নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

ধর্ম আছে কয়েক হাজার

০১ লা অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:০৫

পৃথিবীতে মানব জাতির আবির্ভাবের অনেক পরে ধর্ম সৃষ্টি হয়েছে।

অতি প্রাচীন কালে পৃথিবীতে যোগাযোগ ব্যবস্থা ছিল না বললেই চলে। মানুষ বসবাস করত ছোট ছোট গোত্র নিয়ে । হোলির খুবই ক্ষুদ্র একটা এলাকাই ছিল এক জন মানুষের জন্য জগত । সেহেতু ধর্ম তৈরি হয়েছে অসংখ্য।

সব ধর্মের মধ্যে কমন একটি বৈশিষ্ট্য রয়েছে । প্রতিটি ধর্মের অনুসারী মনে করে যে তার ধর্মই সত্য। বাকি ধর্মগুলো সত্য নয় । এবং তার ধর্মই সেরা।

বর্তমানে বিশ্বে প্রায় ৪,৩০০ ধর্ম রয়েছে।

বিশ্বের জনসংখ্যার প্রায় 75 শতাংশ পৃথিবীর পাঁচটি প্রভাবশালী ধর্মগুলির মধ্যে একটি অনুশীলন করে: বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, ইসলাম এবং ইহুদী ধর্ম।

খ্রিস্টান ও ইসলাম বিশ্বজুড়ে বিস্তৃত দুটি ধর্ম। এই দুটি ধর্ম মিলিয়ে বিশ্বের জনসংখ্যার অর্ধেকেরও বেশি ধর্মীয় অনুষঙ্গকে অন্তর্ভুক্ত করে। সমস্ত অ-ধর্মীয় লোকেরা যদি একক ধর্ম গঠন করে, তবে এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম হবে।


বিশ্বের ২০ টি বৃহত্তম ধর্ম এবং তাদের বিশ্বাসীর সংখ্যা হ'ল:

খ্রিস্টধর্ম (২.১ বিলিয়ন)

ইসলাম (১.৩ বিলিয়ন)

ননরিলিগিয়াস (ধর্মনিরপেক্ষ / অজ্ঞেয়বাদী / নাস্তিক) (১.১ বিলিয়ন)

হিন্দু ধর্ম (৯০০ মিলিয়ন)

চীনা সনাতন ধর্ম (394 মিলিয়ন)

বৌদ্ধধর্ম 376 মিলিয়ন

আদিম আদিবাসী (300 মিলিয়ন)

আফ্রিকান traditionalতিহ্যবাহী এবং ডায়াস্পোরিক (100 মিলিয়ন)

শিখ ধর্ম (২৩ মিলিয়ন)

জুচ (19 মিলিয়ন)

প্রেতচর্চা (15 মিলিয়ন)

ইহুদী ধর্ম (14 মিলিয়ন)

বাহাই (৭ মিলিয়ন)

জৈনধর্ম (৪.২ মিলিয়ন)

শিন্টো (৪ মিলিয়ন)

Cao Dai (4 মিলিয়ন)

জোরোস্ট্রিয়ানিজম (২.6 মিলিয়ন)

টেনরিকো (২ মিলিয়ন)

নব্য-পৌত্তলিকতা (1 মিলিয়ন)।

জ্ঞান-বিজ্ঞানের ক্রমাগত উন্নতি এবং মানব সভ্যতার ক্রমবিকাশের সাথে সাথে পৃথিবীতে ধর্মের প্রভাব কমে আসবে।


মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০১ লা অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:৪৫

চাঁদগাজী বলেছেন:



মাত্র ২০০০ বছর আগেও বেশীর ভাগ মানুষ খুবই কমবুদ্ধিমান ছিলেন।

০২ রা অক্টোবর, ২০২০ বিকাল ৩:৩৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সেই সুযোগটাই নিয়েছিল সে আমলের চালাক কিছু পুরুষ মানুষ।

২| ০১ লা অক্টোবর, ২০২০ রাত ৯:২৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: পৃথিবীতে ধর্ম বিশ্বাস করে না এমন মানুষের সংখ্যা দ্রুত বাড়ছে। পৃথিবীর অনেক দেশে তারা ইতিমধ্যে সংখ্যা গরিষ্ঠ।

০২ রা অক্টোবর, ২০২০ বিকাল ৩:৩৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনি সঠিক বলেছেন।

৩| ০১ লা অক্টোবর, ২০২০ রাত ১০:৩১

রাজীব নুর বলেছেন: প্রয়োজনেই সব কিছুর সৃষ্টি হয়। ধর্মও মনে হয় প্রয়োজনে সৃষ্টি হয়েছে। আপনার কি মনে হয় না দুনিয়াতে ধর্ম না থাকলে হানাহানি অতি মাত্রায় বেড়ে যাবে?

০১ লা অক্টোবর, ২০২০ রাত ১০:৩৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এই একুশ শতকে এসে ধর্মের আর কোন প্রয়োজন আছে বলে মনে হয় না।
ধর্ম তো মারামারি করতে আরো উৎসাহ দেয়।

৪| ০১ লা অক্টোবর, ২০২০ রাত ১০:৩৭

নুরুলইসলা০৬০৪ বলেছেন: হিন্দু ধর্মের বড় সমস্যা জন্মসূত্র ছাড়া হিন্দু হওয়া যায়না।শুনা কথা

০২ রা অক্টোবর, ২০২০ বিকাল ৩:৩৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
এটা আমিও শুনেছি।
তবে আমার বিশ্বাস হয়নি।

নতুন ধর্মপ্রচারকদের মধ্যে আমার কাছে যীশু এবং গৌতম বুদ্ধকে সেরা মনে হয়েছে।

৫| ০৩ রা অক্টোবর, ২০২০ রাত ২:৩৩

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: তথ্যবহুল লেখা।ভালো লাগলো।

০৩ রা অক্টোবর, ২০২০ বিকাল ৫:১৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.