নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

ওই প্রান্ত থেকে নারী কণ্ঠ বলল- ডাক্তারের সিরিয়াল নিতে হলে আগেই টাকা পরিশোধ করতে হবে**********************************************

০৩ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:২৮

আমরা যে কেউই যে কোন সময়ে অসুস্থ হতে পারি। এটিই প্রকৃতির নিয়ম।

অসুস্থ হলে যেতে হবে ডাক্তারের কাছে। ডাক্তারের কাছে গেলে তিনি প্রেসার ট্রেসার মেপে একগাদা টেস্ট দিয়ে দেন। সেই টেস্টের খরচ যোগাতে রোগীর দম বেড়িয়ে যাবার যোগাড়।


কোন ডাক্তার যদি বিখ্যাত হন তাহলে রোগীর বিড়ম্বনার কোন সীমাপরিসীমা নেই। প্রথম বিড়ম্বনা হলো সিরিয়াল নেয়া। বড় ডাক্তারের সিরিয়াল নেয়া চাট্টিখানি কথা নয়। ২/৩ মাসের লাইন তো থাকেই। তবে এখানেও অনেক কলাকৌশল আছে। সেই কলাকৌশল প্রয়োগের মাধ্যমে সিরিয়াল নম্বর ২ মাস এগিয়ে আনা খুবই সম্ভব।


হালআমলে আবার চালু হয়েছে অনলাইনে সিরিয়াল নেয়া। অনলাইনে সিরিয়াল নেয়ার সব চেয়ে বড় যন্ত্রণাদায়ক ব্যাপার হচ্ছে- প্রিপ্রেইড করা। যেমন ধরুন আপনি ডাক্তার মফিজ সাহেবকে দেখাবেন। অনলাইনে সিরিয়াল নিবেন। এখানে আপনাকে যে ত্যাগটি স্বীকার করতে হবে তা হচ্ছে – অনলাইনে সিরিয়াল নেয়ার শর্ত হিসাবে সাথেই অনলাইনে টাকা অগ্রিম পরিশোধ করে দিতে হবে।


ধরুন, আপনি এক জন দুর্ভাগা রোগী। আর মিস্টার মফিজ একজন এক জন সৌভাগ্যবান ডাক্তার। আপনি অনলাইনে অ্যাপয়ন্টমেন্ট পেলেন ১৫ ফ্রেব্রুয়ারি ২০২৪ তারিখে ডাক্তার আপনাকে দেখবে। কিন্তু আপনাকে আজই মানে ৩রা জানুয়ারি ২০২৪ তারিখেই ডাক্তারে সাহেবের সব পাওনা পরিশোধ করে দিতে হবে। নইলে আপনি সিরিয়াল পাবেন না।


এখন একটা ইমানী কথা বলি। আপনার সিরিয়াল পড়েছে ১৫ ফ্রেব্রুয়ারি ২০২৪ তারিখে বেলা সাড়ে ১২ টায়। আল্লাহ সোবাহানা তায়ালা না করুন, আপনি ১৫ ফ্রেব্রুয়ারি ২০২৪ তারিখ পর্যন্ত যে বেঁচে থাকবেন তার কি কোন নিশ্চয়তা আছে? ধরলাম- আপনি সব প্রতিকুলতা কাটিয়ে ১৫ ফ্রেব্রুয়ারি ২০২৪ তারিখ পর্যন্ত বেঁচে থাকলেন। কিন্তু ১৫ ফ্রেব্রুয়ারি ২০২৪ তারিখ সকালে কিংবা তার আগের দিন কোন দুর্ঘটনায় পতিত হলেন। সঠিক তারিখে আপনি ডাক্তারের সামনে হাজির হতে পারলেন না। তাহলে কি হবে?


প্রশ্নটা করছি এই জন্য আপনি তো ডাক্তারের ভিজিট বা পাওনা আগেই দিয়ে ফেলেছেন কিংবা ডাক্তার আগেই নিয়ে নিয়েছেন। কিন্তু তিনি রোগী দেখেননি। তাহলে এই টাকা কি ডাক্তারের জন্য হালাল হবে? যদি হালাল না হয় তাহলে রোগী দেখার আগেই ডাক্তার কেন টাকা হাতিয়ে নেন?!

জাতির বিবেকের কাছে প্রশ্ন রেখে গেলাম।


আফসোস!

