নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

বিড়ি সিগারেটের দাম বাড়ানো হোক ***************************************************

০৬ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১:০৪



এই সময়ে বাজারে সব জিনিসেরই দাম বেড়েছে। কোন কোন জিনিসের দাম এক বছরে দ্বিগুণ হয়েছে। কিন্তু অতি দুঃখজনক বিষয় হচ্ছে যে মানুষের প্রতি দিনের স্বাস্থ্যের যে অসামান্য ক্ষতি করে সেই বিড়ি সিগারেটের দাম এক পয়সাও বাড়েনি।

যে কোন ধরনের বিড়ি সিগারেট এখনো ২০ টাকার চেয়েও অনেক কম দামে পাওয়া যায়। অথচ ঢাকা শহরে ৩০ টাকার নীচে কোন রিক্সা ভাড়াও নেই। এই সুযোগে দেশের ধূমপায়ীরা আরামসে ধূমপান করে চলেছে। স্কুলের বাচ্চাদের হাতে চলে গেছে বিগি সিগারেট। আফসোস!

তাই এখন সময় হয়েছে বিড়ি সিগারেটের দাম ডবল করার । ৫০ টাকার নীচে কোন বিড়ির দাম হওয়া উচিত না।

বিড়ি সিগারেটের দাম বাড়ান। দেশের পরিবেশ বাঁচান । দেশের মানুষদেরকে বাঁচান।

মন্তব্য ২২ টি রেটিং +০/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৬ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১:১১

কাছের-মানুষ বলেছেন: দাম বাড়ালে কিছুটা সুফল আসবে, যে দুটো খেত সে একটা খাবে! তবে ধূমপানের চেয়ে বেশী ছড়িয়ে পরেছে নেশা জাতীয় দ্রব্য, এগুলো বেশী যুব সমাজ ধ্বংস করছে বেশী।

০৭ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৪৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


দাম বাড়ালে সরকারের রাজস্ব আয় বাড়বে। দেশের উন্নতি হবে।
সব ধরনের নেশাদ্রব্য বিড়ি সিগারেটের দাম যত বাড়ানো যাবে ততই দেশের মেঙ্গল ।

২| ০৬ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১:১২

শূন্য সারমর্ম বলেছেন:


হঠাৎ কি এমন অভিজ্ঞতা হলো আপনার? বিড়ি সিগারেটের পেছনে লেগেছেন।

০৭ ই নভেম্বর, ২০২৩ সকাল ১০:৪৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


আমি একজন রোগী মানুষ।
ডাক্তারের পরামর্শক্রমে প্রতি দিন হাটতে বের হই।
সমস্যা হচ্ছে- বিড়ি খাদকদের মুখ নির্গত ধোয়ার কারণে আমি এখন ঠিক মতো হাটতেও পারি না।
নাক দিয়ে ধোয়া প্রবেশ করে।
গন্ধে বমি আসে।

খাবি যখন বেটারা বাসায় গিয়ে বিড়ি খা।
নিজে মরবি তো মর। ঘরে গিয়ে মর। ইহাতে কোনই আপত্তি নেই।
পথে ঘাটে বিড়ি খেয়ে আমজনতাকে মারার নৈতিক অধিকার তো তাদেরকে দেয়া হয়নি।
৫০ টাকা জরিমানার যে বিধান আছে তাও মানা বাস্তবায়িত হচ্ছে না।

৩| ০৬ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১:৩১

জ্যাক স্মিথ বলেছেন: সিগারেটের দাম প্রতি বছরই বাড়ে কিন্তু যারা খাবার তারা খাবেই।

০৬ ই নভেম্বর, ২০২৩ দুপুর ২:০০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

দাম বৃদ্ধি করলে দেশের মোট রাজস্বের পরিমাণ বৃদ্ধি পাবে।
দাম বাড়ালে যদি খায় তাহলে বাসায় গিয়ে খাক।
উন্মুক্ত স্থানে খেলে সাধারণ মানুষের ক্ষতি হয়।

