নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

মালয়েশিয়ার রোজনামচা -২

০৫ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:০৮



------ক------

টার্গেট আড়াই লক্ষ অবৈধ শ্রমিক।

বিদেশে শ্রমিক আমদানিকারক একটি দেশ হিসাবে মালয়েশিয়া মাঝে মাঝে ই অবৈধ শ্রমিকদের বৈধ করার জন্য বিভিন্ন কর্মসূচি ঘোষণা করে।

এখানে বিভিন্ন দরিদ্র দেশ থেকে শ্রমিকরা কাজের সন্ধানে আসেন এবং প্রায়ই দেখা যায় তাদের ভিসা ও অন্যান্য কাগজপত্র মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়।

এমনিতেই আনডকুমেন্টেব প্রবাসী শ্রমিকরা বিশেষ করে বাংলাদেশের শ্রমিকরা মালয়েশিয়ার পুলিশদের জন্য আশীর্বাদ স্বরূপ।

সম্প্রতি নতুন একটি কর্মসূচি ঘোষণা করা হয়েছে যে কর্মসূচি চলবে ৬ মাস। এই কর্মসূচির মাধ্যমে আনডু কমান্ড প্রবাসী শ্রমিকরা বৈধ হতে পারবেন তবে এর জন্য নির্দিষ্ট নিয়ম অনুযায়ী আবেদন করতে হবে আগামী ছয় মাসের মধ্যে। আবেদন গৃহীত হলে তারা এক বছর মেয়াদী ভিসা লাভ করবেন।

দেখা গেছে একজন শ্রমিকের বিভিন্ন ফি মিলিয়ে ৮ হাজার রিঙ্গিতের মতো খরচ হয়।

এর মধ্যে সরকারি বিভিন্ন ফি ও লেভি হয় প্রায় 3000 রিঙ্গিত।

গতকাল মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক মহোদয় বলেছেন, তাঁরা আশা করছেন প্রায় দুই থেকে আড়াই লক্ষ অবৈধ শ্রমিক এই প্রক্রিয়ায় আবেদন করবেন।

যদি দুই লক্ষ শ্রমিক ও আবেদন করে তাহলে তিন হাজার রিঙ্গিত করে ফি ধরলে সরকারের আয় হয় বিরাট অংকের টাকা।

ইউরোপ ও অস্ট্রেলিয়া-ক্যানাডার মত বৈধ হওয়ার প্রক্রিয়া মালয়েশিয়াতে নেই।

ক্যালিব্রেশন নামে চালু করা এই প্রকল্পে প্রতিটি শ্রমিকের নিম্নরূপ খরচ হতে পারে ঃ
১। এককালীন recalibration fee of RM1,500

২। লেভি (levi ) RM1,850 ( নির্মাণ ও উৎপাদনমুখী শ্রমিকদের জন্য) অথবা RM640 (কৃষি ও বনায়ন শিল্পের শ্রমিকদের জন্য)
৩। পাসের ফি RM60 ,
৪। প্রসেসিং ফি RM125
(এটার দেশ ভেদে বিভিন্ন রকম হতে পারে)।

------খ-----
পাসপোর্ট বানানোর ধুম লেগেছে।

মালয়েশিয়ায় বাংলাদেশিদের পাসপোর্ট বানানো খুবই সহজ একটি কাজ। আমি এমনও বাংলাদেশের শ্রমিক পেয়েছি
ছি যারা বিগত পাঁচ বছরে তিন থেকে চারটা পাসপোর্ট বানিয়েছে।

সহজে পাসপোর্ট বানানোর তথ্য এখানে পাবেন।

এখানে পাসপোর্ট বানাতে বাংলাদেশের চেয়ে অনেক খরচ কম হয় । বর্তমানে শ্রমিকদের পাসপোর্ট বানানোর ফি ধার্য করা হয়েছে 116 মালয়েশিয়ান রিংগিত।

মে ব্যাংকের যে কোন শাখায় এই 116 রিংগিত জমা দিয়ে হলুদ রঙের জমা স্লিপ সংগ্রহ করতে হয় । এই জমা স্লিপ আবেদনকারীর নাম এবং পাসপোর্ট নাম্বার উল্লেখ থাকতে হবে।

এরপর একটি পাসপোর্ট আবেদন ফরম কয়েক লাইনে পূরণ করতে হবে। তারপর সর্বশেষ পাসপোর্ট এর ফটোপেজ ও ভিসা পেজের একটি কপি সহ pos Laju করে পাসপোর্ট এর জন্য নির্ধারিত ঠিকানায় পাঠিয়ে দিতে হয়। এরপর পাসপোর্ট হয়ে গেলে ফেসবুকে ফলাফল ঘোষণা করা হয় । এরপর অনলাইনে পাসপোর্ট সংগ্রহের জন্য আবেদন করে একটি কুপন নিতে হয় এবং নির্ধারিত তারিখে পাসপোর্ট সংগ্রহ করা হয়।




মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:১৬

রাজীব নুর বলেছেন: মালোশিয়ায় আমাদের স্রমিকেরা ভালো নেই। বিশেষ করে ওদের দেশের পুলিশ খারাপ ব্যবহার করে। অসহায় লোকেরা জমিজমা বিক্রি করে মালোশীয়া গিয়ে বিপদে পড়ে।

০৫ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: শ্রমিকরা কোন দেশেই ভালো নেই । তাদের ভালো থাকার সুযোগ নেই‌

২| ০৫ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:৩৪

চাঁদগাজী বলেছেন:




খরচ ৮০০০ রিংগিত; ৩০০০ রিংগিত সরকারী ফি, বাকী ৫০০০ হাজার কিভাবে খরচ হয়?

