নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

মালয়েশিয়াতে আজকের Covid 19 স্ট্যাটাস (৩১-০৫-২০২০) নতুন মৃত্যু নেই

৩১ শে মে, ২০২০ বিকাল ৩:৫৯

মালয়েশিয়ার কভিড১৯ এর বিগত ২৪ ঘন্টার সারসংক্ষেপঃ

মালয়েশিয়ার জন্য একটি ভালো খবর হচ্ছে, ২২শে মে থেকে আজ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কোন রোগী মারা যায়নি।

* আজকে ও মালয়েশিয়াতে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে কোন রোগী মারা যাননি। ২২ মে ২০২০ এরপর আর কোনো রোগী করোনা আক্রান্ত হয়ে মারা যায়নি। এটা এই দেশের জন্য অবশ্যই একটি ভালো খবর।

* এ পর্যন্ত মোট মারা গেছেন ১১৫ জন করোনা ভাইরাস আক্রান্ত ব্যক্তি।

* আজ নতুন রোগী রেকর্ডভুক্ত হয়েছেন ৫৭ জন । এদের মধ্যে ১৪ জন মালয়েশিয়ার নাগরিক। বাকিরা বিদেশি শ্রমিক ।

* আজকের নতুন আক্রান্ত ৫৭ জনকে ধরে মালয়েশিয়াতে ভাইরাস আসার পর থেকে এ পর্যন্ত সর্বমোট রোগী রেকর্ডভুক্ত হয়েছেন ৭,৮১৯ জন।

* আজ সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন ২৩ জন রোগী ।

* আজকের ২৩ জন সহ এ পর্যন্ত সুস্থ হযে বাড়িতে ফিরে গেছেনঃ ৬,৩৫৩ জন।

* বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালগুলোতে সক্রিয় রোগী চিকিৎসাধীন রয়েছেন ১,৩৫১ জন ।

* ইনটেনসিভ কেয়ার ইউনিট বা আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেনঃ ৯ জন ।
* intensive care units (ICU) তে ভেন্টিলেশন লাগছে ২ জনের।

মোট পজিটিভ কেসকে বিবেচনায় নিলে আজকের হিসাবে মালয়েশিয়াতে রিকভারি রেট হচ্ছে ৮১.২৫%।

বিগত কয়েক দিনের নতুন রোগী সনাক্ত হবার প্রবণতা নিম্নরূপঃ

৩০ মে নতুন রোগী ৩০ জন।
২৯ মে নতুন রোগী ১০৩ জন।
২৮ শে মে নতুন রোগী ১০ জন।
২৭ মে নতুন রোগী ১৫ জন।
২৬ মে নতুন রোগী ১৮৮ জন।
২৫ মে নতুন রোগী ১৭২ জন।
২৪ মে নতুন রোগী ৬০ জন।
২৩ মে নতুন রোগী ৪৮ জন।
২২ মে নতুন রোগী ৭৮ জন।
২১ মে নতুন রোগী ৫০ জন।
২০ মে নতুন রোগী ৩১ জন।

বাংলাদেশে করোনা ভাইরাসের আপডেটঃ

অফিস, দোকানপাট ও গণপরিবহন খুলে দেওয়ার পর দেশে করোনা ভাইরাসে একদিনে সর্বোচ্চ রেকর্ড ৪০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৬৫০ জন।

আর গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ২৫৪৫ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭ হাজার ১৫৩ জন।

রবিবার দুপুরে অনলাইন বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।


তিনি জানান, একদিনে সুস্থ হয়েছেন ৪০৬ জন। মোট সুস্থ হয়েছেন ৯ হাজার ৭৮১ জন।

ডা. নাসিমা সুলতানা বলেন, দেশে ৫২টি ল্যাবে করোনা ভাইরাস শনাক্তকরণ পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে নতুন করে দুটি ল্যাব সংযুক্ত হয়েছে। একটি সরকারি। আরেকটি বেসরকারি।

গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১২ হাজার ২২৯টি। আর পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ৮৭৬টি।

শনাক্ত রোগীর সংখ্যা বিবেচনায় সুস্থতার হার ২০ দশমিক ৭৪ শতাংশ। আর মৃত্যুর হার ১ দশমিক ৩৮ শতাংশ।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ৩১ শে মে, ২০২০ বিকাল ৪:২০

ঠাকুরমাহমুদ বলেছেন:




বাংলাদেশ সরকারের উচিত মালয়েশিয়ার সরকারের সাথে ভালো সম্পর্ক রাখা এবং মালয়েশিয়ার তথ্য ও তত্ব কাজে লাগানো। মালয়েশিয়া অবস্থিত বাংলাদেশ হাইকমিশন চা পান ভাত তরকারি বিক্রি বাট্টা সহ আদম দালালী বন্ধ করে হাইকমিশনের কা্জ করুক।

০১ লা জুন, ২০২০ বিকাল ৪:৫৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আয়তনেও সম্পদে অতি ক্ষুদ্র একটি দেশের জন্য 18 কোটি জনসংখ্যা আসলে মানায় না।

২| ৩১ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:৫৮

চাঁদগাজী বলেছেন:


করোনার সাথে অর্থনীতি ও প্রবাসী শ্রমিকদের ব্যাপারে মিশিয়ে লিখুন।

৩১ শে মে, ২০২০ রাত ৮:৪৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: কিছু প্রবাসী শ্রমিককে আমার কাছে মনে হয়েছে নির্বোধ।
না হলে এত টাকা-পয়সা খরচ করে এদেশে আসার কোন দরকার আছে বলে মনে হয় না। ছোটখাটো পান-বিড়ির দোকানদারী করে , বাড়িতে গরু ছাগল হাঁস ঘরে এবং ছোটখাটো কৃষি কাজ করেও এখানকার চেয়ে ভালো জীবন যাপন করা সম্ভব।

৩| ৩১ শে মে, ২০২০ রাত ১০:৩৭

রাজীব নুর বলেছেন: বাংলাদেশে কবে আসবেন??

০২ রা জুন, ২০২০ দুপুর ২:২৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এখন সব ধরনের বিমান চলাচল বন্ধ ।
আসতে চাইলে আসা যাবে না।
যাওয়াও যাবে না।

৪| ৩১ শে মে, ২০২০ রাত ১১:০৫

খায়রুল আহসান বলেছেন: বাংলাদেশে আজ একদিনে সর্বোচ্চ সংখ্যক রোগীর মৃত্যু হলো- ৪০ জন। ঈদের ছুটিতে মফস্বলে যাওয়া লোকজন ফিরে এলে মফস্বল থেকে আরো অধিক সংখ্যক আক্রান্তের এবং মৃতের খবর আসতে পারে।
আপনি নিরাপদে থাকুন প্রবাসে, শুভকামনা---

০১ লা জুন, ২০২০ বিকাল ৪:৫৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনি ভালো থাকুন। বাংলাদেশের সকল মানুষ নিরাপদে থাকুক। ভালো থাকুক। দেশটা সুন্দর হয়ে উঠুক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.