নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

মালয়েশিয়ার রোজনামচা ১

৩০ শে নভেম্বর, ২০২০ সকাল ৭:২৫

----ক-----

অনেক দ্বিধাদ্বন্দ্ব আর আশঙ্কার পর সত্যি সত্যি নতুন অর্থবছরের বাজেট পার্লামেন্টে কণ্ঠভোটে পাস হয়ে গেছে। মনে হয় প্রধানমন্ত্রী ও তাঁর সহযোগীরা অনাস্থার আক্রমণ এড়াতে সক্ষম হয়েছেন।।

রাজনৈতিক বিশ্লেষকরা ধারণা করছেন সরকারবিরোধীদের সংসদে বেশি আসন থাকার দাবির প্রেক্ষিতে কোন কারণে যদি বাজেট পাস না হয় তাহলে মালয়েশিয়ার ইতিহাসে এটা হবে একটি নতুন ধরনের দৃষ্টান্ত।

কেননা বাজেট পাশে ব্যর্থ হলে প্রধানমন্ত্রী সংসদে আস্থা হারিয়েছেন বলে প্রমাণিত হবে এবং ক্যাবিনেট কে পদত্যাগ করতে হবে। ফলে সাধারণ নির্বাচন অবশ্যম্ভাবী হয়ে যাবে।

অবশ্য প্রধানমন্ত্রী তানশ্রী মুহিদ্দিন ইয়াসিন এর বিরোধীরা বাজেট পাস না হোক সেটা সম্ভবত চায়নি। তারা খুব বেশি তৎপর ও ছিল না। কেননা বাজেট বিভক্তি ভোটে পাস হয়নি । পাশ হয়েছে কণ্ঠভোটে।

এদিকেকে মহামান্য রাজা সবাইকে স্মরণ করিয়ে দিয়ে আসছিলেন করোনার এই দুর্যোগ মুহূর্তে কোন ধরনের রাজনৈতিক অস্থিতিশীলতা যেন সৃষ্টি না হয় ‌

মনে হয় সবাই মহামান্য রাজার নির্দেশনা অনুসরণ করেছেন। শোলে একটি সাধারণ নির্বাচনের হাত থেকে মনে হয় এরা বেঁচে গেল।

------খ-----

মালয়েশিয়াতে অনেকগুলো বিশ্ববিদ্যালয় আছে । এদের মধ্যে কিছু আছে পাবলিক বিশ্ববিদ্যালয় আবার কিছু আছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়‌ । এছাড়াও আছে বিদেশি কিছু বিশ্ববিদ্যালয়ের মালয়েশিয়া ক্যাম্পাস।

এই সব বিশ্ববিদ্যালয় বাংলাদেশ থেকে অসংখ্য শিক্ষার্থী পড়াশোনা করতে আসে। অসংখ্য সরকারি কর্মকর্তা ও আসেন পিএইচডি করতে। আমি বুঝি না সরকারি কর্মকর্তারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করলে অসুবিধা কোথায় ? সেই ক্ষেত্রে তো দেশের বিশ্ববিদ্যালয়গুলিতে রিসার্চের পরিধিও বৃদ্ধি পায়।

মালয়েশিয়ার একটি অন্যতম পরিচিত বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে। আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়, মালয়েশিয়া। ইংরেজিতে বিশ্ববিদ্যালয়টির নাম International Islamic University, Malaysia ( IIUM). মালয় ভাষায় বিশ্ববিদ্যালয়টির নাম Universiti Islam Antarabangsa Malaysia ( UIAM) এটি ওআইসি OIC করতে স্বীকৃত একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টির মালয়েশিয়ার সেলাঙ্গর প্রদেশের গুম্বাক ( Gombak) জেলায় অবস্থিত ।

রাজধানী কুয়ালালামপুর শহর থেকে বিশ্ববিদ্যালয়টিতে কম খরচে যাওয়ার সব চেয়ে সহজ উপায় হচ্ছে LRT. কুয়ালালামপুর সিটি সেন্টার পেট্রোনাস টুইন টাওয়ার দেখতে এসে সেখান থেকে এলআরটিতে চড়ে Gombak স্টেশনে নামতে হবে । এই স্টেশন থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটু পর পরই বাস যাতায়াত করে।
KL Sentral থেকে ও LRT তে চেপে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাওয়া যায়।

