নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

তুন মাহাথিরকে জানতে হলে এই বইটি পড়তেই হবে।

২৪ শে জুলাই, ২০২০ রাত ৯:৪৩



তিনি তুন ডাক্তার মাহাথির বিন মোহামাদ।

তিনি মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী। আধুনিক মালয়েশিয়ার রূপকার বলা হয় তাকে। তিনি এমন এক জন নেতা যিনি তার সাবেক দলের বিরুদ্ধে নির্বাচন করে সেই দলকে পরাজিত করে আবার প্রধানমন্ত্রী হিসাবে আসীন হয়েছিলেন। সেই নেতা সম্পর্কে জানতে হলে তার এই বইট পড়া সবারই দরকার।

তাকে নিয়ে বাংলাদেশের মানুষের ব্যাপক আগ্রহ আর কৌতুহল রয়েছে। বাংলাদেশের অনেকেই মনে করেন তার পূর্ব পুরুষরা বাংলাদেশের চট্টগ্রাম থেকে এসেছেন। আলোচ্য বইটি পড়লে তাদের এই ভুল ধারণা ভেঙ্গে যাবে। বইটি পড়লে পাঠক জানতে পারবেন মাহাথিরএর পূর্বপুরুষগণ বৃটিশ ভারতের কেরালা থেকে মালয়েশিয়ার উত্তরাঞ্চলীয় প্রদেশ আলোরস্টারে এসেছিলেন।

তুন মাহাথিরের লেখার হাত খুবই চমৎার। অত্যন্ত সহজ ও ঝরঝরে ভাষায় তিনি তার এই সুখপাঠ্য আত্নজীবনী রচনা করেেছন। তিনি যেমন খুব সুন্দর করে ইংরেজি বলেন তেমনি ভাবে তার ইংরেজি লেখার হাতও চমৎকার।


বইয়ের নামঃ A Doctor in the House: The Memoirs of Tun Dr Mahathir Mohamad
প্রথম প্রকাশঃ ২০১১ সাল।
পৃষ্ঠা সংখ্যাঃ ৮৪৬
ভাষাঃ মালয় ও ইংরেজি।

ইংরেজিটা বহুল প্রচারিত। এটা আবার বিভিন্ন দেশের বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে।
আমি যত দূর জানি ঢাকার কোন একটি প্রকাশনী এটা বাংলা অনুবাদ প্রকাশ করেছে। যারা ইংরেজি বই টি পড়তে চান না তারা ইচ্ছে করলে বাংলা বইটি সংগ্রহ করে পড়তে পারেন। আর যাদের অনলাইনে পড়ার ইচ্ছে তারা এখনই পড়তে পারবেন।
আপনি নীচের লিঙ্কে গিযে সরাসরি বইটি পড়তে পারবেন।

আপনি এই লিঙ্কে ক্লিক করে সরাসরি বইটি পড়তে পারবেন।


আজকে অনলাইনে বিজ্ঞাপন দেখলাম। বইটির বেশ কিছু কপি ৭৫% কমিশনে বিক্রি করা হবে। এতে দাম পড়বে মাত্র ৯.৯০ রিঙ্গিত।
ভাবছি, নিজের সংগ্রহে রাখার জন্য অর্ডার দিয়ে দিব।

এবার আসুন জেনে নিই তুন ডাক্তার মাহাথির কর্তৃক লিখিত বইয়ের নামঃ

১। The Malay Dilemma
২। Dr Mahathir's: Selected Letters to World Leaders
৩। Dr. M: Apa Habaq Orang Muda?
৪। الإسلام والأمة الإسلامية
(Encyclopedia Of Dr. Mahathir Bin Mohamad - موسوعة الدكتور محضير بن محمد #1)
by Mahathir Mohamad, مهاتير محمد
৫। BLOGGING to unblock
৬। A New Deal for Asia
৭। Globalisation and the New Realities
৮। The Challenge
৯। The Malaysian Currency Crisis: How And Why It Happened
১০। The Wit and Wisdom of Dr Mahathir Mohamad


মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুলাই, ২০২০ রাত ১০:০৮

হাবিব ইমরান বলেছেন:

পছন্দের একজন মানুষ। মন থেকে শ্রদ্ধা করি। বেঁচে থাকুক যুগের পর যুগ।

২৪ শে জুলাই, ২০২০ রাত ১০:১৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমার ও খুব পছন্দের মানুষ। আমি সময় পেলে বিদেশী মিডিয়ায় দেয়া উনার ইন্টারভিউগুলো শুনি। খুব চমৎকার করে কথা বলেন।

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
ভালো থাকুন সব সময়।
জীবন হোক ভাবনাহীন।

২| ২৪ শে জুলাই, ২০২০ রাত ১০:০৯

চাঁদগাজী বলেছেন:



আমি চোখের কারণে বেশী পাতার বই পড়ি না; আপনি পড়ার পর, দরকারী বিষয়গুলো দিয়েন, অনেক পাঠক হবে।

২৪ শে জুলাই, ২০২০ রাত ১০:১৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমার ঠিক আপনার উল্টা। কামলা দিয়ে খাই। সময় করে উঠতে পারি না।
বই পড়ার নেশা সেই স্কুল জীবন থেকেই ।
তখন খুব বই পড়তাম।
এখনো পড়তে ম ন চায় । কিন্তু সমস্যা সময়।

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
ভালো থাকুন সব সময়।
জীবন হোক ভাবনাহীন।

২৪ শে জুলাই, ২০২০ রাত ১১:২১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনি নীচের লিঙ্কে গিযে সরাসরি বইটি পড়তে পারবেন। You can read from this link.

৩| ২৪ শে জুলাই, ২০২০ রাত ১০:৫৪

রাজীব নুর বলেছেন: বড় ভাই, বইটা আপনি সময় নিয়ে ধীরে ধীরে পড়েন এবং আমাদের জন্য ধারাবাহিকভাবে পোষ্ট দেন।

২৪ শে জুলাই, ২০২০ রাত ১১:২৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনি এই লিঙ্কে ক্লিক করে সরাসরি বইটি পড়তে পারবেন।

৪| ২৪ শে জুলাই, ২০২০ রাত ১১:৩৩

ডার্ক ম্যান বলেছেন: আমিও জানতাম চট্টগ্রামের । পরে উইকিতে দেখেছিলাম ভারতীয়

৫| ২৫ শে জুলাই, ২০২০ রাত ১:৩৬

নেওয়াজ আলি বলেছেন: বর্তমান রাজনৈতিক মারপ্যাচে উনি টিকতে পারলেন না । খুব খারাপ লাগে । অনেক শ্রদ্ধা অনেক ভালো লাগার মানুষ।

২৬ শে জুলাই, ২০২০ রাত ৯:৪৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।
অনেক ভালো থাকন।
জীবন হোক অনিন্দ্য সুন্দর।

৬| ২৫ শে জুলাই, ২০২০ রাত ২:২৮

সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: লিংকগুলো কাজ করছে না।

২৬ শে জুলাই, ২০২০ রাত ৯:৪৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বুঝতে পারছি না সমস্যাটা কোথায় ।
আমার এখানে তো কাজ করছে।

৭| ২৫ শে জুলাই, ২০২০ বিকাল ৫:২৩

লরুজন বলেছেন: মালয়েশিয়া বেবাক বাংগালী পেন্টের বেল্টো একটা ব্যাগ বাইন্দা ভিসার দালালি করে

২৬ শে জুলাই, ২০২০ রাত ৯:৫০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এখানে প্রায় ১২ লাখ বাংলাদেশী আছেন। সবাই কি পেন্টে ব্যাগ বাইন্ধা রাখে?
এখানে অনেক মানুষ আছে যারা কঠোর পরিশ্রম করেন।

মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।
অনেক ভালো থাকন।
জীবন হোক অনিন্দ্য সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.