৪| ০৬ ই নভেম্বর, ২০২৩ দুপুর ২:৩৮

শেরজা তপন বলেছেন: কেরে ভাই বিড়ি সিগারেটের উপ্রে আপনি এত চেতলেন ক্যান? কন দেখি এক শলাকা বেনসন সিগারেটে কয় টাকা আবগারি শুল্ক দেয়?
যেই ব্যাটা প্রতিদিন দুইপ্যাকেট বেনসন সিগারেট খায় সে কয়টাকা সরকারের ঘরে শুল্ক দেয় কন দেখি? একজন সিগারেটখোর নিজের জীবন দিয়ে দেশের সেবা করে যাচ্ছে সেই জিনিসটাও একটু ভাবিয়েন :)

০৭ ই নভেম্বর, ২০২৩ সকাল ৯:৪৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


চেতি কি আর সাধে। বিড়িখোরদের যন্ত্রণায় পথে ঘাটে হাটা যায় না।
খাবি বেটারা বাসায় গিয়ে খা।
নিজে মরবি মর। কোন আপত্তি নেই।
পথে ঘাটে বিড়ি খেয়ে আমজনতাকে মারার নৈতিক অধিকার তো তাদেরকে দেয়া হয়নি।
৫০ টাকা জরিমানার যে বিধান আছে তাও মানা বাস্তবায়িত হচ্ছে না।

বিড়ি দাম বাড়ালে সরকারের ট্যাক্সও বাড়বে। আমি একজন দেশপ্রেমিক আমজনতা। দেশের রাজস্ব বাড়ুক এটা চাই বলেই বিড়ির দাম ডবল করতে বলেছি।

৫| ০৬ ই নভেম্বর, ২০২৩ দুপুর ২:৫৩

শিশির খান ১৪ বলেছেন: ওই মিয়া দুনিয়াতে এতো কিছু থাকতে আপনি আমাদের সিগারেট এর পিছনে লাগছেন কেন ? সিগারেট না খাইলে মাথাটা গরম হওয়া যায় তখন সবাইরে পিটাইতে মন চায় বুঝেন না কেন যাই একটা বিরি ধরে আসি আঠাটা গরম হওয়া গেছে।

০৭ ই নভেম্বর, ২০২৩ সকাল ১০:৪৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


ঘরে বসে যত পারেন খেতে থাকুন। সব সময় খেতে থাকুন।
সমস্যাটা হচ্ছে প্রকাশ্যে খেলে আমজনতার আম ফুসফুস পচে যায় ।
বাতাস দূষিত হয়ে যায়।

৬| ০৬ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৪:৩৬

রাজীব নুর বলেছেন: আর কত বাড়বে?
একটা ডিমের দামের চেয়ে বেশি সিগারেটের দাম।

০৭ ই নভেম্বর, ২০২৩ সকাল ১০:২৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


তাও তো বলেন - ডিমের দাম বেশী।
ডিম খান ঠিক আছে।
তা তো খাবেন না।
খাবেন বিড়ি।

কবি বলেছেন- বিড়ি খাবি খা!
মারা যাবি যা!

৭| ০৬ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:১৩

সোনাগাজী বলেছেন:



সিগারেট ছেড়ে দেয়ার জন্য কিছু বেনেফিট দেয়ার দরকার।

০৭ ই নভেম্বর, ২০২৩ সকাল ১০:২৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


বিড়ি খাওয়া ছেড়ে দিলে ফুসফুস ভালো থাকে। রক্ত ভালো থাকে।
এর চেয়ে ভালো আর কি বেনিফিট দিবে?

