নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।
মালয়েশিয়ার কভিড১৯ এর বিগত ২৪ ঘন্টার সারসংক্ষেপঃ
মালয়েশিয়ার জন্য একটি ভালো খবর হচ্ছে, ২২শে মে থেকে আজ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কোন রোগী মারা যায়নি।
* আজকে ও মালয়েশিয়াতে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে কোন রোগী মারা যাননি। ২২ মে ২০২০ এরপর আর কোনো রোগী করোনা আক্রান্ত হয়ে মারা যায়নি। এটা এই দেশের জন্য অবশ্যই একটি ভালো খবর।
* এ পর্যন্ত মোট মারা গেছেন ১১৫ জন করোনা ভাইরাস আক্রান্ত ব্যক্তি।
* আজ নতুন রোগী রেকর্ডভুক্ত হয়েছেন ৩৮ জন ।
* আজকের নতুন আক্রান্ত ৩৮ জনকে ধরে মালয়েশিয়াতে ভাইরাস আসার পর থেকে এ পর্যন্ত সর্বমোট রোগী রেকর্ডভুক্ত হয়েছেন ৭,৮৫৭ জন।
* আজ সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন ৫১ জন রোগী ।
* আজকের ৫১ জন সহ এ পর্যন্ত সুস্থ হযে বাড়িতে ফিরে গেছেনঃ ৬,৪০৪ জন।
* বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালগুলোতে সক্রিয় রোগী চিকিৎসাধীন রয়েছেন ১,৩৩৮ জন ।
* ইনটেনসিভ কেয়ার ইউনিট বা আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেনঃ ৮ জন ।
* intensive care units (ICU) তে ভেন্টিলেশন লাগছে ২ জনের।
মোট পজিটিভ কেসকে বিবেচনায় নিলে আজকের হিসাবে মালয়েশিয়াতে রিকভারি রেট হচ্ছে ৮১.৫১%।
বিগত কয়েক দিনের নতুন রোগী সনাক্ত হবার প্রবণতা নিম্নরূপঃ
৩১ মে নতুন রোগী। ৫৭ জন।
৩০ মে নতুন রোগী ৩০ জন।
২৯ মে নতুন রোগী ১০৩ জন।
২৮ শে মে নতুন রোগী ১০ জন।
২৭ মে নতুন রোগী ১৫ জন।
২৬ মে নতুন রোগী ১৮৮ জন।
২৫ মে নতুন রোগী ১৭২ জন।
২৪ মে নতুন রোগী ৬০ জন।
২৩ মে নতুন রোগী ৪৮ জন।
২২ মে নতুন রোগী ৭৮ জন।
২১ মে নতুন রোগী ৫০ জন।
২০ মে নতুন রোগী ৩১ জন।
বাংলাদেশে করোনা ভাইরাসের আপডেটঃ
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২২ জনের মৃত্যু হয়েছে। ফলে ভাইরাসটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৬৭২ জনে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন দুই হাজার ৩৮১ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৯ হাজার ৫৩৪ জনে। এছাড়া ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮১৬ জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১০ হাজার ৫৯৭ জন।
সোমবার (১ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা ভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে স্বাস্থ অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৫২টি ল্যাবে নমুনা সংগ্রহ হয়েছে ১৩ হাজার ১০৪টি, নমুনা পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ৪৩৯ জন। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হলো তিন লাখ ২০ হাজার ৩৬৯টি।
বরাবরের মতোই করোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে সাবান দিয়ে হাত ধোয়া, মুখে মাস্ক পরা, বাইরে বেরোলে হ্যান্ড গ্লোভস পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
০১ লা জুন, ২০২০ বিকাল ৪:৫১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: উনারা টাকার কুমির। উনাদের কোন ভাবনা নেই । ভাবনা হলো অধম শ্রমিক সাধারণের।
২| ০১ লা জুন, ২০২০ বিকাল ৪:৩৫
চাঁদগাজী বলেছেন:
আমেরিকার বিক্ষোভ নিয়ে মালয়েশিয়ার মিডিয়া কিছু বলছে?
