নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।
আনারস গাছটিতে ফুল এসেছে
আজ থেকে বছর দেড়েক আগে আমার ছেলের ক্লাসে শিক্ষক গাছের বংশ বিস্তার নিয়ে একটি চ্যাপটার পড়াচ্ছিলেন।
ক্লাসে পড়ানো শেষ হলে তিনি সকল ছাত্র-ছাত্রীকে বললেন, তারা যেন বাসায় গিয়ে যার যার মত একটি গাছের বংশবিস্তার পদ্ধতি হাতে-কলমে করে।
আমার পুত্রের ভাগ্যে পড়েছিল পাইনাপেল বা আনারস গাছের বংশবিস্তার নিয়ে একটি প্রাক্টিক্যাল কাজ।
আমি মাঝে মধ্যে আনারস কিনলে দোকানেই গাছের মাথা টা ভেঙ্গে ফেলে দিয়ে আসি। কেবল আনারসটা সাথে করে নিয়ে আসি।
তবে পুত্রকে সাথে করে নিয়ে বাজারে গেলাম । এক চাইনিজের দোকান থেকে তার পছন্দমত একটি আনারস গাছ কিনে এনে তার মাথা ঠিক কেটে তাকে দেওয়া হলো ।
সে সেটা কিনে বাসায় গেল ক্লাস থেকে আসার পর থেকে ভালো করে কেটে একটি প্লাস্টিকের পটে লাগিয়ে রাখলো। তারপর সামান্য শিকড় হলে ওটা কে বাগানে নিয়ে লাগিয়ে দেওয়া হয়েছিল ।
এরইমধ্যে দেড় বছরের উপরে পার হয়ে গেছে । গাছটি হয়েছে বেশ তরতাজা । কিন্তু ফল আসে না । আমি মোটামুটি রেগে গিয়ে সিদ্ধান্ত নিয়েছিলাম এটাকে কেটে ফেলে দেবো ।
কিন্তু ২/৩ দিন আগে লক্ষ্য করে দেখলাম গাছটিতে সুন্দর একটি আনারসের ফুল এসেছেন।
এর আগে আমি কখনও আনারসের ফুল দেখিনি। এটাই আমার দেখা জীবনের প্রথম আনারস গাছের ফুল দেখা। খুব সম্ভবত এটা খুব তাড়াতাড়ি ফলে পরিণত হবে।
মালয়েশিয়াতে তিন থেকে ছয় রিঙ্গিতের র মধ্যে ভালো মানের একটি আনারস পাওয়া যায়।
১৭ ই নভেম্বর, ২০২০ সকাল ৮:৪৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমিও জীবনে প্রথম দেখেছি। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন সব সময়।
২| ১৫ ই নভেম্বর, ২০২০ রাত ৯:২৮
চাঁদগাজী বলেছেন:
ভালো, আপনার ছেলে নিশ্চয় অনেক উৎসাহিত
১৭ ই নভেম্বর, ২০২০ সকাল ৮:৪৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সে অনেক আবেগ তাড়িত। সে বলছে- কোন চোর এসে তার আনারস ফুলটি নিয়ে যাবে কিনা? নিয়ে গেলেও তো বিরাট সমস্যা হয়ে যাবে ইত্যাদি।
আমি বলেছি- এখানে এই কাজ কেউ করবে না। সে যেন টেনশন না করে।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন সব সময়।
৩| ১৫ ই নভেম্বর, ২০২০ রাত ১০:০৮
রাজীব নুর বলেছেন: আনারসের ফুল আমিও দেখি নি।
ফুল থেকেই ফল হয়।
একবার সিলেট গিয়েছিলাম। সেখানে আনারস এর বাগান দেখেছি।
আচ্ছা, দাড়ান দেখি, ছবি খুঁজে পাই কিনা।
১৭ ই নভেম্বর, ২০২০ সকাল ৮:৫২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনার অবস্থাও তো দেখি আমার মতোই খারাপ।
তবে দেখতে হবে।
পৃথিবীতে দেখার মতো অনেক কিছু আছে। যত পারুন দেখুন।
হ্যঁ, খুঁজুন। পেলে শেয়ার করবেন সবাইকে।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন সব সময়।
৪| ১৫ ই নভেম্বর, ২০২০ রাত ১০:১৩
রাজীব নুর বলেছেন:
১৭ ই নভেম্বর, ২০২০ সকাল ৯:০০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ফুলের বদলে দেখি আস্ত আনারসই দিয়ে দিলেন।
