নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

মালয়েশিয়াতে আজকের Covid 19 স্ট্যাটাস (০৯-০৬-২০২০) নতুন আক্রান্ত ৭ নতুন মৃত্যু শূণ্য

০৯ ই জুন, ২০২০ বিকাল ৪:০৮

মালয়েশিয়ার কভিড১৯ এর বিগত ২৪ ঘন্টার সারসংক্ষেপঃ
* আজকে মালয়েশিয়াতে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে কোন রোগী মারা যায়নি।

* এ পর্যন্ত মোট মারা গেছেন ১১ ৭জন করোনা ভাইরাস আক্রান্ত ব্যক্তি।

* আজ নতুন রোগী রেকর্ডভুক্ত হয়েছেন মাত্র ০৭ জন । ১৮ মার্চ ২০২০ লকডাউন ঘোষণার পর গতকাল থেকে এই প্রথম নতুন আক্রান্তের সংখ্যা এক ডিজিটে নেমে এসেছে এবং তা ১০ এর নিচে।

* আজকের নতুন আক্রান্ত ০৭ জনকে ধরে মালয়েশিয়াতে ভাইরাস আসার পর থেকে এ পর্যন্ত সর্বমোট রোগী রেকর্ডভুক্ত হয়েছেন ৮,৩৩৬ জন।

* আজ সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন ২৮১ জন রোগী ।

* আজকের ২৮২ জন সহ এ পর্যন্ত সুস্থ হযে বাড়িতে ফিরে গেছেনঃ ৬,৯৭৫ জন।

* বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালগুলোতে সক্রিয় রোগী চিকিৎসাধীন রয়েছেন ১,২৪৪ জন ।

* ইনটেনসিভ কেয়ার ইউনিট বা আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেনঃ ০৬ জন ।
* intensive care units (ICU) তে ভেন্টিলেশন লাগছে ০১ জন রোগীর।

মোট পজিটিভ কেসকে বিবেচনায় নিলে আজকের হিসাবে মালয়েশিয়াতে রিকভারি রেট হচ্ছে ৮৩.৭০%।

বিগত কয়েক দিনের নতুন রোগী সনাক্ত হবার প্রবণতা নিম্নরূপঃ

০৮ জুন নতুন রোগী ০৭ জন। ০৭ জুন নতুন রোগী ১৯ জন।
০৬ জুন নতুন রোগী ২৫ জন।
০৫ জুন নতুন রোগী ১৯ জন।
০৪ জুন নতুন রোগী ২৭৭ জন।
০৩ জুন নতুন রোগী ৯৩ জন।
০২ জুন নতুন রোগী ২০ জন।
০১ জুন নতুন রোগী ৩৮ জন।
৩১ মে নতুন রোগী। ৫৭ জন।
৩০ মে নতুন রোগী ৩০ জন।
২৯ মে নতুন রোগী ১০৩ জন।
২৮ শে মে নতুন রোগী ১০ জন।
২৭ মে নতুন রোগী ১৫ জন।
২৬ মে নতুন রোগী ১৮৮ জন।
২৫ মে নতুন রোগী ১৭২ জন।
২৪ মে নতুন রোগী ৬০ জন।
২৩ মে নতুন রোগী ৪৮ জন।
২২ মে নতুন রোগী ৭৮ জন।
২১ মে নতুন রোগী ৫০ জন।
২০ মে নতুন রোগী ৩১ জন।

বাংলাদেশের করোনা আপডেট

দেশে গত একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সর্বোচ্চ ৪৫ জনের মৃত্যু হয়েছে। এটাই এখন পর্যন্ত মৃত্যুর সর্বোচ্চ সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩১৭১ জন। এছাড়া সুস্থ হয়েছেন ৭৭৭ জন।

মঙ্গলবার (০৯ জুন) দুপুর আড়াইটার দিকে করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ব্রিফিংয়ে জানানো হয়, করোনা ভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ হাজার ৬৬৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো চার লাখ ২৫ হাজার ৫৯৫টি। নতুন নমুনা পরীক্ষায় করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে আরও তিন হাজার ১৭১ জনের শরীরে। ফলে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭১ হাজার ৬৭৫ জনে।

এ ছাড়া ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭৭৭ জন। ফলে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন মোট ১৫ হাজার ৩৩৬ জন।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুন, ২০২০ বিকাল ৪:২৮

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশের প্রশাসনের লোকেরা আক্রান্ত হওয়ার শুরু করেছে।

০৯ ই জুন, ২০২০ বিকাল ৪:৫৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বাংলাদেশকে নিয়ে আশঙ্কাটা খুব বেশি।

২| ০৯ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:১২

রাকু হাসান বলেছেন:

আমি ইদানীং করোনা বিষয়ক খবর এড়িয়ে চলি। আজকে প্রথম আপনার তথ্যগুওলো পড়লাম ।

০৯ ই জুন, ২০২০ রাত ৮:৩৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: নগরে আগুন লাগলে দেবালয় ও এড়ায় না।

৩| ০৯ ই জুন, ২০২০ রাত ৮:৪৪

রাজীব নুর বলেছেন: মালোশিয়ায় আজ কেউ মারা না গেলেও আমাদের দেশে মারা গেছেন।
এখন পর্যন্ত আমাদের মোট মৃত ৯৭৫। সংখ্যাটা কিন্তু খুব কম নয়।

০৯ ই জুন, ২০২০ রাত ১১:১৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বাংলাদেশে মানুষ বেশী। অনেক বেশী মানুষ। ছোট্ট একটা দেশে , যে দেশের কোন সম্পদ নেই বললেই চলে সেখানে এতো মানুষ আসলেই কঠিন। বড় ধরনের বিপদ আসলে বুঝা যায়। এবার বড় ধরনের বিপদ এসেছে। এখন সবাই ঠেলা সামলাবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.