নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।
বাংলাদেশের পর্যটকদের একটি অন্যতম আকর্ষণীয় গন্তব্য হচ্ছে মালয়েশিয়া। প্রতি বছর বাংলাদেশ থেকে লাখের উপরে পর্যটক মালয়েশিয়াতে বেড়াতে যায়।
২০১৮ সালে এক লক্ষ ৫৪ হাজার বাংলাদেশী মালয়েশিয়াতে বেড়াতে গিয়েছিলেন । এ ছাড়াও কাজ করতে যায় এর চেয়েও অনেক অনেক গুণ বেশী।
আপনারা মালয়েশিয়ার কোন খবর বা লেখা পড়লে দেখবেন তাদের নামের পূর্বে প্রায়শই একটি উপাধি বা খেতাব ব্যবহার করা হচ্ছে। আজকের পোষ্টে মালয়েশিয়াতে প্রচলিত উপাধি বা খেতাব সমূহ নিয়ে সামান্য ধারণা দেয়ার চেষ্টা করা হবে।
ফেডারেল সরকার কর্তৃক প্রদত্ত উপাধিঃ
মালয়েশিয়ায়, ইয়াং ডি-পার্টুয়ান অ্যাগং বা রাজা ফেডারেল খেতাব প্রদান করেন। এই জাতীয় খেতাব বা উপাধি সম্মানসূচক এবং বংশগত নয়।
TUN (তুন)
Tun তুন কয়েকশ বছর ধরে মালয়েশিয়ার সমাজে বিদ্যমান। প্রাচীন কালে. Tun ছিল রাজকীয় বংশের লোকদের দ্বারা ব্যবহৃত একটি সম্মানের উপাধি। Tun পুরুষ বংশধরদের দ্বারা উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত একটি পদবি। সময়ের সাথে সাথে, তুন শিরোনাম ইয়াং দি পার্তুয়ান আগোং সর্বাধিক প্রাপ্য প্রাপককে ভূষিত করেছেন যিনি জাতির পক্ষে সর্বাধিক অবদান রেখেছেন।
তুন গ্রাহকগণকে দেওয়া সর্বাধিক সিনিয়র ফেডারাল খেতাব। এখানকার বিশিষ্ট কোন খেতাবধারী ব্যক্তির মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী তুন রাজাক, তুন হোসেন অন, তুন ডাক্তার মাহাথির মোহামাদ প্রমূখ।
তুনের স্ত্রীর পদবি হলো Toh Puan তোহ পুয়ান।
Tan Sri তান শ্রী
তান শ্রী দ্বিতীয় সিনিয়র ফেডারাল খেতাব এবং একটি সম্মানজনক পুরষ্কার।
এক জন তানশ্রীর স্ত্রীর খেতাব হচ্ছে Puan Sri পুয়ান শ্রী।
Datuk দাতুক
দাতুক একটি ফেডারেল খেতাব যা ১৯৬৫ সাল থেকে ভূষিত করা হয়েছে । ফেডারেল দাতুকের স্ত্রীর খেতাব Datin দাতিন ।
দ্রষ্টব্য: কোন মহিলা তার নিজের উপাধিতে উপাধি পেয়েছেন যা "দাতিন পাডুকা" নামে পরিচিত, যদিও "দাতুক" উপসর্গটি সাধারণত মহিলাদের পাশাপাশি পুরুষদের জন্য ব্যবহৃত হয়।
স্বতন্ত্র রাজ্যগুলির বিধানসভা কর্তৃক মনোনীত রাষ্ট্রপ্রধান ব্যক্তিগণকে 'দাতুক' উপাধি প্রদান করতে পারেন। তবে এটি "দাতো" শিরোনাম থেকে আলাদা। পরবর্তীকালে সুলতানের নেতৃত্বে পৃথক রাজ্য দ্বারা ভূষিত করা হয়, এবং রাজ্য আইনসভা দ্বারা মনোনীত রাষ্ট্রপ্রধান নয়।
রাজ্য সরকার কর্তৃক প্রদত্ত উপাধিঃ
মালয়েশিয়ায় শাসক ও গভর্নর রাষ্ট্রীয় খেতাব পুরষ্কার প্রদান করেন। এই জাতীয় খেতাব সম্মানজনক এবং বংশগত নয়।
Dato Sri দাতো শ্রী
দাতো 'শ্রী বা দাতো' সেরি হলো রাষ্ট্র বা রাষ্ট্রের জন্য যে অবদান রেখেছেন এমন সর্বাধিক প্রাপ্য প্রাপককে শাসক কর্তৃক প্রদত্ত সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব। এটি ফেডারেল শিরোনাম তুনের নীচে এবং এটি ফেডারেল খেতাব তান শ্রী র সমতুল্য একটি সম্মান। এই খেতাব প্রাপকের স্ত্রী কে Datin Sri দাতিন শ্রী বলা হয়।
কিছু শাসক পুরষ্কার প্রদান করেন যা সেই রাজ্যের পক্ষে অনন্য সর্বোচ্চ খেতাব বহন করে, যেমন নেগেরি সেমিলান রাজ্যের ডেটো 'শ্রী উতমা'।
দাতো 'সেরি বা এর মহিলা ধারকরা দাতিন পাডুকা সেরি নামে অভিহিত হন।
Datuk Seri দাতুক সেরি
দাতুক সেরি হলেন সর্বাধিক প্রবীণ রাষ্ট্রীয় খেতাব যা কেবলমাত্র গভর্নর কর্তৃক সর্বাধিক প্রাপ্য প্রাপককে ভূষিত করেন যিনি জাতি বা রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।