০১ লা জুন, ২০২০ বিকাল ৪:৫৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অবশ্যই আছে । এখানকার প্রচার মাধ্যমগুলোতে আমেরিকার খবর বেশ গুরুত্বের সাথে প্রচারিত হচ্ছে। একটি সংবাদ মাধ্যম এর হেড লাইন ছিল এ রকমঃ US race riots: Clashes outside White House as US cities under curfew
৩| ০১ লা জুন, ২০২০ সন্ধ্যা ৬:৪৮
রাজীব নুর বলেছেন: মধ্যরাতে হোয়াইট হাউজের আশেপাশে আগুন জ্বালিয়ে দিয়েছে আন্দোলনকারীরা। প্রেসিডেন্ট ট্রাম্প স্ত্রী সন্তানসহ ব্যাঙ্কারে সেইফ শেল্টারে চলে গেছেন। গভীররাতে ম্যানহাটনে তান্ডব চালিয়েছে উশৃঙ্খল মানুষ। তারা নেইম ব্র্যান্ডের কিছু দোকানে ভাঙচুর করে লুটপাট করেছে।
০১ লা জুন, ২০২০ সন্ধ্যা ৭:৩২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: পৃথিবীর প্রতিটি মানুষেরই ভালো হয়ে যাওয়া উচিত । প্রতিটি মানুষের মধ্যেই মানবতাবোধ ফিরে আসা উচিত । আমরা সবাই মানুষ। পরস্পরের প্রতি সহমর্মিতা ও মমতাবোধ থাকতে হবে।
৪| ০১ লা জুন, ২০২০ সন্ধ্যা ৭:১২
আমি সাজিদ বলেছেন: ওরা শুরুতেই কন্ট্রাক ট্রেসিং করতে পারসিল৷ এভাবেই থামিয়ে দিয়েছে মহামারীর গতি। আমরা তো সংসদে বলি আমাদের ইকোনমি মালয়েশিয়া থেকে বড়৷ আমরা তাই শ্রমিক ও সাধারণ মানুষদের নিয়ে টেবিল টেনিস খেলেছি।
০১ লা জুন, ২০২০ সন্ধ্যা ৭:৩৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অল্প সংখ্যক সম্পদ ও ক্ষুদ্র আয়তনের একটি দেশে 18-19 কোটি জনসংখ্যা মানায় না । বিশাল জনসংখ্যা পরিচালনা করা শুধু কঠিন কাজ নয়, দুঃসাধ্য কাজ । এই কাজ পৃথিবীর কেউই করতে পারবে না।
৫| ০১ লা জুন, ২০২০ সন্ধ্যা ৭:১৩
আমি সাজিদ বলেছেন: *কন্টাক
০১ লা জুন, ২০২০ সন্ধ্যা ৭:৩৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ঠিক আছে । এটা এমনিতেই বুঝে নেওয়া যায় । ব্লগে যারা আছে তারা সবাই কম বেশি শিক্ষিত মানুষ।
৬| ০১ লা জুন, ২০২০ রাত ৮:২৩
আমি সাজিদ বলেছেন: ঈদের আগে শ্রমিকদের কয়েকদফা শত শত মাইল হাঁটিয়ে এনে আবার পাঠিয়ে দিল, ঈদে শপিং সেন্টার খুললো, এখন কোন মনিটরিং নেই। আবার সব সিদ্ধান্ত নাকি নেন প্রধানমন্ত্রী।
আমাদের ডিশিসন তো প্রশ্নের উদ্রেক করে। এরপর আমাদের যারা চালান তারা ওভার কনফিডেন্ট । এই জন্যই তো আমাদের ইকোনমি কানাডার চেয়েও নাকি বড়। ঢাকা লস এঞ্জেলস থেকেও সুন্দর।
০১ লা জুন, ২০২০ রাত ৯:১২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: কম সম্পদ, ছোট আয়তনের দেশ আর অতিরিক্ত জনসংখ্যাই আমাদের দুরবস্থার জন্য মূলত দায়ী। বাকিটা ম্যানেজমেন্টের দোষ।
৭| ০১ লা জুন, ২০২০ রাত ৮:৩৪
নেওয়াজ আলি বলেছেন: দেশের করোনার আপডেট এখন আর দেখি না । সব কিছু খোলা কোন তদারকি নেই। কেউ কাউকে মানছে না । তবে সরকারী কাজের সমালোচনা করলে ডিজিটাল আইন আছে।
০১ লা জুন, ২০২০ রাত ৯:১৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সবই আল্লাহ পাকের ইচ্ছা । উনি যেটা ভালো মনে করবেন সেটাই হবে । আমরা কেবল দোয়া করতে পারি।
©somewhere in net ltd.
১| ০১ লা জুন, ২০২০ বিকাল ৪:২৭
ঢাবিয়ান বলেছেন: সেকেন্ড হোম এর অধিবাসীরা সবাই এখন মালয়েশিয়ায় আছে বলেই মনে হচ্ছে।