নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।
বর্তমানে বাংলাদেশের লোকসংখ্যা প্রায় ২০ কোটি। এই বিশালাকনা জনগণকে পাগল বানিয়ে ফেলেছে অতি ক্ষুদ্র মশকের দল। রাতের ঘুম হারাম করে দেয় তারা ডেঙ্গি রোগ ছড়িয়ে করোনার সেই ভয়াবহ সময়কে ফিরিয়ে আনার মহা পায়তারা করে। এই মশক কুলের কাছে আমরা মানব জাতি যেন সত্যি বড় অসহায়। অথচ সামান্য চেষ্টা করলেই মশক নিধন করা সম্ভব। কিভাবে ? সেটা বলার জন্য এই স্টেটাসের অবতারণা।
কবি বলেছেনঃ“ একতাই বল। অর্থাৎ সবাই মিলে এক সাথে সাজে ঝাঁপিয়ে পড়তে হবে। জাতি হিসাবে আমরা ১৯৭১ সালের পর খুব বেশী একটা ঐক্যবদ্ধ হয়েছি এটা বলা যাবে না। কিন্তু মশক নিধন ইস্যুতে আমাদের ঐক্যের কোন বিকল্প নেই । সবাই ঐক্যবদ্ধ হতে পারলে প্রতি দিন কোটি কোটি মশক বিনাশ করা অসম্ভব কোন বিষয় না।
২০ কোটি মানুষের মধ্যে যদি অন্তত ১০ কোটি লোকও মশা মারার কাজে অংশ নেয় এবং প্রতিটি লোক প্রতিদিন দুইটা করে মশা মারে তাহলে প্রতি দিন ২০ কোটি মশা হত্যা করা সম্ভব। প্রয়োজন কেবল সকলের সম্মিলিত অংশগ্রহণ।
আন্তরিক ইচ্ছা থাকলে প্রতি দিন একটি করে মশা মারা হলেও বেশ কিছু দিন পরে দেখা যাবে এদেশে মারার জন্য কোন মশাই খুঁজে পাওয়া যাবে না। মশকরা যত ভয়ঙ্কর প্রাণীই হোক না কেন মানুষের চেয়ে ভয়ঙ্কর নয়।
কিছু কিছু প্রাণী আছে যে প্রাণী গুলো স্বভাবগত কারণেই মশা খেয়ে থাকে। এই প্রাণী গুলির মধ্যে অন্যতম হচ্ছে ব্যাঙ, টিকটিকি , মাকড়শা
ও কিছু বিশেষ প্রজাতির মাছ। ঢাকা শহরে ব্যাংঙ ও মশা খাদক মাছের প্রচলন করা দরকার। এই প্রাণী গুলো নীরবে মশা হত্যা করে মশক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অতএব আসুন, সবাই মিলে আজ থেকে মশক নিধনযজ্ঞ শুরু করি। দেশ ও জাতিকে বাঁচাতে ভূমিকা রাখি।
গণপিটুনি দিয়ে মানুষ না মেরে গণপিটুনি দিয়ে মশা মারুন। দেশ ও জাতির অশেষ কল্যাণ করুন।
২৮ শে নভেম্বর, ২০২৩ সকাল ৯:২৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আপনার মতো নিবেদিত প্রাণ কর্মীই তো এখন দরকার।
দেশ আপনাকেই খুঁজছে।
২| ২৭ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১:৩৮
রাজীব নুর বলেছেন: ভাই আমার বাসায় কোনো মশা নেই।
২৮ শে নভেম্বর, ২০২৩ সকাল ৯:২২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আপনার এই রূপকথা তো কেউ বিশ্বাস করবে না রে ভাই।
আপনি যদি নিউইয়র্কে থাকতেন তাহলেও কথা ছিল।
কিন্ত আপনে নিউ ইয়র্কে থাকেন না।
আফসোস!
৩| ২৮ শে নভেম্বর, ২০২৩ রাত ১:০০
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: মশা তো হয় কোটি কোটি। কয়টা মারবে?
২৮ শে নভেম্বর, ২০২৩ সকাল ৯:২০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
মানুষ তো আমাদের ২০ কোটি।
অর্ধেক লোকও ১টা করেও যদি মারে তবে দৈনিক মরবে ১গ কোটি মশা।
৪| ২৮ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১:৪৭
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
আপনার এই রূপকথা তো কেউ বিশ্বাস করবে না রে ভাই।
আপনি যদি নিউইয়র্কে থাকতেন তাহলেও কথা ছিল।
কিন্ত আপনে নিউ ইয়র্কে থাকেন না।
আফসোস!
মিথ্যা নয় বড় ভাই।
আসলেই মশা নেই। মাঝে মাঝে দু একটা মশা দেখলে স্প্রে করে দেই।
আমাদের এলাকায় বিদ্যুৎ যায় না। পানির সমস্যা নাই। হ্যা ২৫ বছর আগে পানির অনেক সমস্যা ছিলো।
২৮ শে নভেম্বর, ২০২৩ দুপুর ২:০৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
তাহলে আপনার এলাকা ঢাকা শহরে থাকার যোগ্যতা হারিয়েছে।
এমন জায়গা ঢাকা শহরে আছে তা বিশ্বাস করা কঠিন।
©somewhere in net ltd.
১| ২৭ শে নভেম্বর, ২০২৩ সকাল ১১:৩৫
অপু তানভীর বলেছেন: আমি গত সপ্তাহে একটা মস্কিউটো ব্যাট কিনেছি । আগে তো হাত দিয়ে মাশা মরতাম এখন এই ব্যাট ব্যাবহার করি । পটপট করে আওয়াজ হয় । প্রতিদিন ২০/২৫টা করে মশা তো মারিই ।