মন্তব্য ৩২ টি রেটিং +২/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ০৩ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৩২

বিজন রয় বলেছেন: বড়ই আচানক। আফসোস।

০৩ রা জানুয়ারি, ২০২৪ রাত ১০:৩৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


অসুস্থ হওয়ার পর ঢাকার অনেকগুলো হাসপাতাল ও বেসরকারি অনেক জায়গায় ডাক্তার দেখাতে হয়েছে ।
সেখানকার বেশিরভাগ অভিজ্ঞতাই ছিল তিক্ত কর।

২| ০৩ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৫৩

আঁধারের যুবরাজ বলেছেন: বড়ই আচানক। আফসোস।

০৪ ঠা জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৩২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


বড়ই সৌন্দর্য!

৩| ০৩ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:০৮

নয়ন বড়ুয়া বলেছেন: একটা ভালো পয়েন্ট নিয়ে তুলে ধরেছেন। তার জন্য অসংখ্য ধন্যবাদ...
আমি সবসময় ডাক্তারি চিকিৎসা নিই, সরকারী হাসপাতালে...
১০ টাকার টিকিট, আউটডোরে দেখিয়েই এখন পর্যন্ত বেঁচে আছি...
চিকিৎসা ব্যবস্থাও আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে...
যেখানে বাইরের ডাক্তার দেখালে, আমার ৫০০ টাকা ভিজিট গচ্চা যেতো...
সেখানে ১০ টাকাসহ, সব মেডিসিন মিলিয়ে আমার খরচ পড়ে ৪০০ টাকা...
বাইরের ডাক্তারের বিভিন্ন টেস্টের কথা তো বাদই দিলাম...
সরকারী হাসপাতাল অনেক ভালো মনে করি, এই দিক দিয়ে...

০৪ ঠা জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৩৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



আমি ঢাকার হাতি রোডের এক ডাক্তারকে অনলাইনে বুকিং করেছিলাম। ওখানে বুকিং করলে অনলাইনে করতে হয়। বুকিং করার সময়েই বিকাশ টিকাশে টাকা পরিশোধ করতে হয়েছিল।

পরে কোন এক কারণে সে দিন আমি যেতে পারিনি। আমার টাকা মাইর গেছে।

এখন আপনিক আমাকে বলেন- চিকিৎসা না দিয়ে ডাক্তার যে আমার কাছ থেকে টাকা নিল সেটা কি উনার জন্য হালাল হলো?

৪| ০৩ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:১২

মায়াস্পর্শ বলেছেন: ''রোগী আসিবার পূর্বেই ডাক্তার টাকা খেয়ে ফেললেন '' বেপারটা এমন হয়ে গেলো।

০৪ ঠা জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৩৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

এই বিষয়টি আমার কাছে জালিয়াতি, ডাকাতি কিংবা ছিনতাই ছাড়া আর কিছুই মনে হয় না।

৫| ০৩ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:১৪

প্রামানিক বলেছেন: টাকা তো ফেরতও দিবে না এটা ডাক্তারের বিনা খাটনিতে ইনকাম।

০৪ ঠা জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৩৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


কিন্তু কথা হচ্ছে- এই টাকার উনার জন্য হালাল কবে কিনা? উনার কি উচিত ছিল না আমাকে কল দিয়ে অবগত করা যে আপনি যেহেতু আসতে পারেন নাই আপনার টাকা জমা থাকলো। পরে আরেকবার এসে দেখিয়ে যাবেন।

৬| ০৩ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:২০

রাজীব নুর বলেছেন: দরিদ্র দেশ, মানুষ বেশি-
একটু কষ্ট করে মানিয়ে নিন বড় ভাই।

০৪ ঠা জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৪০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


এখানে- দরিদ্র দেশ, মানুষ বেশি-

এই কথা কেন আসছে। ঐ ডাক্তার কি দরিদ্র? ঐ ডাক্তার কি অনলাইনে ভিক্ষা করতে বসেছেন? নাকি অনলাইনে ছিনতাই করতে বসেছেন?

দেশ কখনো দরিদ্র হয় না। দরিদ্র হয় দেশের মানুষের মন মানসিকতা!

৭| ০৩ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:২৫

আহলান বলেছেন: ডাক্তারকে দোষ দেবার আগে চিন্তা করি এমন অমানবিক সিস্টেম এপ্লাই করে একজন ডাক্তার কিভাবে তার প্র্যাক্টিস চালিয়ে যেতে পারে? দেশে আইন শৃঙ্খলা নিয়ম নীতি বলে কি কিছু আছে? চোর তো চুুরি করবেই, ক্ন্তিু পুলিশ কি চোরের চুরি দেখে বেড়াবে? রাষ্ট্রের কি কোন দায়িত্ব নেই?

