নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।
মালয়েশিয়ার কভিড১৯ এর বিগত ২৪ ঘন্টার সারসংক্ষেপঃ
* আজকে মালয়েশিয়াতে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি
* এ পর্যন্ত মোট মারা গেছেন ১২১ জন করোনা ভাইরাস আক্রান্ত ব্যক্তি।
* আজ নতুন রোগী রেকর্ডভুক্ত হয়েছেন মাত্র ৪১ জন ।
* আজকের নতুন আক্রান্ত ৪১ জনকে ধরে মালয়েশিয়াতে ভাইরাস আসার পর থেকে এ পর্যন্ত সর্বমোট রোগী রেকর্ডভুক্ত হয়েছেন ৮,৪৯৪ জন।
* আজ সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন ৫৪ জন রোগী ।
* আজকের ৫৪ জন সহ এ পর্যন্ত সুস্থ হযে বাড়িতে ফিরে গেছেনঃ ৭,৪০০ জন।
* বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালগুলোতে সক্রিয় রোগী চিকিৎসাধীন রয়েছেন ৯৭৩ জন ।
* ইনটেনসিভ কেয়ার ইউনিট বা আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেনঃ ০৪ জন ।
* intensive care units (ICU) তে ভেন্টিলেশন লাগছে না কোন রোগীরই।
মোট পজিটিভ কেসকে বিবেচনায় নিলে আজকের হিসাবে মালয়েশিয়াতে রিকভারি রেট হচ্ছে ৮৭.১০%।
বিগত কয়েক দিনের নতুন রোগী সনাক্ত হবার প্রবণতা নিম্নরূপঃ
১৪ জুন নতুন রোগী ০৮ জন।
১৩ জুন নতুন রোগী ৪৩ জন।
১২ জুন নতুন রোগী ৩৪ জন
১১ জুন নতুন রোগী ৩১ জন।
১০ জুন নতুন রোগী ০২ জন ।
০৯ জুন নতুন রোগী ০৭ জন।
০৮ জুন নতুন রোগী ০৭ জন।
০৭ জুন নতুন রোগী ১৯ জন।
০৬ জুন নতুন রোগী ২৫ জন।
০৫ জুন নতুন রোগী ১৯ জন।
০৪ জুন নতুন রোগী ২৭৭ জন।
০৩ জুন নতুন রোগী ৯৩ জন।
০২ জুন নতুন রোগী ২০ জন।
০১ জুন নতুন রোগী ৩৮ জন।
৩১ মে নতুন রোগী। ৫৭ জন।
৩০ মে নতুন রোগী ৩০ জন।
২৯ মে নতুন রোগী ১০৩ জন।
২৮ শে মে নতুন রোগী ১০ জন।
২৭ মে নতুন রোগী ১৫ জন।
২৬ মে নতুন রোগী ১৮৮ জন।
২৫ মে নতুন রোগী ১৭২ জন।
২৪ মে নতুন রোগী ৬০ জন।
২৩ মে নতুন রোগী ৪৮ জন।
২২ মে নতুন রোগী ৭৮ জন।
২১ মে নতুন রোগী ৫০ জন।
২০ মে নতুন রোগী ৩১ জন।
বাংলাদেশের করোনা আপডেট
করোনা ভাইরাসে গত একদিনে ৩৮ জনের মৃত্যু হযেছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট মৃত্যু হলো এক হাজার ২০৯ জন। এ দিনে আরও তিন হাজার ৯৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত হলেন ৯০ হাজার ৬১৯ জন।
সোমবার (১৫ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
রবিবারের থেকে আজ সুস্থতার হার বেশি, কারণ বাসায় এবং উপসর্গবিহীন যারা সুস্থ হয়েছেন তাদের এই তালিকায় যুক্ত করা হয়েছে। এই তথ্য আইইডিসিআর সরবরাহ করেছে। এই হিসেবে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১৫ হাজার ২৯৭ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৪ হাজার ২৭ জন।
তিনি ৫৮টি ল্যাবে নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরে জানান, করোনা ভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৫ হাজার ৭৩৩টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৫ হাজার ৩৮টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো পাঁচ লাখ ১৬ হাজার ৫০৩টি। নতুন নমুনা পরীক্ষায় করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে আরও তিন হাজার ৯৯ জনের মধ্যে। ফলে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯০ হাজার ৬১৯ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৩৮ জন। এ নিয়ে মোট মৃত্যু হলো এক হাজার ২০৯ জনের। গত ২৪ ঘণ্টা যারা সুস্থ হয়েছেন তাদের মিলিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা এখন ৩৪ হাজার ২৭ জন।
১৫ ই জুন, ২০২০ বিকাল ৫:৩০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: কপালে শনি আছে।
২| ১৫ ই জুন, ২০২০ বিকাল ৫:০৭
চাঙ্কু বলেছেন: মালয়েশিয়াতে কি সবকিছু খুলে দিছে?
১৫ ই জুন, ২০২০ বিকাল ৫:২৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: হা। বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান খুলে গেছে। এই মাসের শেষের দিকে স্কুল খুলে যাবে।
৩| ১৫ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:৩১
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: কপালে শনি আছে।
এই দেশে জন্মগ্রহন করাই মানে কপালে শনি।
১৫ ই জুন, ২০২০ রাত ৯:১৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি।
©somewhere in net ltd.
১| ১৫ ই জুন, ২০২০ বিকাল ৪:১১
বিজন রয় বলেছেন: মালয়েশিয়া ০০ : ৩৮ বাংলাদেশ!!!!