নোট : দাতো 'শ্রী এবং দাতুক সেরি বিভ্রান্ত হতে পারে এবং মালয়েশিয়া মিডিয়া এবং প্রেসগুলি দাতোক' শ্রী শিরোনামধারীদের দাতুক সেরি হিসাবে সম্বোধন করতে পারে।
যে মহিলারা দাতুক সেরির উপাধিতে ভূষিত হয়েছেন তারা দাতিন পদুকা সেরির স্ত্রীলিপি উপাধিটি ব্যবহার করতে পারেন।
তথ্যঃ
Dato দাতো 'মালয়েশিয়ায় সর্বাধিক সাধারণ উপাধি । দাতো'র স্ত্রী হলেন দাতিন, তারেংগানু ব্যতীত যেখানে তারা 'পুয়ান' নামে পরিচিত (অ-বংশগত টুনের স্ত্রী তোহ পুয়ানের সাথে বিভ্রান্ত হবেন না)।
দাতোকে নয়টি মালয় রাজ্যের মধ্যে একটির বংশগত রাজকীয় শাসকই সম্মানিত করতে পারেন। বংশগত দাতো'র স্ত্রীকে সৌজন্যে তু পুয়ান বলে সম্বোধন করা হয়।
মহিলা দাতোকে দাতিন পাদুকা বলা হয় কারণ তিনি তার নিজের উপাধিতে ভূষিত হয়েছেন এবং স্বামী কোনও পদবি পাবেন না
Pehin পেহিন
এই শিরোনামটি মূলত ব্রুনাই এবং সারাওয়াকে ব্যবহৃত হয়।
JP জে.পি.
জেপি বা জাস্টিস অফ পিস র্যাঙ্ক সমস্ত দাতু 'বা দাতুকের নীচে।
মালয়েশিয়ায় জাস্টিস অব পিসকে মূলত আইনতভাবে যোগ্য উপবৃত্তি ম্যাজিস্ট্রেটদের দ্বারা ম্যাজিস্ট্রেটদের আদালতে প্রতিস্থাপন করা হয়েছে। তবে, রাজ্য সরকার শান্তির জাস্টিস অব পিস কে সম্মান সূচক হিসাবে নিয়োগ করে চলেছে।
ভারতের নায়ক শাহরুখ খান এখানে খুব জনপ্রিয়।
তিনি এখানে দাতু উপাধি প্রাপ্ত।
এই সব খেতাব বা উপাধির তালিকায় বেশ কিছু বাংলাদেশীর নাম আছে। তারা মালয়েশিয়াতে বিবাহ বন্ধন বা অন্য কোনোভাবে এখানকার নাগরিক হয়েছেন।
০৯ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:১২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এখানে নিউ ইয়র্কে র মতো সেই অর্থে বাঙালি এলাকা বলতে তেমন কোন এলাকা নাই ।
কোতারায়ি নামক এলাকায় বাংলাদেশীদের কিছু দোকানপাট ছিল । হাল আমলে সেগুলির অবস্থা বেহাল ।
তারা আতংকে দিন কাটায়।
মালয়েশিয়াতে আপনি খুবই কম খরচে দিনযাপন করতে পারবেন। এ কারণেই পৃথিবীর নানান দেশ থেকে মানুষ জন এখানে আসে বেড়াতে।
২| ০৯ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৫২
নুরুলইসলা০৬০৪ বলেছেন: আমি আসা করেছিলাম আপনি হয়তো বলবেন,যে কয়দিন থাকেন আমার সাথেই থাকবেন।
০৯ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:১৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমি অতি দরিদ্র অবস্থায় থাকি। উনার মতো ব্যক্তিকে বস্তিতে বসবাস করতে আহ্বান করার দুঃসাহস আমার নেই।
যে সব বাংলাদেশী এখানে ঘুরতে আসেন তারা সাধারণত দুই একটা ধান্দা মনে নিয়ে আসেন
উনি একজন ভালো লোক। উনি কোন ধান্দাবাজি করেন বলে আমার মনে হয় না এবং এ কারণে ধরেই নিতে পারি যে উনি কখনোই মালয়েশিয়া বেড়াতে আসবেন না।
৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:২২
চাঁদগাজী বলেছেন:
আমি যদি আসি, বেড়াতে আসবো না; ওখানকার বাংগালীদের দেখতে আসবো।
০৯ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৫৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: তাদেরকে দেখতে পাবেন বিভিন্ন হোটেল রেস্তোরা ,কনস্ট্রাকশন সাইট আর কারখানা গুলোতে। তাদের অবস্থা খুবই করুন।
৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৩৭
নেওয়াজ আলি বলেছেন: আপনি কেএল এর কোন জায়গায় থাকেন
০৯ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৫৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমি টুইন টাওয়ারের খুব কাছেই থাকি।
৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:১৬
সাগর শরীফ বলেছেন: প্রবাসীরা কেমন আছে?
