নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

আল জাজিরা খ্যাত রায়হান কবির আজ রাতে দেশে ফিরছেন।

২১ শে আগস্ট, ২০২০ রাত ৯:১০

কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা চেক করা হচ্ছে।

আল জাজিরার ডকুমেন্টারিতে বাংলাদেশী সাক্ষাত্কারকারীকে আজ রাতে মালয়েশিয়া থেকে বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে।


-মালয়েশিয়ার লকডাউন শিরোনামে আল জাজিরার ডকুমেন্টারিতে সাক্ষাত্কার নেওয়া বাংলাদেশি নাগরিক মোঃ রায়হান কবিরকে আজ রাতে তার বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে।

রাত ১১ টা নাগাদ তাকে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে (কেএলআইএ) নিয়ে আসেন ইমিগ্রেশন কর্মকর্তারা।

মোঃ রায়হান (২৫), যিনি একটি স্লিঙ ব্যাগটি নিয়েছিলেন তিনি ইমিগ্রেশন কাউন্টারে আনার আগে এক দল মিডিয়া প্রতিনিধিদের সাথে সমন্বয় কথা বলতে পেরেছেন।

জানা গেছে, তিনি রাত ১১ টায় মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইট বাংলাদেশের ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে যাবেন।

মো। রায়হানকে ২৪ জুলাই কুয়ালালামপুরের সেতাপাক থেকে আটক করা হয়েছিল, ইমিগ্রেশন বিভাগ আল জাজিরার ডকুমেন্টারি হাজির ব্যক্তির সন্ধানের জন্য জনসাধারণের সহায়তা চেয়েছিল।

প্রামাণ্যচিত্রে মোঃ রায়হান কোভিড -১৯ এর বিস্তার রোধে আন্দোলন নিয়ন্ত্রণ আদেশ (এমসিও) বাস্তবায়নের সময় মালয়েশিয়ান কর্তৃপক্ষ কর্তৃক অবৈধ অভিবাসীদের চিকিত্সার কথা বলেছিলেন।

ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক খায়রুল দাযাইমি দাউদ এর আগে ঘোষণা করেছিলেন যে মোঃ রায়হানকে তার কাজের অনুমতি বাতিল করা ছাড়াও সমস্ত পুলিশ তদন্ত শেষ হয়ে যাওয়ার পরে তার নিজের দেশে ফেরত পাঠানো হবে । তিনি চিরতরে মালয়েশিয়ায় প্রবেশ থেকে কালো তালিকাভুক্ত হয়েছেন।

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২১ শে আগস্ট, ২০২০ রাত ৯:১৮

চাঁদগাজী বলেছেন:


ক্ষতি হলো পরিবারার; যাক, দেশে আসুক, পরিবারের ছেলে পরিবারের কাছে আসুক; মাঝখানে বাংলাদেশের চিল কাউয়ারা থাবা মারবে কিনা কে জানে!

২১ শে আগস্ট, ২০২০ রাত ৯:৪০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: যে কোনো উপার্জনক্ষম ব্যক্তির আর্থিক কিংবা শারীরিক কিংবা চাকুরী সংক্রান্ত কোনো ক্ষতি হলে দিন শেষে ক্ষতিটা হয় পরিবারেরই। অন্যরা কেবল হায়-হুতাশ করতে পারে।

২| ২১ শে আগস্ট, ২০২০ রাত ৯:২৪

পদাতিক চৌধুরি বলেছেন: প্রথম দিন থেকেই ওর পরিণতি কি হবে ভেবে খুব উদ্বেগে ছিলাম সাজ্জাদ ভাই। হয়তো অনেকেই ওকে বোকা বলবে। আবার অনেকে বলবে সস্তায় জনপ্রিয় পেতে ও এই স্টেটমেন্ট দিয়েছে। তবে আমি এসবকিছু মাথায় রেখেও বলবো, রায়হান কবিরের শিরদাঁড়া সোজা। আজকের দিনে এমন লোকের বড্ড অভাব।তাই হাজার মাইল দূরে থেকেও সর্বান্তকরণে রায়হানের শুভকামনা করছি। ধন্যবাদ আপনাকে।
শুভেচ্ছা নিয়েন প্রিয় সাজ্জাদ ভাই ‌

২১ শে আগস্ট, ২০২০ রাত ৯:৪১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ক্ষতি যা হবার তা তো হয়েই গেছে ।
এখন দেশে গিয়ে কিছু একটা করে খাক।

