নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

তাহারা ঘুষ কেন খান?

১১ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৪৬



আমার এক নিকট জন বিরাট এক জরুরি কাজে কোন একটি অফিসে গিয়েছিলেন। সেই অফিসে গিয়ে তার মে অভিজ্ঞতা হয়েছে তা তিনি আমাকে বলেছেন। সেখানকারই কিছু আলোচনার যোগ্যতা রাখে এমন কিছু বক্তব্য এখানে তুলে ধরা হলো।

# আপনি ঘুষ কেন খান?
∆ যে বেতন পাই তাতে আমার পোষায় না!

# আপনি যখন চাকরি নিয়েছিলেন তখন কি আপনি জানতেন না বেতন কত হবে ? আপনি কি জানতেন না যে সেই বেতনে আপনার পোষাবে না?

∆ জানতাম না মানে । অবশ্যই জানতাম । জেনেশুনেই তো এই চাকরিতে এসেছি।

# তবে যে বললেন এই বেতনে আপনার পোষাবে না। এই বেতনে আপনার না পোষালে আপনার তো এই চাকরিতে না আসাই উচিত ছিল।

∆ আমি তো আসলে বেতনের আশায় চাকরিতে আসিনি । এই অফিসের উপরি আয় অনেক বেশি । বেতন এখানে তুলতেই হয় না । সেই জন্যই তো আমি এই চাকরিতে এসেছি।

# ওই যে আপনি বললেন, যে বেতন পান সেই বেতনে আপনার পোষায় না। সেই বেতনে যদি আপনার না পোষয় তাহলে তো আপনার উচিত এই চাকরি ছেড়ে দিয়ে অন্য কোন একটি চাকরি খুঁজে নেওয়া। যে চাকরির বেতনে আপনার পোষাবে। কোন ঘুষ খেতে হবে না।

∆ দেখুন , আমি মূলত চাকরি করি ঘুষেরর আশায় । বেতনটা তো একটা ফিক্সড ইনকাম । কাজ করলে ও এটা থাকবে। কাজ না করলেও থাকবে । আর তাছাড়া আমজনতা তো ঘুষ দেওয়ার জন্য রেডি হয় থাকে । আজকাল আমাদের আর ঘুষ চাইতে হয় না । তারাই বড় বড় মোটা খাম হাতে দিয়ে দেয়।

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১১ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৫৪

জাহিদ হাসান বলেছেন: X((

১২ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:২৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: উপায় নেই ।
গোলাম হোসেন।

২| ১১ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:১৮

নুরুলইসলা০৬০৪ বলেছেন: জনগনের চেতনার বিকাশ ঘটাতে হবে।সংগঠিত করতে হবে আদর্শের ভিত্তিতে।

১২ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:২৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সেটা আর কখনো হবে বলে আমার মনে হয় না। সব নষ্ট হয়ে গেছে।

৩| ১১ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:২০

শোভন শামস বলেছেন: এমনি এমনি খায়

১২ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:২৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ক্ষুধা বেশী বলেই খায়।

৪| ১১ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৩৯

চাঁদগাজী বলেছেন:



ঢাকা শহরের চাকুরীজিবিদের কাজ, আয়, ব্যয়ের কোন সমন্ময় নেই। সরকারী চাকুরীর লোকেরা দেশ ও মানুষের ক্ষতি করে।

১২ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:২৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বেসুমার আয় থাকলে আর কি দরকার সমন্বয় করার?
চার হাতে খরচ করবে।

৫| ১২ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:৫৮

রাজীব নুর বলেছেন: আপনি যদি বাংলাদেশের কোনো সরকারী অফিসে কোনো কাজের জন্য যান তাহলে বুঝবেন।

১২ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:২৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমি জানি।
আপনি এক জন সম্মানিত ঘুষদাতা।

৬| ১২ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ২:২১

নেওয়াজ আলি বলেছেন: Click This Link

১২ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:২৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ক্লিক করলাম।
দেশের পাসপোর্ট অফিসগুলো মাসে ১২ কোটি টাকা ঘুষ খায়।
এটা পত্রিকাগুলোতে এসেছে।
অথচ সবাই নীরব।

৭| ১২ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:১৫

বিএম বরকতউল্লাহ বলেছেন: ঘুস খাওয়ার সুযোগ থাকলে কজন না খেয়ে থাকতে পারে বলেন?
আমরা কি কিছু শিখেছি কোথাও থেকে!

১২ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:২৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমি সব চেয়ে অবাক হই যখন দেখি ধার্মিক মানুষ ঘুষ খান।
ঘুষ খাওয়াকে এখন কেউ আর অন্যায় হিসাবে দেখেন না।

৮| ১৩ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:২৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: উপরি আয় এখন বিয়ে শাদীর ক্ষেত্রেও ইতিবাচক ভূমিকা রাখে অনেক সময়।

১৩ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:২৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ঘুষ দাতা এবং ঘোষ গ্রহীতা উভয়ই সমান অপরাধী।
বাংলাদেশের প্রেক্ষাপটে ঘুষদাতারাও কম অপরাধী নন য ।
কেননা, তারা খুঁজতে থাকেন ঘুষ দিয়ে কাজটি করিয়ে নেওয়া যায় কত তাড়াতাড়ি।


যারা ঘুষ খান তাদের চালচলন হয় রাজকীয় । তারা টাকা-পয়সার কোন হিসাব করে না। এমনকি তারা যেখানে চাকরি করে সেখানকার বেতন ও তুললে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.