০৪ ঠা জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৪৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


তার মানে চোরের কোন দোষ নেই! সব দোষ চৌকিদারের!
দেশের সব নাগরিকদের নিয়েই তো রাষ্ট্র। এক জন ডাক্তার যিনি দেশের এক জন শিক্ষিত নাগরিক। তিনি কি চুরি করে বেড়াবেন? তিনি কি ছিনতাই করে বেড়াবেন? তার তো কাজ মানুষের সেবা করা।

এই দেশ আমাদের সবার।
এই দেশ দরিদ্র না। দরিদ্র আমরা।

৮| ০৩ রা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:২৮

নাহল তরকারি বলেছেন: কষ্ট করে ডাক্তার হবার ফল।

০৪ ঠা জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৪৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


আমি কয়েকবার ভর্তি পরীক্ষা দিয়েও চান্স পাইনি। তখন নতুন কয়েকটি মেডিক্যাল কলেজ হয়েছিল। তারপরও চান্স পাইনি।
চান্স পেলে হয়তো আমি নিজেও আজ ডাক্তার থাকতাম।

মানুষের সেবা করার সব চেয়ে বেশী সুযোগ আছে ডাক্তারদের। তারা সেই সুযোগের অপব্যবহার করেন।
আফসোস!

৯| ০৩ রা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৪১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অধিকাংশ ক্ষেত্রে ডাক্তার মানে হচ্ছে 'হারামখোর'।

০৪ ঠা জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:০৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


যেখানে যেখানে কমার্স জড়িত সেখানে মানবতা খোঁজা এখন ভারী অন্যায়।
ডাক্তারী এখন নিছক পেশা কিংবা সেবা নয়।
এখানে এখন বিরাট বিরাট বাণিজ্য হয়।

১০| ০৩ রা জানুয়ারি, ২০২৪ রাত ১০:২০

এক চালা টিনের ঘর বলেছেন: Boroi achanok ghotona!

০৩ রা জানুয়ারি, ২০২৪ রাত ১০:৩৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

আফসোস!

১১| ০৩ রা জানুয়ারি, ২০২৪ রাত ১১:৪২

শ্রাবণধারা বলেছেন: গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে লিখেছেন।

বিভিন্ন পোস্টে গিয়ে আপনি যে "বড়ই আচানক। আফসোস।" এই মন্তব্য করেন এটা অত্যন্ত বিরক্তিকর। পোস্ট লেখকের জন্য শুধু নয়, যারা পোস্ট পড়ে বা মন্তব্য করে সবার জন্যই আপনার এই গণ-মন্তব্য বিরক্তিকর। আশা করি বিষয়টা বোঝার মত যথেষ্ট বয়স আপনার হয়েছে।

০৪ ঠা জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:০৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

খুব বেশী বয়স কি হয়ে গেছে।
মাত্র তো জন্মগ্রহণ করলাম।

১২| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ রাত ৩:১১

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: সিরিয়াল পেলেও সরকারি বা প্রাইভেট দু জায়গাতেই ভীষণ বিড়ম্বনা তো আছেই। এক দুই হাসপাতাল ছাড়া বাকি জায়গার স্টাফ সিকিউরিটিদের এমন ভাব রুগীরা সব ভিক্ষা করতে হাসপাতালে এসেছে।

০৪ ঠা জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:০৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


আসলেই তাই।
সার্থক জন্ম আমার জন্মেছি এই দেশে।

১৩| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ সকাল ১১:১১

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।

০৪ ঠা জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:১৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



কি দেখলেন?
ভালো কিছু ?
নাকি মন্দ কিছু?

১৪| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৪৭

হাসান মাহবুব বলেছেন: বড়ই আচানক! আফসোস!

০৪ ঠা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:২৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


অবশ্যই।
বিরাট আফসোস।

১৫| ০৫ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৪০

নতুন বলেছেন: বড়ই আচানক! আফসোস!

০৬ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৩২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



অবশ্যই আমি আমার ভোটাধিকার প্রয়োগ করবো ।
এটা আমার গণতান্ত্রিক অধিকার।
এটাকে যারা বাধাগ্রস্ত করে তারা জাতির শত্রু।

১৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৭:৫৭

আলামিন১০৪ বলেছেন: ভাই, ঢাকা মেডিক্যালে ভর্তি হয়েও ছেড়ে এসে, ভালো করেছি মনে হচ্ছে, তা না হলে রোগীদের অভিসাপের ভার বহন করতে হতো। মেডিক্যাল কলেজে চান্স না পাওয়ার কারণেই কি আ শুধু “আফসুস, আফসুস” করেন? বড়ই আফসুস

০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:৩৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


বলেন কি!
DMC-তে চান্স পাওয়া তো আমাদের সময়ে স্বপ্নের মতো ছিল।
আমি কয়েকবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছিলাম।
এর পর আপনি কি সাবজেক্টে পড়াশোনা করেছিলেন।?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.