নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

মালয়েশিয়াতে আজকের Covid 19 স্ট্যাটাস (০৪-০৬-২০২০)- নতুন রোগী বেড়ে গেছে

০৪ ঠা জুন, ২০২০ বিকাল ৫:২৪

মালয়েশিয়ার কভিড১৯ এর বিগত ২৪ ঘন্টার সারসংক্ষেপঃ

মালয়েশিয়ার জন্য একটি খারাপ খবর হচ্ছে, অনেক দিন পর নতুন আক্রান্ত রোগীর সংখ্যা হঠাৎ করে দুই ডিজিট অতিক্রম করল। আজকে নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ২৭৭জন। যদিও ২২শে মে থেকে আজ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কোন রোগী মারা যায়নি।

* আজকে ও মালয়েশিয়াতে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে কোন রোগী মারা যাননি। ২২ মে ২০২০ এরপর আর কোনো রোগী করোনা আক্রান্ত হয়ে মারা যায়নি। এটা এই দেশের জন্য অবশ্যই একটি ভালো খবর। আজকে করোনা ভাইরাসে মৃত্যু বিহীন ১৩ তম দিন পার করছে।

* এ পর্যন্ত মোট মারা গেছেন ১১৫ জন করোনা ভাইরাস আক্রান্ত ব্যক্তি।

* আজ নতুন রোগী রেকর্ডভুক্ত হয়েছেন ২৭৭ জন । এদের মধ্যে ২৭১ জন বিদেশি শ্রমিক যারা বিভিন্ন ডিটেনশন ক্যাম্পে বন্দী আছেন। বুকের জলিল ক্যাম্পে নতুন রোগী চিহ্নিত হয়েছে ২৭০জন। তবে স্থানীয় রোগীর সংখ্যা খুবই কম।

* আজকের নতুন আক্রান্ত ২৭৭ জনকে ধরে মালয়েশিয়াতে ভাইরাস আসার পর থেকে এ পর্যন্ত সর্বমোট রোগী রেকর্ডভুক্ত হয়েছেন ৮,২৪৭ জন।

* আজ সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন ২৮ জন রোগী ।

* আজকের ২৮ জন সহ এ পর্যন্ত সুস্থ হযে বাড়িতে ফিরে গেছেনঃ ৬,৫৫৯ জন।

* বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালগুলোতে সক্রিয় রোগী চিকিৎসাধীন রয়েছেন ১,৫৭৩ জন ।

* ইনটেনসিভ কেয়ার ইউনিট বা আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেনঃ ৬ জন ।
* intensive care units (ICU) তে ভেন্টিলেশন লাগছে ২ জনের।

মোট পজিটিভ কেসকে বিবেচনায় নিলে আজকের হিসাবে মালয়েশিয়াতে রিকভারি রেট হচ্ছে ৭৯.৫০%।

বিগত কয়েক দিনের নতুন রোগী সনাক্ত হবার প্রবণতা নিম্নরূপঃ

০৩ জুন নতুন রোগী ৯৩ জন।
০২ জুন নতুন রোগী ২০ জন।
০১ জুন নতুন রোগী ৩৮ জন।
৩১ মে নতুন রোগী। ৫৭ জন।
৩০ মে নতুন রোগী ৩০ জন।
২৯ মে নতুন রোগী ১০৩ জন।
২৮ শে মে নতুন রোগী ১০ জন।
২৭ মে নতুন রোগী ১৫ জন।
২৬ মে নতুন রোগী ১৮৮ জন।
২৫ মে নতুন রোগী ১৭২ জন।
২৪ মে নতুন রোগী ৬০ জন।
২৩ মে নতুন রোগী ৪৮ জন।
২২ মে নতুন রোগী ৭৮ জন।
২১ মে নতুন রোগী ৫০ জন।
২০ মে নতুন রোগী ৩১ জন।

বাংলাদেশের আপডেটঃ


বৃহস্পতিবার, ০৪ জুন ২০২০, ২১ জ্যৈষ্ঠ ১৪২৭
শিরোনাম
করোনা: দেশে মৃত্যুর সংখ্যা বেড়ে ৭৮১, নতুন শনাক্ত ২৪২৩ বাংলামোটরে বাস চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত বিশ্বজুড়ে করোনায় মারা গেলেন প্রায় ৩ লাখ ৮৭ হাজার মানুষ বাজেট :আকারে বাড়লেও বাস্তবায়নে গতি বাড়েনি করোনার মধ্যেও বৈদেশিক মুদ্রা রিজার্ভের নতুন রেকর্ড
হোমজাতীয়
করোনা আপডেট
করোনা: দেশে মৃত্যুর সংখ্যা বেড়ে ৭৮১, নতুন শনাক্ত ২৪২৩
অনলাইন ডেস্ক ১৪:৩৭, ০৪ জুন, ২০২০
করোনা: দেশে মৃত্যুর সংখ্যা বেড়ে ৭৮১, নতুন শনাক্ত ২৪২৩
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। ফাইল ছবি


