নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।
মালয়েশিয়ার কভিড১৯ এর বিগত ২৪ ঘন্টার সারসংক্ষেপঃ
মালয়েশিয়ার জন্য একটি ভালো খবর হচ্ছে, বাইশে মে থেকে আজ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কোন রোগী মারা যায়নি।
* আজকে মালয়েশিয়াতে আজকে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে কোন রোগী মারা যাননি। ২২ মে এরপর আর কোনো রোগী করোনা আক্রান্ত হয়ে মারা যায়নি
* এ পর্যন্ত মোট মারা গেছেন ১১৫ জন করোনা ভাইরাস আক্রান্ত ব্যক্তি।
* আজ নতুন রোগী রেকর্ডভুক্ত হয়েছেন ১০ জন । গত ১৮ মার্চ সারাদেশে লকডাউন ঘোষণা করার পর আজই সব চেয়ে কম রোগী রেকর্ডভুক্ত হয়েছে। এছাড়া বিগত ছয় দিন ধরে কেউ মারাও যায়নি ।
* আজকের নতুন আক্রান্ত ১০ জনকে ধরে মালয়েশিয়াতে ভাইরাস আসার পর থেকে এ পর্যন্ত সর্বমোট রোগী রেকর্ডভুক্ত হয়েছেন ৭,৬২৯ জন।
* আজ সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন ৮৫ জন রোগী ।
* আজকের ৪২ জন সহ এ পর্যন্ত সুস্থ হযে বাড়িতে ফিরে গেছেনঃ ৬,১৬৯ জন।
* বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালগুলোতে সক্রিয় রোগী চিকিৎসাধীন রয়েছেন ১,৩৪৫ জন ।
* ইনটেনসিভ কেয়ার ইউনিট বা আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেনঃ ৮ জন ।
* intensive care units (ICU) তে ভেন্টিলেশন লাগছে ৪ জনের।
মোট পজিটিভ কেসকে বিবেচনায় নিলে আজকের হিসাবে মালয়েশিয়াতে রিকভারি রেট হচ্ছে ৮০.৮০%।
বিগত কয়েক দিনের নতুন রোগী সনাক্ত হবার প্রবণতা নিম্নরূপঃ [/sb
২৭ মে নতুন রোগী ১৫ জন। ২৬ মে নতুন রোগী ১৮৮ জন।
২৫ মে নতুন রোগী ১৭২ জন।
২৪ মে নতুন রোগী ৬০ জন।
২৩ মে নতুন রোগী ৪৮ জন।
২২ মে নতুন রোগী ৭৮ জন।
২১ মে নতুন রোগী ৫০ জন।
২০ মে নতুন রোগী ৩১ জন।
১৯ মে নতুন রোগী ৩৭ জন।
১৮ মে নতুন রোগী ৪৭ জন।
১৭ মে নতুন রোগী ২২ জন।
১৬ মে নতুন রোগী ১৭ জন।
১৫ মে নতুন রোগী ৩৬ জন।
১৪ মে নতুন রোগী ৪০ জন।
১৩ ই মে নতুন রোগী ৩৭ জন।
১২ ই মে নতুন রোগী ১৬ জন
১১ মে নতুন রোগীঃ ৭০ জন ।
১০ মে নতুন রোগীঃ ৬৭ জন ।
০৯ মে নতুন রোগীঃ ৫৪ জন ।
০৮ মে নতুন রোগীঃ ৬৮ জন ।
বাংলাদেশে করোনা ভাইরাসের আপডেটঃ
দেশে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরো ২২ জন মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে ১০ জন ঢাকা বিভাগে ও ১২ জন অন্যান্য বিভাগে। এ নিয়ে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়ালো ৫৪৫ জনে। এছাড়াও নতুন করে আরো ১ হাজার ৫৪১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
বুলেটিনে আরো বলা হয়, করোনা ভাইরাস শনাক্তে মোট ৪৮টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ৮৪৩টি নমুনা সংগ্রহ করা হয়েছে এবং আগের সংগৃহীত নমুনাসহ মোট ৮ হাজার ১৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে আরো ১ হাজার ৫৪১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ হাজার ২৯২ জনে।
২৮ শে মে, ২০২০ বিকাল ৪:৫৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনি সঠিক বলেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
২| ২৮ শে মে, ২০২০ বিকাল ৪:১০
রাজীব নুর বলেছেন: আমরা যে কোণ দিকে যাচ্ছি বুঝতে পারছি না।
আমার মাথা কাজ করছে না।
২৮ শে মে, ২০২০ বিকাল ৪:৫৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বাংলাদেশের অফিস-আদালত একত্রিশে মে থেকে খুলে যাচ্ছে। গণপরিবহনও চলবে সীমিত আকারে। সমস্যা তো নেই।
৩| ২৮ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:২৪
রাজীব নুর বলেছেন: আমি ভাইরোনায় মরতে চাই না।
২৮ শে মে, ২০২০ রাত ৮:১২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আমি কোনো ভাবেই মরতে চাই না।
মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে।
মানবের মাঝে আমি বাঁচিবারে চাই।
©somewhere in net ltd.
১| ২৮ শে মে, ২০২০ বিকাল ৩:৫৮
ঢাবিয়ান বলেছেন: কার্যকরী লকডাউনের ফলেই করোনা নিয়ন্ত্রন সম্ভব হয়েছে এসব দেশে।