৮| ০৬ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪৭

মরুভূমির জলদস্যু বলেছেন:
- মদের দাম কমানো উচিত এবং সহজলভ্য করা উচিত। !:#P

০৭ ই নভেম্বর, ২০২৩ সকাল ১০:৩১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


বিড়ি খাওয়ার চেয়ে পরিমিত মাত্রায় বিয়ার ও মদ খাওয়া অনেক বেশী স্বাস্থ্যপ্রদ।

৯| ০৭ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১:৩১

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: তাও তো বলেন - ডিমের দাম বেশী।
ডিম খান ঠিক আছে। তা তো খাবেন না। খাবেন বিড়ি।

কবি বলেছেন- বিড়ি খাবি খা! মারা যাবি যা!

দেখুন বড় ভাই আমি দরিদ্র মানুষ।
আমার বিলাসিতা বলতে শুধু এক সিগারেট। সেটাও মন ভরে খেতে পারি না। একটা সিগারেট ১৭ টাকা। বিশ টাকা নোট দিলে দোকানদার আর টাকা ফেরত দেয় না। একটা চকলেট ধরিয়ে দেয়।

২২ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১০:২৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

বিড়ির দাম ২০ টাকা রাখলেও ঠিক আছে।
১৭/১৮ টাকা এটা কোন হিসাবের মধ্যে পরে না।
বিড়ির সর্বনিম্ন দাম তাহলে ২০ টাকাই রাখা হোক।
আগামী বাজেটে যেন সেটাকে ২০ টাকা করা হয়।

১০| ০৭ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১:৩১

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: তাও তো বলেন - ডিমের দাম বেশী।
ডিম খান ঠিক আছে। তা তো খাবেন না। খাবেন বিড়ি।

কবি বলেছেন- বিড়ি খাবি খা! মারা যাবি যা!

দেখুন বড় ভাই আমি দরিদ্র মানুষ।
আমার বিলাসিতা বলতে শুধু এক সিগারেট। সেটাও মন ভরে খেতে পারি না। একটা সিগারেট ১৭ টাকা। বিশ টাকা নোট দিলে দোকানদার আর টাকা ফেরত দেয় না। একটা চকলেট ধরিয়ে দেয়।

২২ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১০:২৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

বিড়ির দাম ২০ টাকা রাখলেও ঠিক আছে।
১৭/১৮ টাকা এটা কোন হিসাবের মধ্যে পরে না।
বিড়ির সর্বনিম্ন দাম তাহলে ২০ টাকাই রাখা হোক।
আগামী বাজেটে যেন সেটাকে ২০ টাকা করা হয়।

১১| ১১ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১:২১

লিংকন১১৫ বলেছেন: ভাই বিশ্বাস করেন সিগারেট এর ধোঁওয়া থেকে বেশি ক্ষতি করছে আমাদের ফিটনেস বিহিন গাড়ি গুলো, ঢাকার বায়ু কি পরিমাণ দূষিত হয়তো আপনি জানেন না |-)
সাথে শাক সবজি ফলে যে পরিমাণ বিষ দেয় তা বিরির কাছে কিছুই না।
হা অবশ্যই আপনার সাথে সহমত, পাব্লিক প্লেসে বা অধুম পায়ি দের সামনে সিগারেট খাওয়া যাবে না

১২ ই নভেম্বর, ২০২৩ সকাল ৯:৫৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


ভাই, পুরোটা না জানলেও কিছু কিছু আ কু কথা কানে আসে।
ঢাকার বাতাস বিশ্বের সেরা বাতাস, ঢাকা বিশ্বের সেরা ডাস্টবিন এই সব তো!
এই সব ব্যাপারেও তো আমাদের এগিয়ে আসা দরকার। এখুনি।

ঢাকার গাড়ী এখন আগের মতো বাতাস দূষিত করে না। কেননা, গাড়ী চলে গ্যাসে।

শাকসব্জির বিষ থেকে বাঁচার উপায় তো অলরেডি করাই আছে।
আলুর কেজি ৭০ টাকা। ১০০ টাকার নীচে কোন সবজি নেই।

এই সব বিষ খেতে চাইলেও খেতে পারবেন। খেতে হবে পান্তা ভাত । সাথে এক চিমটি লবন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.