেছেন: সমস্যা সমাধানের প্রথম ধাপ হচ্ছে সমস্যা যে আছে এটা আগে স্বীকার করা। বাংলাদেশের সমস্যা সমাধানের দ্বিতীয় স্টেপ হচ্ছে সব জায়গা থেকে আওয়ামীদের ক্ষমতা থেকে সরানো। বাংলাদেশের বর্তমান প্রধান সমস্যা হচ্ছে গত ১৫ বছরের আওয়ামী স্বৈরাচার আর ফ্যাসিবাদ।

৩| ২০ শে মে, ২০২৪ সকাল ৮:১৮

নূর আলম হিরণ বলেছেন: অর্থপাচার রোধ ও জাতীয় উৎপাদন বৃদ্ধি করার বিকল্প উপায় নেই। আর জাতীয় অপচয় কমাতে হবে।

৪| ২০ শে মে, ২০২৪ সকাল ৯:১৪

ধুলো মেঘ বলেছেন: নজিরবিহীন ডলার সংকটের মধ্যে বিলাসবহুল নতুন 'পাতাল রেল' প্রকল্প চালু হচ্ছে। ৫২ হাজার কোটি টাকা ব্যয়ের এ প্রকল্প যোগাযোগ খাতে এযাবৎ সবচেয়ে ব্যয় বহুল প্রকল্প।

৫| ২০ শে মে, ২০২৪ দুপুর ১২:৩৮

হাসান কালবৈশাখী বলেছেন:
এইবার দেশের ইতিহাসে সর্বাধিক সংখ্যক এসি বিক্রয় হচ্ছে।
বলেছেন এসি ব্যবসায়ীরা।

ঢাকায় এমন কোন বাসা বাড়ি দেখা যায় না যে যে বিল্ডিংয়ে এসি নেই। অথচ এক সময় শুধু কোটিপতিদের বাসায় এসি দেখা যেত।
দেশে যদি প্রকৃতই ডলার বা টাকার সংকট থাকতো তাহলে এত এত এসি কারা আমদানি করে? কি দিয়ে আমদানি করে কাগজ দিয়ে না ডলার দিয়ে?

৬| ২০ শে মে, ২০২৪ দুপুর ১২:৪২

বিষাদ সময় বলেছেন: জনাব সিরাজুল ইসলাম সাহেবকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি। কিন্তু তিনি কেন বা কোন প্রেক্ষিতে কথাটি বলেছেন তা বুঝলাম না। পাট নিয়ে যদি এমন ঘটনাই ঘটে তবে ৩০ জুন ২০০২ সালে এই সাব কন্টিনেন্ট এর অন্যতম বৃহৎ জুট মিল আদমজীকে বন্ধ করা হলো কেন? সেই সময় আদমজী জুট মিলের লোকসানের পরিমাণ ছিল ১২ বিলিয়ন টাকা। তখন তো আপনার ভাষ্য অনুযায়ী ফ্যাসিস্ট সরকার ছিল না।

৭| ২০ শে মে, ২০২৪ দুপুর ২:০৫

এম ডি মুসা বলেছেন: এখানে আমি কোন মন্তব্য করতে রাজি না।

৮| ২০ শে মে, ২০২৪ বিকাল ৩:২২

ফিনিক্স পাখির জীবন বলেছেন: আমরা এমন এক জাতি, যারা জন্ম থেকে আওয়ামী-জাতীয়তাবাদী-ধর্মভিত্তিক দল-উপদলে বিভক্ত। নিজেকে সত্যিকার মানুষ, একজন বাঙালি, বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে আমরা যেন লজ্জা পাই!! যতদিন নিরপেক্ষ অবস্থান থেকে আমরা একজন মানুষ, একজন বাঙালী বা বাংলদেশী হতে না পারছি, ততদিন এগুলো চলতেই থাকবে!

৯| ২০ শে মে, ২০২৪ বিকাল ৩:৪১

আরেফিন৩৩৬ বলেছেন: ফেরেস্তা আসবে আপনি অপেক্ষা করেন। সব সময় মন্দের ভালো খোঁজে নিতে হয় তাহলে কোন সংস্কার প্রক্রিয়া চলে এটি যারা বুঝে না তাদের দিয়ে কিছু আশা করা যায় না।

১০| ২০ শে মে, ২০২৪ বিকাল ৩:৪৭

আরেফিন৩৩৬ বলেছেন: কামাল১৮ বলেছেন: বিএনপি ক্ষমতায় আসলে সব সমস্যার সমাধান হয়ে যাবে।তারা যেখানে রিজার্ভ রেখে গিয়েছিলো খুব দ্রুত সেখানে পৌছে দেবে।তখন সবার মুখে হাসি ফুটবে।কত রিজার্ভ রেখে গিয়েছিলো সেটা জানেন তো?[/sb
গত ১৫/১৬ বছরে একটা টেকসই উন্নয়ন খাত তৈরি করতে পারেনি আবার বিএনপির সমালোচনা করার কথা চিন্তা করেন?
১৫/১৬ বছর উন্নয়নের গল্প বলে এখন ধরাই দিছেন ছিঁড়া খেতা।
সরকার সকল ক্ষেত্রে ব্যর্থ এ কথা স্বীকার না করে শুধু বিএনপির নাম জপেন কেন? বিএনপি যে পরিকাঠামো তৈরি করে গেছিলো তার ফল এতদিন পেলো আওয়ামী সরকার। ১৫/১৬ বছরে আরো ভালো কোন পরিকাঠামো তৈরি করলে এখন তার সুবিধা পেত। তা তো করেনি, তাই দেউলিয়া হওয়ার অপেক্ষায়। এখন উন্নয়নের গল্প শুনলে ভয় লাগে।

১১| ২০ শে মে, ২০২৪ রাত ৮:২৫

নাহল তরকারি বলেছেন: ১০ টাকার জিনিস ৫০ টাকা ক্রয় করে দুর্নীতি করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.