নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।
আজ ৮ই জুন, মহামান্য রাজা সুলতান আবদুল্লাহ্ 'র (রাজার পুরো নাম Al-Sultan Abdullah Ri'ayatuddin Al-Mustafa Billah Shah ibni Almarhum Sultan Haji Ahmad Shah Al-Musta'in Billah ) জন্মদিন আজ। মহামান্য রাজার জন্মদিন উপলক্ষে আজ পুরো মালয়েশিয়াতে সাধারণ ছুটি চলছে। যদিও গত ১৮ মার্চ ২০২০ থেকে লকডাউন বহাল থাকাতে ছুটির কোন মজাই আর নেই।
বর্তমান রাজা ১৯৫৯ সালের ৩০ শে জুলাই জন্মগ্রহণ করেন । তবে সরকারের সিদ্ধান্ত মোতাবেক এখন থেকে প্রতিবছর আটই জুন তাঁর জন্মদিন পালিত হবে। রাজা বর্তমানে পাহাং প্রদেশেরও সুলতান। মালয়েশিয়া রাজার সাংবিধানিক পদবীর হলো Yang di-Pertuan Agong। তিনি মালয়েশিয়ার রাষ্ট্রপ্রধান।
সম্ভবতঃ মালয়েশিয়া পৃথিবীর এক মাত্র দেশ আমার জানামতে যেখানে রাজা নির্বাচিত হন। প্রতি পাঁচ বছর পর পর রাজা বদল হন।
মালয়েশিয়া মূলতঃ ১৩টি প্রদেশ নিয়ে গঠিত । এই 13 টি প্রদেশে আছেন সুলতান বা সম পর্যায়ের শাসক।। প্রদেশেগুলোর মধ্যে আবার ৯ টি প্রদেশে আছেন রাজকীয় পরিবারের সুলতান। তাদের মধ্য থেকে নির্বাচনের মাধ্যমে পাঁচ বছর পরপর রাজা পরিবর্তিত হয়।
প্রতিটি প্রদেশে আবার সংশ্লিষ্ট প্রদেশের সুলতানের জন্মদিন উপলক্ষে ছুটি থাকে । আর যে প্রদেশের সুলতান পুরো মালয়েশিয়ার রাজা তার জন্মদিনে পুরো মালয়েশিয়াতে ছুটি থাকে। একই সাথে তাঁর নিজের প্রদেশে ও ছুটি থাকে।
বর্তমানে পৃথিবীর ৪৪ টি দেশে রাজতন্ত্র চালু আছে। তবে মালয়েশিয়ার মতো এই ধরনের রাজতন্ত্র আর কোন দেশে চালু নেই।
সে যাই হোক, এবার আমি আমার নিজের ধারনার কথা বলি । আমি মনে করি, বর্তমান পৃথিবীতে কোন দেশেই রাজতন্ত্র থাকা উচিত নয়। সকলেরই কাজ করে খাওয়া উচিত।
০৮ ই জুন, ২০২০ সকাল ৮:৪৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমি পেট্রোনাস টুইন টাওয়ারের পাশে বেশ কিছু জাপানিদের ঘুরাঘুরি করতে দেখেছি। তবে তারা বেড়াতে এসেছে নাকি ব্যবসার কাজে এসেছে ঠিক বলতে পারছি না।
Number of tourist arrivals in Malaysia in 2018, by country of residence(in 1,000)
Tourist arrivals in thousands
ASEAN 23,610.97
China 2,944.13
South Korea 616.78
India 600.31
Continental Europe** 580.73
Australia and New Zealand 402.2
Japan 394.54
Taiwan 383.92
United Kingdom 361.34
United States 338.09
Other 295.18
Germany 128.9
Saudi Arabia 112.26
২| ০৮ ই জুন, ২০২০ দুপুর ১২:৩০
রাজীব নুর বলেছেন: সেটাই সবার কাজ করে খেতে হবে। আরে ভাই কাজ তো থাকতে হবে।
০৮ ই জুন, ২০২০ দুপুর ২:২৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
প্রচুর পরিমাণে কাজ আছে। কিন্তু কেউ কাজ করতে চায় না।
৩| ০৮ ই জুন, ২০২০ দুপুর ২:৪০
মৃন্ময়ী শবনম বলেছেন: একটি দেশে জনগণকে সম্মান দিচ্ছে। সম্মানী পদবি রচনা করছে রচনা করছে নিজেকে একটি সম্মানী দেশ হিসেবে। মালয়েশিয়া সমগ্র বিশ্বে একমাত্র দেশ যে দেশে সম্মানী ব্যক্তিদের সরকারিভাবে সম্মানীত করা হয় আর জনগণ তা সুন্দভাবে মেনেও নেন।
০৮ ই জুন, ২০২০ বিকাল ৪:০২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ। ভালো থাকবেন সব সময়।
©somewhere in net ltd.
১| ০৮ ই জুন, ২০২০ সকাল ৭:৪০
চাঁদগাজী বলেছেন:
মালয়েশিয়াতে জাপানীরা বেড়াতে আসে?