কি আর করা ।
এখন দুধের স্বাদ তো ঘোলেই মেটাতে হবে।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন সব সময়।
৫| ১৫ ই নভেম্বর, ২০২০ রাত ১১:০২
সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: ছবিতে অতটা ভালোভাবে বুঝা যাচ্ছে না। বাস্তবে অনেক বেশী সুন্দর। লালচে আনারসের গায়ে ছোট ছোট নীল ফুল থাকে। আমাদের কয়েকটা গাছ ছিল।
১৭ ই নভেম্বর, ২০২০ সকাল ৯:০২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: একে তো আমার ক্যামেরা মানে আমার ফোনটি কম দামী। তার উপর আলোর সমস্যা ছিল। তাই ভালো ছবি দিতে পারলাম না।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন সব সময়।
৬| ১৫ ই নভেম্বর, ২০২০ রাত ১১:২০
মরুভূমির জলদস্যু বলেছেন: আনারসের এই অবস্থাকে ফুল বলে। এরও ফুল হয়, খুব ছোট দেখতে।
১৭ ই নভেম্বর, ২০২০ সকাল ৯:০২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আসলেই তো । এটা এক হিসাবে শিশু আনারস।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
ভালো থাকুন সব সময়।
৭| ১৬ ই নভেম্বর, ২০২০ রাত ২:২০
নেওয়াজ আলি বলেছেন: ছেলের জন্য শুভ কামনা রইলো
১৭ ই নভেম্বর, ২০২০ সকাল ৯:০৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: শুভ কামনা জানানোর জন্য আপনার প্রতি সীমাহীন কৃতজ্ঞতা।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
ভালো থাকুন সব সময়।
৮| ১৬ ই নভেম্বর, ২০২০ বিকাল ৪:১৩
জুন বলেছেন: প্রচুর আনারস বাগান দেখা হয়েছে আর সাথে ফুলও। আপনাদের গাছের এই ফুলটাই একদিন ফলে পরিনত হবে।
১৭ ই নভেম্বর, ২০২০ সকাল ৯:০৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনার দারুণ সব অভিজ্ঞতা রয়েছে।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
ভালো থাকুন সব সময়।
৯| ১৭ ই নভেম্বর, ২০২০ সকাল ১১:৫২
ঠাকুরমাহমুদ বলেছেন:
মালয়েশিয়াতে আনারস অর্ধেক করে কেটেও বিক্রি হয় তাও সুপার সপে। ছবি দেখে খুবই ভালো লেগেছে। আমরা আনারসের চাষ করি নিয়মিত। গাছটি পুরুষ না হলে এই ফুল থেকে ফল আসবে।
১৭ ই নভেম্বর, ২০২০ দুপুর ১:২৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনার বক্তব্য সঠিক।
এখানে আছি প্রায় ৮ বছর।
করোনার কারণে জীবন এখন স্থবির হয়ে গেছে।
মার্চ -এপ্রিলের তুলনায় রোগী বেড়ে গেছে ১০/১২ গুণ। মৃত্যুর হারও গেছে বেড়ে। খুব বেশী প্রয়োজন না হলে বড় বড় দোকানে যাই না।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
ভালো থাকুন সব সময়।
১০| ২৭ শে নভেম্বর, ২০২০ সকাল ১১:১৯
খায়রুল আহসান বলেছেন: আনারসের ফুল আমিও কখনো দেখিনি।
আশাকরি, আপনার ছেলে "আনারস গাছের বংশ বিস্তার" এর এই প্র্যাক্টিকাল থেকে জীবনে আরও অনেক কিছু শিখতে পারবে।
©somewhere in net ltd.
১| ১৫ ই নভেম্বর, ২০২০ রাত ৯:১৮
ইসিয়াক বলেছেন: আমিও কোনদিন আনারসের ফুল দেখিনি,। ভালো লাগলো সাজ্জাদ ভাই।
ধন্যবাদ সুন্দর পোস্টের জন্য।