নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।
।
যৌন মিলন মানুষের স্বাভাবিক জীবনযাপনের জন্য খুবই অপরিহার্য গুরুত্বপূর্ণ ও অপরিহার্যএকটি বিষয়। নর-নারীর পারস্পরিক সম্পর্ক সুন্দর করার জন্য এর কোন বিকল্প নেই।
এক্ষেত্রে ভারতের জাতির জনক ও স্বাধীনতা আন্দোলনের প্রধান নেতা মোহনদাস করমচাঁদ গান্ধী ছিলেন একটু ব্যতিক্রম।
ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতা ও জাতির পিতা মোহনদাস করমচাঁদ গান্ধী চাইতেন - শুধু আনন্দের জন্য যৌনমিলন করাকে নারীরা যেন প্রতিরোধ করে। তাঁর মতে নর-নারীর যৌনসম্পর্ক হবে শুধু সন্তান উৎপাদনের জন্য যতটুকু দরকার - ততটুকুই। এর বেশী নয়।
একজন আমেরিকান জন্মনিয়ন্ত্রণকর্মী এবং যৌন শিক্ষাবিদ মার্গারেট স্যাঙ্গারের সাথে ১৯৩৫ সালে গান্ধীজীর যে আলাপ হয়েছিল - তার বিবরণ বছর কয়েক আগে প্রকাশিত হয়েছে।
সম্প্রতি গান্ধীজীর এক নতুন জীবনীগ্রন্থ প্রকাশিত হয়েছে যা লিখেছেন ইতিহাসবিদ রামচন্দ্র গুহ। এ বইতে নারী অধিকার, যৌনতা এবং কৌমার্য বিষয়ে গান্ধীজীর ভাবনা ফুটে উঠেছে।
মার্গারেট স্যাঙ্গারের সাথে গান্ধীর আলোচনার বিস্তারিত নোট নিয়েছিলেন তাঁর সচিব মহাদেব দেশাই।
মিঃ দেশাই লিখছেন: 'মনে হচ্ছিল দু'জনেই একমত যে নারীর মুক্তি হওয়া উচিৎ - তার নিজের ভাগ্যের নিয়ন্তা হওয়া উচিৎ' - কিন্তু খুব দ্রুতই তাদের মধ্যে মতভেদ দেখা গেল।
মিসেস স্যাঙ্গার ১৯১৬ সালে নিউ ইয়র্কে আমেরিকার প্রথম পরিবার পরিকল্পনা কেন্দ্র খুলেছিলেন । তিনি মনে করতেন, জন্মনিরোধকই হচ্ছে নারীর মুক্তির সবচেয়ে নিরাপদ পথ।
কিন্তু গান্ধীজী বললেন, পুরুষদের উচিৎ তার 'জান্তব কামনা'কে সংযত করা। এ ক্ষেত্রে নারীদের উচিৎ তাদের স্বামীদের বাধা দেয়া।
তিনি মিসেস স্যাঙ্গারকে বললেন, যৌনক্রিয়া করা উচিৎ শুধু সন্তান উৎপাদনের জন্যই।
সে বছর ভারতের ১৮টি শহরে সফর করেছিলেন মিজ স্যাঙ্গার। তিনি কথা বলেছিলেন ডাক্তার ও কর্মীদের সাথে। কথাবার্তার বিষয়বস্তু ছিল - জন্ম নিয়ন্ত্রণ এবং নারীমুক্তি।
তিনি মহারাষ্ট্র রাজ্যে গান্ধীর আশ্রমেও গিয়েছিলেন, এবং সেখানেই তার সাথে মিজ স্যাঙ্গারের এই কৌতুহলোদ্দীপক আলোচনা হয়।
তবে গান্ধীজীর মতামত শুনেও মিসেস স্যাঙ্গার দমে গেলেন না। তিনি বিতর্ক চালিয়ে গেলেন।
"কিন্তু নারীরও তো গভীর যৌন অনুভুতি আছে, তারা পুরুষের মতোই গভীর এবং তীব্র" - তিনি বললেন, "এমন সময় আছে যখন নারীরাও ঠিক তাদের স্বামীদের মতোই শারীরিক মিলন চায়।"
"আপনি কি মনে করেন যে যখন একজন নারী ও পুরুষ পরস্পরের প্রেমে আবদ্ধ এবং সুখী, তখন তারা শুধু বছরে দু'একবার যখন সন্তান চাইবে তখনই যৌনমিলন করবে - এটা কি সম্ভব?" প্রশ্ন করলেন মিসেস স্যাঙ্গার।
তিনি যুক্তি দিলেন - "ঠিক এই ক্ষেত্রেই জন্মনিয়ন্ত্রণ খুবই সুবিধাজনক - যা নারীকে অবাঞ্ছিত গর্ভধারণ থেকে রক্ষা করবে এবং তার দেহের ওপর তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে।"
কিন্তু গান্ধীজী একগুঁয়েভাবে তার বিরোধিতা করতে থাকলেন।
মোহনদাস করমচাঁদ গান্ধী মহাত্মা গান্ধী নামেই বেশী পরিচিত। তিনি একজন অসাধারণ মহামানব ও নেতা। তাঁর মতো ব্যক্তিত্ব বর্তমান জগতে বিরল।
*তথ্য সূত্রঃ বিবিসি বাংলা অনলাইন।
৩০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৩৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনি ঠিকই বলেছেন।
২| ২৬ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:২৩
রাজীব নুর বলেছেন: আমার সাবেক অফিসে এক অবঃ সচিব জয়েন করেছিলেন। উনি উনার রুমে গান্ধীর ছবি টানিয়ে ছিলেন। ভীষন ভক্ত ছিলেন তার।
আমার সাথে সচিবের বেশ খাতির ছিলো। একদিন গান্ধী একটা ছবি প্রিন্ট করে নিয়ে যায় তার কাছে। ছবিতে গান্ধী বিদেশীনীর সাথে নাচছেন। তারপর সচিব সাহেব রেগে মেগে অস্থির।
২৬ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:১৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: নাচলে সমস্যা কি?
৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:২৪
রাজীব নুর বলেছেন: পৃথিবীতে আনন্দের জন্য যৌন মিলন করে দুই প্রজাতি। এক মানুষ। দুই ডলফিন।
২৬ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:২০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এটা তো অপরিহার্য একটি ক্রিয়া।
৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৪৪
শাহ আজিজ বলেছেন: খুবই অযৌক্তিক একটি বিষয় নিয়ে ব্রিটেন শিক্ষিত এই ব্যারিস্টার নাড়াচাড়া করেছেন । এই উপদেশ নিস্ক্রিয় যৌন অক্ষমদের জন্য । গান্ধী নিজেও মনে হয় তাই ছিলেন । পুরুষ ও নারী উভয়েরই অপরিমিত যৌন ইচ্ছা জাগ্রত হতে পারে এবং তা নিবারন করাই মিলনের উদ্দেশ্য ।
৩০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৩৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনি ঠিকই বলেছেন।
৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৪৬
জাহিদ হাসান বলেছেন: মহাত্না গান্ধী কি বললো না বললো এই নিয়ে আমাদের ভাবনার কিছু নেই।
২৬ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:২০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ঠিকই তো।
৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৫৭
আমি সাজিদ বলেছেন: লজিক্যাল কথা। শুধু আনন্দের জন্য সেক্স নয়।
৩০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৩৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনি ঠিকই বলেছেন।
৭| ২৬ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৫৭
আমি সাজিদ বলেছেন: লজিক্যাল কথা। শুধু আনন্দের জন্য সেক্স নয়।
৩০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৩৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনি ঠিকই বলেছেন।
৮| ২৬ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৫৮
ভুয়া মফিজ বলেছেন: উচ্চ শিক্ষিত আর জ্ঞানী ছিলেন, নেতা ছিলেন ঠিক আছে; তবে গান্ধীকে মহামানব বলার কোন যুক্তি নাই। অনেক বড় বড় মনিষীও মাঝে মধ্যে বেকুবের মতো কথা বলেছেন। গান্ধীও ব্যতিক্রম কিছু ছিলেন না।
২৬ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:২২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমি ঠিকই বলেছেন।
তবে ৩ জন মহামানবের নাম দিন।
মুখস্ত করে রাখি।
কিন্তু কোন নবীর নাম দিয়েন না।
৯| ২৬ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৩১
সাড়ে চুয়াত্তর বলেছেন: উনি পারভারটেড ছিলেন। লিখতে গেলে অনেক বড় হয়ে যাবে।
২৬ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:১৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বড় হলেও লিখুন। জানার দরকার আছে।
১০| ২৬ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:২৮
নেওয়াজ আলি বলেছেন: ধর্ষণকারী মনে হয় আনন্দিত হয়
৩০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৩৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনি ঠিকই বলেছেন।
১১| ২৬ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:০০
সেনসেই বলেছেন: ভাইজান সন্তান জন্মানোর জইন্যে এটা ছাড়া গতি নাই। বাকি সবই আজাইরা কাচাল।
৩০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৩৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনি ঠিকই বলেছেন।
১২| ২৮ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৪০
সাড়ে চুয়াত্তর বলেছেন: গান্ধীজীর যৌন জীবনের বিভিন্ন অস্বাভাবিক কর্মকাণ্ড এখন অনেকটা ওপেন সিক্রেট। এগুলি নিয়ে অনেক তথ্য এখন পাওয়া যায়। এই ধরণের ব্যাপার নিয়ে আসলে লিখতে ইচ্ছে করে না। তবে আপনি যখন বলেছেন তখন সময় পেলে লিখব আশা করি।
৩০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৩৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অপেক্ষায় রইলাম।
১৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:০৬
মিরোরডডল বলেছেন:
শুধু সন্তান উৎপাদনের জন্য ??????
