নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

বস ইজ অলওয়েজ রাইট। ************************

১২ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:২৮

সারা পৃথিবীর মধ্যে বাংলাদেশের বসিং ই সেরা। বাংলাদেশে যে কোন ধরনের চাকরিতে সকল সফলতার আসল ফরমুলা হলো বসকে খুশী রাখা। আপনি যদি আপনার বসতে খুশী রাখতে না পারেন তাহলে আপনার খবর আছে। অবশ্যই খবর আছে।অ বসরা সাধারণত অধস্তনদের দ্বারা তৈল সিক্ত হতে খুব বেশী পছন্দ করেন। বাড়ির গরু পালানের ঘাস খায় না। কিন্তু অফিসের বস অফিসের সবার তৈল পছন্দ করেন।

বাংলাদেশের বসরা হন অনেক মেজাজী। অফিসে যিনি বস তিনি প্রায়ই রেগে গিয়ে বলেন—বাংলা বুঝেন না মিঞা ? নাকি অন্য কোনো ভাষায় বলতে হবে? আমি কিন্তু অন্য ভাষাও জানি।

বসদের অন্যতম প্রধান কাজ প্রতিদিন অধস্তনদেরকে ঝাড়ি দেয়া। সব চেয়ে বিগ বস ঝাড়ি দেয় তার নীচের জনকে। তিনি দেন তার নীচের জনকে। তিনি দেন তার নীচের জনকে। সবার নীচে যিনি আছেন তিনি ঝাড়ি দেবেন কাকে?

সেই ব্যবস্থাও আছে। তিনি অফিস ছুটির পর বাসায় গিয়ে শ্রীমতি গৃহিনীকে ঝাড়ি দিয়ে সারা দিনে জমে থাকা সব ঝাড়ির শোধ নেবার ব্যর্থ চেষ্টা করেন।

শ্রীমতি গৃহিনী বেচারী আর কি করবেন? তিনি কার উপর তার সারা দিনে জমে থাকা কষ্ট, অভিমান আর রাগ ঝাড়বেন?
সেই ব্যবস্থাও আছে। তিনি সব রাগ ঝাড়েন বাচ্চাকাচ্চাদের উপর । বেচারা বাচ্চা কাচ্চারা যাবে কোথায়?
সেই ব্যবস্থাও আছে। তারা চিৎকার করে কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে শান্ত হয়ে এক সময় ঘুমিয়ে পড়ে।

মানুষের কাঁন্না একটি অসাধারণ জিনিস। এই কাঁন্না ঠিকমতো হলে তাঁর রাগ, শোক, দুঃখ বেদনা অনেকটাই দূর হয়ে যায়।


বস নিয়ে সারা পৃথিবীতে না হোক বাংলাদেশে দুইটি অলিখিত আইন প্রচলিত আছে। আইন দুটি নীচে দেয়া হলো।

1. The boss is always right.
2. If you find that your boss is doing wrong please see the law 1.

বাংলার বস সমাজ দীর্ঘজীবী হোক। বেঁচে থাকুন চিরকাল।

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১২ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৩৫

বাকপ্রবাস বলেছেন: বস মানে ভুল করেনা বস মানে রাইট
বসের জন্য চাকরী চলে বসের জন্য ফাইট
বস বলবে লালকে সাদা, সাদা হবে কালো
কষ্ট হবে নষ্ট হবে তবুও বস ভালো।

১২ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:১৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



বস তো বসই।
তার কথা আলাদা।
গর্ব তাদের আলাদা।

২| ১২ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:১৬

বিজন রয় বলেছেন: সবস সময় বস গিরি চলে না।
দূর্বল আর গরীবের উপরে বস গিরি চলে কিছুদিন।
বিন্তু সব মানুষ নিবোর্ধ না সবসময়।

১২ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:১৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



যারা চাকরি-বাকরি করেন তাদের তো বস থাকবেই। উপায় কী?
যারা চাকরি- বাকরি করে না তাদের কথা আলাদা।
চাকরি তো নির্বোধরাই করে।

৩| ১২ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:০৬

শেরজা তপন বলেছেন: বাকি সব ঠিক ছিন কিন্তু এখানটায় এসে আটকে গেলাম ; তিনি অফিস ছুটির পর বাসায় গিয়ে শ্রীমতি গৃহিনীকে ঝাড়ি দিয়ে সারা দিনে জমে থাকা সব ঝাড়ির শোধ নেবার ব্যর্থ চেষ্টা করেন। ~ এদেশে এমন হয় নাকি? বউকে ঝাড়ি মারা বাঙ্গালী মধ্যবিত্ত ক'জন আছে

২৭ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:০২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



আছে, আছে। থাকবে না কেন?
যারা মধ্যবিত্ত তারাই জানে।
বাকিদের তো জানার কথা নয়।
আশেপাশে কান পেতে, চোখ মেলে দেখুন।
সবই আপনার চোখে ধরা পড়বে।

৪| ১২ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:১৫

রাজীব নুর বলেছেন: বসকে খুশি রাখতে পারলে, সুবিধা আছে। অনেক সুবিধা। কাজেই বসকে খুশি না রেখে উপায় আছে।

২৭ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:৩২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



যারা ছোটখাটো চাকরি করে তারাই জানে বসের কি মর্ম।
তারা একটা কথা প্রায়ই প্রবাদ বাক্যের মতো বলেঃ পানি সব সময় নীচের দিকে গড়ায় ।
আফসোস!

৫| ১২ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:১৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বস সম্পর্কে আমার কোন ধারণা নাই।

২৭ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:৩৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



বিবাহিত প্রতিটি পুরুষ/স্বামীই এক একটি বস।
স্বামী মানেই বস বা প্রভু বা মালিক।

৬| ১২ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৩০

মোহাম্মদ গোফরান বলেছেন: রাইট।

২৭ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:৩৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

আপনার সব পোস্টই আমি মনোযোগ দিয়ে পড়ি।
আমার খুব ভালো লাগে।

৭| ১৩ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:০২

রাজীব নুর বলেছেন: মন্তব্যের উত্তর দেন না কেন?

২৭ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:৩৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


শরীরে শক্তি পাই না।
প্রায়ই ঘুম আসে।
বাসে উঠামাত্রই ঘুমিয়ে পরি।
আফসোস!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.