দেশে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরো ৩৫ জন মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে ২৯ জন পুরুষ এবং ৬ জন নারী। পাশাপাশি ২১ জন ঢাকার বিভাগে ও ১৪ জন অন্যান্য বিভাগের। এ নিয়ে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়ালো ৭৮১ জনে। এছাড়াও গত ২৪ ঘণ্টায় আরো ২ হাজার ৪২৩ জনের শরীরে করোনা শনাক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে রাজধানীর মহাখালিস্থ স্বাস্থ্য অধিদফতর থেকে দেশে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বুলেটিনে আরো বলা হয়, করোনা ভাইরাস শনাক্তে মোট ৫০টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৭৮৮টি নমুনা সংগ্রহ করা হয় এবং ১২ হাজার ৬৯৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত সর্বমোট ৩ লাখ ৫৮ হাজার ২৭৭ জনের নমুনা পরীক্ষা করা হলো। গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় আরো ২ হাজার ৪২৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৭ হাজার ৫৬৩ জনে।


পাশাপাশি গত ২৪ ঘণ্টায় আরো ৫৭১ জন সুস্থ হয়েছেন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ১৬১ জনে।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুন, ২০২০ বিকাল ৫:৪৫

রাজীব নুর বলেছেন: আমার যদি করোনা হয়। এবং আমি যদি মরে যাই। আমার জন্য আপনার মায়া হবে?

০৪ ঠা জুন, ২০২০ সন্ধ্যা ৬:০৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বালাই শাট! মারা যাবেন কেন?

২| ০৪ ঠা জুন, ২০২০ সন্ধ্যা ৭:০২

আমি সাজিদ বলেছেন: মালয়েশিয়াতে কি আর টি পিসিআর টেস্ট করছে শুধু নাকি এন্টিজেন-এন্টিবডি র‍্যাপিড কিট টেস্টও করছে ? কোভিড ছাড়া অন্য রোগী যারা আছে, তাদের জন্য মালয়েশিয়াতে হসপিটালগুলো কি আগের মতো চিকিৎসা দিতে পারছে? ওইখানে কি কোন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সিস্টেমের ব্যবস্থা করেছে সরকার? আমাদের মতো ওইখানে নিশ্চয়ই চেম্বার আছে প্রাইভেট প্র‍্যাক্টিস যারা করেন সেই ডাক্তারদের, সেগুলো কি সব খোলা?

ধন্যবাদ নিয়মিত আপডেটের জন্য।

০৪ ঠা জুন, ২০২০ সন্ধ্যা ৭:২৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমি যতদূর জানি মালয়েশিয়াতে সরকারীভাবেই সব টেস্ট করা হচ্ছে। কি পদ্ধতিতে টেস্ট করছে সেটা আমি বলতে পারবো না। মালয়েশিয়াতে মানুষ কম। আয়তনে বাংলাদেশের প্রায় সাড়ে তিনগুণ বড়। অথচ জনসংখ্যা তিন কোটির সামান্য কিছু বেশী। এখানে হাসপাতালের কোন সংকট নেই।

এখন নতুন রোগী যারা আসছে তারা বলতে গেলে সবাই বিদেশী শ্রমিক। তারা থাকে গিজগিজে পরিবেশে। তাদের আক্রান্ত হওয়াটা অবাক হবার কথা নয়।

আপনাকেও ধন্যবাদ। ভালো থাকুন সব সময়।

৩| ০৪ ঠা জুন, ২০২০ রাত ৮:৩৫

পদাতিক চৌধুরি বলেছেন: আপডেট দেখতে এসেছিলাম। মালয়েশিয়ায় তো উন্নতি করেছিল, বাংলাদেশেও গত চব্বিশ ঘণ্টায় তাহলে সুস্থ হওয়ার সংখ্যাটা বেশ আশাপ্রদ।
ভালো থাকুন, সকলকে নিয়ে আনন্দে থাকুন সাজ্জাদ ভাই।

০৪ ঠা জুন, ২০২০ রাত ১০:২০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: পরিস্থিতি অনেকটাই আশাবাঞ্জক ।
তবে মাঝে মাঝে রোগীর সংখ্যা খুব বেড়ে যাচ্ছে ।
ভালো থাকবেন দাদা । দিনগুলো সুন্দর হোক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.