সিরিয়াসলি ?????
পাগলের প্রলাপ ।
পুরাই মাথা নষ্ট !!!!
এভাবে যিনি অস্বাভাবিক অযৌক্তিক চিন্তা করেন, উনি কি করে মহামানব হয়
৩০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৩৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমার ধারণা এটা উনার একটি নির্দিষ্ট বয়সের উপলব্ধি। যৌবনের উপলব্ধি আর বয়স কালের উপলব্ধি তো এক রকম হয় না।
১৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৩৩
নতুন বলেছেন: স্বামী স্ত্রীর মাঝে সম্পক রক্ষার অন্যতম একটা উপাদান এই যৌনমিলন। এতে ভালোবাসা বাড়ে, দুজন আরো কাছাকাছি আসে হৃদয় থেকে। ঝগড়া ঝাটি কমে।
আর শারিরিক চাহিদা সাভাবিক জিনিস এটা দমিয়া রাখার কোন দরকার নাই। রাখলেই বরং সমস্যা বাড়বে।
গান্ধীর মনে হয় কোন সমস্যা ছিলো তাই তিনি এই উপদেশ দিয়েছিলেন।
৩০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৩৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমার ধারণা এটা উনার একটি নির্দিষ্ট বয়সের উপলব্ধি। যৌবনের উপলব্ধি আর বয়স কালের উপলব্ধি তো এক রকম হয় না।
১৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৫২
মিরোরডডল বলেছেন:
গান্ধীর মনে হয় কোন সমস্যা ছিলো তাই তিনি এই উপদেশ দিয়েছিলেন।
ওনার যদি কোনও সমস্যা থেকে থাকে, ওটা একান্তই ব্যক্তিগত । কিন্তু উনি যেহেতু একজন ইনফ্লুয়েনশিয়াল পাবলিক ফিগার ছিলেন আর অনেক ফলোয়ার আছে, তাই এমন কোনও স্টেটমেন্ট দেয়া ঠিক না যেটা মানুষকে কোনকিছুতে ডিমোটিভেট করে । কেউ যদি ওনার এরকম উপদেশ ফলো করতে যায়, তাহলে কিছু মানুষের চাওয়া পাওয়ার জায়গায় অপূর্ণতা থেকে যাবে ।
৩০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৪০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমার ধারণা এটা উনার একটি নির্দিষ্ট বয়সের উপলব্ধি। যৌবনের উপলব্ধি আর বয়স কালের উপলব্ধি তো এক রকম হয় না।
১৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:২৭
অনল চৌধুরী বলেছেন: গান্ধী সর্বদিক দিয়ে নিকৃষ্ট একটা লোক ছিলো।
১৯২২ সালে আন্দোলনের মুখে বৃটিশদের পতনেরে মুহূর্তে আন্দোলন বন্ধ ঘোষণা, সুভাস চন্দ্র বসুকে কংগ্রেসের সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হতে না দেয়া, ১৯৩৭ সালে কংগ্রেসী প্রদেশিক শাসনকালে অবাধে সাম্প্দায়িক দাঙ্গা হতে দেয়া সহ তার কূকর্মের অগণিত ইতিহাস আছে।
অহিংসবাদ ছিলো তার একটা ভড়ং এবং বৃটিশ শাসনকে টিকিয়ে রাখার কৌশল।
তার নিকৃষ্ট কার্যকলাপের জন্য ঘানা গতবছর তার মূর্তি নামিয়ে ফেলেছে।
এইসব নষ্টকে হিন্দু্ত্ববাদী প্রচার চালানোর জন্য জাতির পিতা -ফিতা বানানো হয়েছে।
রাজকুমার সন্তোসী ২০০২ সালে তার দ্য লিজেন্ড অফ বগৎ সিং ছবিতে এই নীচের বৃটিশ দালালির কিছু চিত্র দেখিয়েছেন।
তবে তার নীতি মেনেই মনে হয় গরীব ভারতের লোকজন দেশের জনসংখ্যা ১৪০ কোটি বানিয়েছে !!!!!
Gandhi Murdabat
৩০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৪১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: খুবই ভালো তথ্য দিয়েছেন। পড়তে হবে।
©somewhere in net ltd.
১| ২৬ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:১২
আলমগীর সরকার লিটন বলেছেন: জীবনে বাচে থাকতে হলে সবকিছুর প্রয়োজন আছে ---------