নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।
মালয়েশিয়াতে কভিড১৯ এর বিগত ২৪ ঘন্টার সারসংক্ষেপঃ
* আজকে মালয়েশিয়াতে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি
* এ পর্যন্ত মোট মারা গেছেন ১২১ জন করোনা ভাইরাস আক্রান্ত ব্যক্তি। আজকে ১৫ তম দিন যেখানে নতুন করে কেউ মারা যায়নি।
* আজ নতুন রোগী রেকর্ডভুক্ত হয়েছেন ০৩ জন ।
* আজকের নতুন আক্রান্ত ০৩ জনকে ধরে মালয়েশিয়াতে ভাইরাস আসার পর থেকে এ পর্যন্ত সর্বমোট রোগী রেকর্ডভুক্ত হয়েছেন ৮,৬৩৭ জন।
* আজ সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন ১৬ জন রোগী ।
* আজকের ১৬ জন সহ এ পর্যন্ত সুস্থ হযে বাড়িতে ফিরে গেছেনঃ ৮,৩৩৪ জন।
* বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালগুলোতে সক্রিয় রোগী চিকিৎসাধীন রয়েছেন ১৮২ জন ।
* ইনটেনসিভ কেয়ার ইউনিট বা আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেনঃ ০৪ জন ।
* ইনটেনসিভ কেয়ার ইউনিটে intensive care units (ICU) তে ভেন্টিলেশন লাগছে ০১ জন রোগীর।
মোট পজিটিভ কেসকে বিবেচনায় নিলে আজকের হিসাবে মালয়েশিয়াতে রিকভারি রেট হচ্ছে ৯৬.৪০%।
বিগত কয়েক দিনের নতুন রোগী সনাক্ত হবার প্রবণতা নিম্নরূপঃ
২৮ জুন নতুন রোগী ১৮ জন।
২৭ জুন নতুন রোগী ১০ জন।
২৬ জুন নতুন রোগী ০৬ জন।
২৫ জুন নতুন রোগী ৪ জন।
২৪ জুন নতুন রোগী ০৬ জন
২৩ জুন নতুন রোগী ০৩ জন।
২২ জুন নতুন রোগী ১৫ জন।
২১ জুন নতুন রোগী ১৬ জন।
২০ জুন নতুন রোগী ২১ জন।
১৯ জুন নতুন রোগী ০৬ জন ।
১৮ জুন নতুন রোগী ১৪ জন।
১৭ জুন নতুন রোগী ১০ জন।
১৬ জুন নতুন রোগী ১১ জন ।
১৫ জুন নতুন রোগী ৪১ জন।
১৪ জুন নতুন রোগী ০৮ জন।
১৩ জুন নতুন রোগী ৪৩ জন।
১২ জুন নতুন রোগী ৩৪ জন
১১ জুন নতুন রোগী ৩১ জন।
১০ জুন নতুন রোগী ০২ জন ।
০৯ জুন নতুন রোগী ০৭ জন।
০৮ জুন নতুন রোগী ০৭ জন।
০৭ জুন নতুন রোগী ১৯ জন।
০৬ জুন নতুন রোগী ২৫ জন।
০৫ জুন নতুন রোগী ১৯ জন।
০৪ জুন নতুন রোগী ২৭৭ জন।
০৩ জুন নতুন রোগী ৯৩ জন।
০২ জুন নতুন রোগী ২০ জন।
০১ জুন নতুন রোগী ৩৮ জন।
বাংলাদেশের করোনা ভাইরাসের আপডেট
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪৫জন মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা হলো ১৭৮৩ জন। একই সময় দেশে আরও ৪ হাজার ১৪ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে।
সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
বুলেটিনে জানানো হয়, করোনাভাইরাস (কোভিড-১৯) দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪৫ জনের প্রাণ কেড়ে নিয়েছে । এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭৮৩ জনে। ২৪ ঘণ্টায় ১৭৮৩৭টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন আরও ৪ হাজার ১৪ জন। ফলে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪১ হাজার ৮০১ জনে।
২৯ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:২৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বাংলাদেশের মানুষ সাধারণত অসুস্থ মানুষদের কে ঘৃণার চোখে দেখে । সেই সাথে যারা অসুস্থ মানুষদের সেবা করে যেমন নার্স
তাদেরকে ঘৃনার চোখে দেখে। । মূল কারণ এটাই । কিন্তু বিদেশে নার্সদের অনেক চাহিদা এবং সম্মানজনক পেশা।
আমার বয়স থাকলে আমি নার্সিং আধ্যয়ন করতাম।
©somewhere in net ltd.
১| ২৯ শে জুন, ২০২০ বিকাল ৫:৩৮
রাজীব নুর বলেছেন: আমেরিকায় প্রতি দশ হাজার মানুষের জন্য নার্সের সংখ্যা= ১৪৫.৫জন আর বাংলাদেশে কতজন জানেন?
ইতালিতে =৫৭.৪
দ.কোরিয়া=৭৩
ফ্রান্সে=১১৪.৭
শ্রীলঙ্কা =২১.৮
মায়ানমার= ১০
পাকিস্তান =৬.৮
নেপাল= ৩১.১
ভারতে =১৭.৩
জার্মানিতে ১৩২.৪
বাংলাদেশে = ৪.১
বাংলাদেশে মানুষ নার্সিং পড়তে বা পেশা হিসেবে নিতে আগ্রহী না কেন? পরিশ্রমের তুলনায় টাকা কম নাকি অন্য কোনো কারণ?