নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

আজ মালয়েশিয়া দিবস

১৬ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:৫০



আজ মালয়েশিয়ার দিবস। মালয়েশিয়াতে একই ধাঁচের তিনটি দিবস পালিত হয় সেই দিবসগুলি হচ্ছে - পহেলা ফেব্রুয়ারি ফেডারেল টেরিটরি দিবস, ৩১ শে আগস্ট স্বাধীনতা দিবস ও ১৬ ই সেপ্টেম্বর মালয়েশিয়া দিবস ।

এই দিবস গুলিতে পুরো মালয়েশিয়াতে সরকারি ছুটি থাকে। এরা ছুটি পাগল জাতি।


মালয়েশিয়া দিবসকে মালয় ভাষায় হারি মালয়েশিয়া বলে। প্রতি বছর ১ ৬ সেপ্টেম্বর মালয়েশিয়ান ফেডারেশন প্রতিষ্ঠার স্মরণে এই দিবসটি পালিত হয় এবং সরকারী ছুটি থাকে ।

হাজার১৯৫৭ সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভের পর হাজার ১৯৬৩ সালের এই দিনে তেরোটি প্রদেশ একত্রিত হয়ে মালয়েশিয়ান ফেডারেশন গঠন করে। নর্থ বোর্নিও, সারাওয়াক এবং সিঙ্গাপুরও ফেডারেশন এ যোগদান করে। সিঙ্গাপুর অবশ্য ফেডারেশন থেকে দু'বছরের কম পরে 1965 সালের 9 আগস্ট বের হয়ে স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়েছিল।


মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৬ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৩০

রাজীব নুর বলেছেন: মালোশিয়াতে বাংলাদেশের কতজন দূর্নীবাজ, পলাতক আসামী এবং দেশের টাকা দিয়ে মালশিয়াতে ব্যবসা প্রতিষ্ঠান খুলেছে? এসব অনুসন্ধান করে পোষ্ট দেন বড় ভাই।

১৬ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:০৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমার কি দায় পড়েছে।

২| ১৬ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৪২

সাড়ে চুয়াত্তর বলেছেন: তিনটার মধ্যে জাতীয় দিবস কোনটাকে ধরা হয়?

১৬ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:০৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: স্বাধীনতা দিবস কে।

৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৩২

চাঁদগাজী বলেছেন:



মালয়েশিয়ার মানুষ কি আগের থেকে খারাপ হয়ে যাচ্ছে?

১৬ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
এরা কি কখনো ভালো ছিল?

৪| ২২ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৪৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: লেখক বলেছেন: আমার কি দায় পড়েছে।
ঠিক কথায় বলছেন। :)

২৩ শে সেপ্টেম্বর, ২০২০ ভোর ৫:৪৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: নিজের খেয়ে বনের মোষ তাড়ানো হয়তো আনন্দদায়ক কাজ হতে পারে। তবে এটা অনেক সময় বিপদজনক হতে পারে। কেননা, বনের মোষ একটা হিংস্র প্রাণী। একে নিয়ে নাড়া চাড়া করা সবার কাজ নয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.