বিশ্ববিদ্যালয়টির চ্যান্সেলর হিসেবে আছেন মালয়েশিয়ার বর্তমান রানী।

এই বিশ্ববিদ্যালয়ের একটি দিক আমার কাছে খুবই ভালো লাগে সেটি হচ্ছে এখানে বাংলাদেশের বেশকিছু অধ্যাপক শিক্ষকতা করেন। তবে দিনে দিনে তাদের সুযোগ-সুবিধা নাকি কমে যাচ্ছে।

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ৩০ শে নভেম্বর, ২০২০ সকাল ৮:২৭

আমি সাজিদ বলেছেন: Antarabangsa মানে আন্তজার্তিক ? কিছুটা মিল আছে বাংলার সাথে মালয়ের?

৩০ শে নভেম্বর, ২০২০ সকাল ৮:৩৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনি সঠিক বলেছেন।
মালয় ভাষা খুব একটা সমৃদ্ধ ভাষা নয়।

অনেক ধন্যবাদ আপনাকে।

২| ৩০ শে নভেম্বর, ২০২০ সকাল ৯:৫১

জুন বলেছেন: মালয়েশিয়ার রাজার আহবান তো জনগণ মেনে নিচ্ছে। কিন্ত থাইল্যান্ডে বর্তমানে সেই রাজাও সেই আদর্শ ও নেই। খুবই দুঃখজনক পরিস্থিতি মোকাবেলা করছে সাধারণ জনগন।
+

৩০ শে নভেম্বর, ২০২০ সকাল ১০:০০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মাহাথির এর পদত্যাগের পর মালয়েশিয়ার রাজার ভূমিকার কারণেই সম্ভবত মালয়েশিয়ার সরকার এখনও টিকে আছে ।
নইলে সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগের পর এই সরকারও খুব বেশি দিন টিকতে পারত।
না এমনকি বাজেট পাসের সময়ে ও একটা অনিশ্চয়তা গেছে।

রাজার দৃঢ় ভূমিকার কারণে বাজেট পাস হয়েছে ।
সম্ভবত খুব তাড়াতাড়ি জাতীয় নির্বাচনের ও সম্ভাবনা নেই।

করোনাকালীন সময়ে নির্বাচন করোনার আরও ঝুঁকি বাড়ায় ।
মালয়েশিয়ার একটি প্রাদেশিক পরিষদের নির্বাচন তা জোরালোভাবে প্রমাণ করেছে।

আপনাকে অনেক ধন্যবাদ।

৩| ৩০ শে নভেম্বর, ২০২০ সকাল ১০:২৬

চাঁদগাজী বলেছেন:



মালয়েশিয়ার বাজেট কতো (ডলারে )?

৩০ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৫৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: 2021 অর্থবছরের বাজেটে সর্বমোট খরচ করা হবে ৭৯.১৬ বিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ অর্থ।

এদের রাজস্ব আহরনের অনেক উৎস আছে ।

তাদের মধ্যে প্রধানতম উৎস হলো বৈদেশিক শ্রমিকদের কাছ থেকে প্রাপ্ত ভিসা ফি ও লেভি, এবং পর্যটন খাতের আয়।

পর্যটন খাত বন্ধ হয়ে যাওয়াতে অসংখ্য মানুষ ও হোটেল বেকার হয়ে গেছে।

৪| ৩০ শে নভেম্বর, ২০২০ সকাল ১০:২৯

বিএম বরকতউল্লাহ বলেছেন: ছোট্ট অথচ সুন্দর লেখাটির জন্য ধন্যবাদ।

৩০ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৫৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: কবি , আপনি আমাকে লজ্জায় ফেলে দিলেন।
আসলে আমার লেখার নূন্যতম যোগ্যতা নাই ।
মাঝে মাঝে টুকটাক লিখতে ইচ্ছে করে ।

আপনি ভালো থাকবেন ।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

৫| ৩০ শে নভেম্বর, ২০২০ দুপুর ১২:০০

নেওয়াজ আলি বলেছেন: আবা কাবা। এখন একটু কম দেখি আপনাকে ব্যস্ত নাকি।

৩০ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৫৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমি শারীরিকভাবে সুস্থ নই।
Isolationএ আছি, এটা বলতে পারেন।

পাঠ ও মন্তব্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
ভাল থাকবেন সব সময়।