শ্রমিকের বছরে গড়ে আয় কত?

০৫ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অবৈধ শ্রমিকদের জন্য বেশ কিছু জরিমানা আছে। ক্ষেত্রবিশেষে জরিমানা তিন হাজারের উপরে উঠতে পারে। এছাড়া যেহেতু তারা পড়াশোনা কিছুই জানে না , নিজে কাজ করতে পারবে না । সেই ক্ষেত্রে তাদেরকে নিয়োগ করতে হবে এজেন্ট। ফোনে খরচের পরিমাণ বাড়তে থাকবে ।

৩| ০৫ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৪৬

মোহামমদ কামরুজজামান বলেছেন: গরীব সব জায়গায়, সারা দুনিয়ায় শোষিত হয়। কোথাও নিজেদের লোকই করে আবার কোথাও পদ্ধতিগত ভাবে। এ দুয়ের মাঝে কোন প্রার্থক্য নেই,

০৫ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: কমবেশি সবাই শোষণের শিকার। তবে দরিদ্ররা বেশি শোষিত হয়। কেননা তারা পড়াশোনা জানে না।

৪| ০৫ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০৪

চাঁদগাজী বলেছেন:



আপনি কি ক্যালকুলেটর কিনতে বাজারে গেছেন?

০৫ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: যেদিন থেকে মোবাইল কিনেছে সেদিন থেকে ঘড়িও ক্যালকুলেটর কেনা বাদ দিয়েছি। এই যন্ত্র গুলো এখন আর লাগে না।

৫| ০৫ ই ডিসেম্বর, ২০২০ রাত ৮:৫৩

চাঁদগাজী বলেছেন:



শ্রমিকদের গড় আয় কত?

০৫ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:৩৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: গড় আয় দৈনিক ৫০ রিঙ্গিত ধরা যেতে পারে।
তবে নির্মাণ খাতে মানুষ ওভার টাইমে খেটে টাকা আয় করার চেষ্টা করে।

৬| ০৫ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:১৮

নেওয়াজ আলি বলেছেন: খবরে দেখলাম ওয়াহেদুর রহমান নামে বাংলাদেশী একজন ব্যবসায়ী মালেয়শিয়ায় হালাল মাক্স তৈরি করে । উনার আন্ডারে বারশত শ্রমিক কাজ করে

০৫ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:৩৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: কিছু বাংলাদেশী খুব রাজার হালেও আছে। তবে সেটার পরিমাণ খুবই কম।

৭| ০৫ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:৩৮

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: শ্রমিকরা কোন দেশেই ভালো নেই । তাদের ভালো থাকার সুযোগ নেই‌

মধ্যপ্রাচ্য এবং মালোশীয়াতে শ্রমিকরা ভালো নেই। কিন্তু ইউরোপে শান্তি আছে।

০৫ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:৩৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনি কি ইউরোপে গিয়ে দেখে এসেছেন?
যদি দেখে এসে থাকেন তাহলে আপনার কথা সঠিক হতে পারে।

৮| ০৬ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৫৭

ডঃ এম এ আলী বলেছেন:



মালয়েশিয়ায় একজন অদক্ষ কৃষী/শিল্প/ নির্মান খাতের অদক্ষ ইমিগ্রান্ট শ্রমিক বর্তমান সময়ে মাসে গড়ে কত রিঙ্গিত আয় উপার্জন করতে পারে জানালে বাধিত হব ।

প্রায় ৮০০০ রিঙ্গিত বাংলাদেশী টাকায় প্রায় ১৭০০০০টাকা খরচ করে এক বছরের ভিসায় তারা খরচকৃত অর্থের শতকরা কতভাগ কভার দিতে পারবে বলে মনে করেন ? বিষয়টি কি আদৌ লাভজনক হবে ?

আমি যতদুর জানি সেখানে একজন অদক্ষ কৃষি শ্রমিক বিভিন্ন ধরনের ( প্রকাশ্য ও গোপন অর্থ) কাটাকাটির পর গড়ে মাসিক প্রায় ৮০০ রিঙ্গিত বা বাংলাদেশি টাকায় ১৫/১৬০০০ টাকা মজুরী/বেতন পায় । তার মানে একজন ইমিগ্রান্ট অদক্ষ শ্রমিকের সারা বছরের উপার্জন লেগে যাবে লিগাল হওয়ার জন্য তার খরচকৃত টাকা কভার করতেই । তার পরে তার থাকা খাওয়ার খরচতো
আছেই ।

যাহোক, প্রকৃত অবস্থা তুলে ধরে মালয়েশিয়ার রোজনামচা দিলে অনেকের উপকার হবে । বাংলাদেশী শ্রমিকদের মালয়েশিয়ায় বেগার খাটতে যাওয়ার বিষয়ে একটু ভেবে দেখার জন্য সহায়ক হবে ।

শুভেচ্ছা রইল


০৯ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:০০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: স্যার, আমি আসলে সময় পাই না। তাই বিস্তারিত লেখা আমার পক্ষে সম্ভব হবে না।

তবে জেনে রাখা ভালো যে, নিজের দেশে কাজ করাটাই সব চেয়ে উত্তম। পারিবারিক জীবন দরকার আছে।

৯| ০৭ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:৩০

ফটিকলাল বলেছেন: অসাধারন পোস্ট

০৯ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:০১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এটা কোন পোস্টই হয়নি।
হয় আপনি অনেক উদার মানুষ। নয়তো আপনি রসিকতা করলেন।

যাই হোক আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.