০৯ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৪৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: যারা শ্রমিক তারা খুবই খারাপ আছে।
যারা প্রচুর টাকা পয়সার মালিক সেকেন্ড হোম আছে তারা খুবই চমৎকার আছে।
৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৫১
সাগর শরীফ বলেছেন: এই দুই শ্রেণী নিয়ে কিছু লিখুন। ওখানকার তফাতটা সবিস্তারে বুঝি!
০৯ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:০১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বিস্তারিত না লিখলেও তফাতটা কিন্তু এমনিতেই বোঝা যাচ্ছে।
৭| ০৯ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:০৮
কবিতা পড়ার প্রহর বলেছেন: দারুন সব উপাধী
১০ ই সেপ্টেম্বর, ২০২০ ভোর ৬:০৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ভারতের নায়ক শাহরুখ খান এখানে খুব জনপ্রিয়।
তিনি এখানে দাতু উপাধি প্রাপ্ত।
৮| ০৯ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৪৬
রাজীব নুর বলেছেন: বড় ভাই আমি মালোশিয়াতে আসলে আপনার বাসাতেই থাকবো।
যতই বলেন বস্তিতে থাকি, লাভ নাই। আমি বস্তিতেই থাকবো।
১০ ই সেপ্টেম্বর, ২০২০ ভোর ৬:০৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনাকে স্বাগতম জানাই। তবে একা এলে দূর দূর করে তাড়িয়ে দেয়া হতেও পারে।
৯| ১০ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:১৮
কল্পদ্রুম বলেছেন: এই খেতাবপ্রাপ্তরা কি সরকারি বিশেষ সুযোগ সুবিধা পান? না কি কেবল ডেকোরেটিভ?
১০ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৪৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মানুষ হচ্ছে খেতাবের পাগল।
এইগুলি খেতাব নামের সাথে লাগালে মানুষের ওজন বেড়ে যায়।
বাংলাদেশের যেমন ধরেন চৌধুরী, ভূঁইয়া, মিয়া এদের তো ওজন কম না।
এদেশের মানুষ নামের আগে দাতু দাতুক ইত্যাদি লাগাতে পারলে খুবই সম্মান বোধ করে। ইহার কোন অর্থনৈতিক লাভ নাই । তবে ইহা পেতে এক্ষেত্রে অনেক সময় খরচ করিতে হয়।
১০| ১০ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:২০
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আপনাকে স্বাগতম জানাই। তবে একা এলে দূর দূর করে তাড়িয়ে দেয়া হতেও পারে।
বৌ বাচ্চা নিয়ে আসতে পারবো না। অনেক খরচ। সামলাতে পারবো না।
১০ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:০২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমার এক বন্ধু বেড়াতে গিয়েছিল পাতায়া।
আমি তাকে জিজ্ঞেস করলাম যে সে একা কেন গেল ।
উত্তরে সে বলল পরিবার-পরিজন নিয়ে গেলে মৌজ-ফুর্তি করা যায় না ।
পাতায়া হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় মৌজ ফুর্তি করার জায়গা।
১১| ১০ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:৪০
পদাতিক চৌধুরি বলেছেন: বেশ ইন্টারেস্টিং লাগলো সাজ্জাদ ভাই। লোভ হচ্ছে মালয়েশিয়ার এই সম্মানসূচক খেতাব গুলো দেখে। যদি কোনদিন দেখি আমাদের প্রিয় ব্লগার সাজ্জাদ ভাইয়ের নাম এই লিস্টে আছে তাহলে অবাক হব না।
শুভেচ্ছা নিয়েন।
১০ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:০৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সামান্য কিছু গুরু দক্ষিণা খরচ করলেই মোটামুটি সাইজের মানুষ ইচ্ছা করলে দাঁতু উপাধিটা পেতে পারে ।
এটা পাওয়া তত কঠিন কোনো বিষয় নয়।
তবে তুন , তান শ্রী ইত্যাদি উপাধি পাওয়ার টা আসলেই একটু কষ্টকর।
©somewhere in net ltd.
১| ০৯ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:০৫
চাঁদগাজী বলেছেন:
আমি মালয়েশিয়ায় এলে, বাংগালী এলাকায় কয়েকদিন "মেস" অথবা বাংগালী এলাকায় রুম ভাড়া নিয়ে থাকতে পারবো?