৬| ৩০ শে নভেম্বর, ২০২০ দুপুর ১২:১৭

রোকসানা লেইস বলেছেন: জানলাম মালয়েশিয়ার ভিতরের খবর । ধন্যবাদ জানানোর জন্য।

৩০ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৫৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: করোনাকালীন সময়ে এরা খুব একটা ভালো নেই।
হাজার হাজার হোটেল বন্ধ হয়ে গেছে।
অনেক মানুষের বেকার হয়ে গেছে। রাস্তায় ঘুরলে দেখা যায় ফুটপাতে অসংখ্য অস্থায়ী দোকান বসেছে।

কষ্ট করে পড়ে মন্তব্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ।
ভাল থাকবেন সব সময়।

৭| ৩০ শে নভেম্বর, ২০২০ দুপুর ১:০৬

ফটিকলাল বলেছেন: মালয়েশিয়ার ইউনিভার্সিটিগুলোর ওপর খুব একটা ভরসা হয় না। ওদের লেখাপড়ার মান বাংলাদেশের নর্থ সাউথেরও নীচে। কিছু ভালো ভালো ম্যানুফেকচারিং কোন্পানী থাকার কারনে গবেষনা একটু আধটু হয় বাকি সব যাচ্ছে তাই। হালের আজহারীও নাকি মালয়েশিয়ায় পিএইচডি করছে কোরানের ভ্রূনতত্ব নিয়ে। এটা যে পিএইচডির বিষয় হতে পারে সেটাই তো হাস্যকর ব্যাপার

৩০ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:০০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এমন একটা সময় ছিল মালয়েশিয়া থেকে বাংলাদেশে অনেক ছাত্র-ছাত্রী পড়তে যেত।
এখনো সীমিত আকারে দু'চার জন যায়।

তবে এখানকার বিশ্ববিদ্যালয়গুলো সম্পর্কে আপনি যে ধারণা করেছেন সেটা সামান্য হলেও সত্য।

কষ্ট করে পড়ে মন্তব্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ।
ভাল থাকবেন সব সময়।

৮| ৩০ শে নভেম্বর, ২০২০ দুপুর ১:৫০

রাজীব নুর বলেছেন: পিএইচডি বিদেশে করলে লোকজন বেশি সম্মানের চোখে দেখে। অনেক দেশ থেকে লোক এসে বাংলাদেশে পিএইচডি করে।

ভালো একটা ধারাবাহিল শুরু করেছেন।

৩০ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:০৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এখানকার অন্যতম প্রধান একটি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি পূত্রা মালয়শিয়া University Putra, Malaysia (UPM)। সেখানে আমার পরিচিত বেশ কয়েকজন ছোট ভাই বেরাদর পিএইচডি করে।

তাদেরই এক জন আমাকে জানালো, ভাই দুঃখের কথা কি বলব ।ৎএখানে পিএইচডি করতে এসেও আমাদের অনেক ছাত্রছাত্রী নকল করে!

কষ্ট করে পড়ে মন্তব্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ।
ভাল থাকবেন সব সময়।

৯| ৩০ শে নভেম্বর, ২০২০ বিকাল ৩:৪৭

ফয়সাল রকি বলেছেন: ২০১৮ সালে অফিসিয়াল ট্রেনিং-এ মালয়েশিয়া গিয়েছিলাম।
কুয়ালালামপুরে ছিলাম এক সপ্তাহ। এলআরটি ব্যবহার করেছি ইচ্ছামতো।

৩০ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:০৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ঘুরে বেড়ানোর জন্য মালয়েশিয়া খুবই ভাল একটি দেশ।
কেননা, এখানকার আবহাওয়া খুবই ভ্রমণ উপযোগী। যোগাযোগ ব্যবস্থা ও খুব ভালো।

বাংলাদেশ থেকে যারা বিভিন্ন প্রশিক্ষণের জন্য আসে তারা খুব আরাম করে ঘুরে বেড়ায় আর শপিং করে।

কষ্ট করে পড়ে মন্তব্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ।
ভাল থাকবেন সব সময়।

১০| ৩০ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৪২

শেরজা তপন বলেছেন: বাজেটের বিষয়টা চমক লাগল।
ভাল কিছু বিষয় উপস্থাপন করেছেন- ধন্যবাদ

০১ লা ডিসেম্বর, ২০২০ সকাল ১০:০৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনি পাঠ করেছেন ও মন্তব্য করেছেন সেজন্য আমি অনেক আনন্দিত।
আপনার প্রতি সীমাহীন কৃতজ্ঞতা রইল।
ধন্যবাদ। ভালো থাকবেন সব সময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.