৩| ২১ শে আগস্ট, ২০২০ রাত ৯:৪৫

ঠাকুরমাহমুদ বলেছেন:




ধারণা করছি সম্ভবত ব্লাক লিস্ট (এক্স - রে সহ ফিঙ্গার এন্ড আই ব্লাক লিস্ট) করা হয়েছে।

২১ শে আগস্ট, ২০২০ রাত ৯:৫৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: প্রযুক্তির দিক দিয়ে মালয়েশিয়া বাংলাদেশের চেয়ে অনেক অনেক বেশি এগিয়ে আছে। কেউ এক বার ব্ল্যাকলিস্টেড হলে তার পক্ষে দ্বিতীয়বার মালয়েশিয়াতে ঢুকা কঠিন হবে ।
এক মাত্র উপায় আছে টেকনাফ থেকে নৌকা করে যাওয়া।

৪| ২২ শে আগস্ট, ২০২০ রাত ১২:০৫

রাজীব নুর বলেছেন: সে কি আবার মালোশীয়া ফিরে যেতে পারবে?

২২ শে আগস্ট, ২০২০ সকাল ৭:৪২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: না। বৈধ পথে সেটা আর কখনোই সম্ভব নয়। এক মাত্র সম্ভব হতে পারে টেকনাফ থেকে নৌকায় চড়ে জঙ্গল দিয়ে মালয়েশিয়াতে ঢুকে পড়া।

৫| ২২ শে আগস্ট, ২০২০ রাত ১:৪৯

নেওয়াজ আলি বলেছেন: রাত একটা প্লেন ঢাকায় ল্যাণ্ড করার কথা। বয়স কম আছে ক্ষতি হা হবার হয়েছে আবার নতুন করে শুরু করতে পারবে

২২ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:১৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এই ছেলে ছাত্রলীগ করে।
তার কোন সমস্যা হবে না।

৬| ২২ শে আগস্ট, ২০২০ ভোর ৬:২৮

ইসিয়াক বলেছেন:

যদিও পরিবারটি ক্ষতিগ্রস্থ হলো তবু শেষ পর্যন্ত ছেলেটি ফিরতে পারছে ,জেনে ভালো লাগলো।

২২ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:১৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনি আসলেই সঠিক ব্যাপারটি অনুধাবন করতে পেরেছেন।

৭| ২৬ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:১৮

জাহিদ হাসান বলেছেন: তার উচিত ইউরোপে যাওয়া

২৬ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:৫৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এখন দেশে আছে।

৮| ২৭ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:২৮

চাঁদগাজী বলেছেন:



এক ব্লগার বলছেন, আপনি নাকি ব্লগ নিয়ে কিছুটা হতাশ? বাংলা ব্লগ এভাবেই চলে, মন খারাপ করবেন না।

৯| ২৮ শে আগস্ট, ২০২০ রাত ৯:০২

খায়রুল আহসান বলেছেন: আপনার পোস্টসমূহ পড়ে এবং অন্যান্য সূত্র থেকে যতটুকু জেনেছি, তাতে আমার মনে হয়েছে তিনি আল জাজিরা টিভি কে দেয়া সাক্ষাৎকারে সত্য কথাই বলেছিলেন, এ কথা বলার জন্য সমূহ বিপদের সম্মুখীন হতে পারেন, এ কথা জেনেও। দুনিয়া থেকে আজকাল সাহসের সাথে সত্য কথা বলার লোক কমে যাচ্ছে। তার কথা অমূলক হলে মালয়েশিয়া সরকার তাকে জেল-জরিমানা না দিয়ে ফেরত পাঠাতো না। তিনি যে এ সৎসাহসটুকু দেখিয়েছেন, এজন্য তাকে সাধুবাদ।
করুক তাকে ব্ল্যাক লিস্টেড, তার আর মালয়েশিয়ার মত দেশে যাবার প্রয়োজন নাও থাকতে পারে। বয়স যেহেতু কম, সেহেতু পরিশ্রম করলে দেশেই মেধা খাটিয়ে অনেক কিছু করতে পারবে। একান্তই তা সম্ভব না হলে দুনিয়ায় আরো তো অনেক দেশ আছে!
রায়হান কবিরের শিরদাঁড়া সোজা - পদাতিক চৌধুরি এর এ কথার সাথে একমত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.