নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।
করোনা ভাইরাস এর এই অবসর সময়ে প্রচুর পড়াশোনা করলাম । পড়াশোনার মধ্যে ভাষা নিয়ে পড়াশোনার চেষ্টা করেছি।
ভাষা শিক্ষা করাটা আসলে খুবই জটিল একটি ব্যাপার । ইংরেজি টুকটাক সামান্য পারি । এটাকে পুঁজি করে অন্য কোন একটি ভাষা শেখার চেষ্টা । সেই প্রচেষ্টার অংশ হিসেবে খুঁজে দেখলাম কোন ভাষা শেখার সহজ এবং গুরুত্বপূর্ণ । দেখতে পেলাম, ইংরেজি ভাষার পর পরই সব চেয়ে গুরুত্বপূর্ণ ভাষা হচ্ছে ফরাসি ভাষা এটি জাতিসংঘ কর্তৃক স্বীকৃতি ও জাতিসংঘের দ্বিতীয় অফিশিয়াল ভাষা । এই ভাষাটি শিখতে পারলে মন্দ হয় না ।
কিন্তু মাঠে নেমে দেখলাম, এই ভাষার মতো জটিল ভাষা পৃথিবীতে মনে হয় খুব কমই আছে। তারপরেও শিল্প সাহিত্যের রাজধানী যেহেতু প্যারিস আর প্যারিসের ভাষা যেহেতু ফরাসি তাই মনে মনে সিদ্ধান্ত নিলাম, শিখলে ফরাসি ভাষাই শেখা যায় কিনা।
আরেকটি ভাষা আছে যেটা ইংরেজি ভাষা জানলে শিখতে একটু সহজ হবে সেটা হচ্ছে স্প্যানিশ ভাষা ।
স্প্যানিশ ভাষা টা মোটামুটি সহজ বলা যেতে পারে । স্প্যানিশ এর সাথে তুলনা করলে ফরাসি ভাষা কমপক্ষে ১০ গুন কঠিন ভাষা ।
তারপরও মনেপ্রাণে সিদ্ধান্ত নিয়ে ফেলেছি কমপক্ষে ১০ টা বাক্য হলেও শিখব।
যেই ভাবা সেই কাজ । তাই মোটামুটি টুকটাক কিছু হাবিজাবি শিখে ফেলেছি । আরেকটি ব্যাপার নিয়ে খুব অবাক হয়ে চিন্তা করেছি ।
শ্রী হরিনাথ দে
এই চিন্তাটা আমাদের বাংলা ভাষা অঞ্চলের তিনজন বিশিষ্ট ব্যক্তিকে নিয়ে । প্রথমজন শ্রী হরিনাথ দে । এই ভদ্রলোক অসাধারণ একজন ব্যক্তি যিনি কিনা তার মাত্র ৩৪ বছরের জীবনে ৩৪ টি ভাষায় দক্ষতা অর্জন করেছিলেন। অথচ এই পৃথিবীতে সর্বসাকুল্যে তিনি আয়ু পেয়েছিলেন মাত্র ৩৪ বছর। অসাধারণ এই লোকটিকে আমার কাছে কম্পিউটারের মত মনে হলো ।
ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ
বহু ভাষা শিক্ষার ক্ষেত্রে এক জন অসাধারণ ব্যক্তি ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ । তিনি অবশ্য দীর্ঘ জীবন লাভ করেছিলেন । তারপর তিনি ১৮ টি ভাষায় অত্যন্ত দক্ষতা অর্জন করেছিলেন ।
সৈয়দ মুজতবা আলী
সর্বশেষ আরেকজন ব্যক্তি তিনি হলেন সৈয়দ মুজতবা আলী। অসাধারণ এক জন সাহিত্যিক । তিনি ১২ টি ভাষায় দক্ষতা অর্জন করেছিলেন ।
এই তিনজন ব্যক্তিকে যখন চিন্তা করি তখনই মনে হয় উনারা যদি একই সঙ্গে এতগুলো ভাষায় দক্ষতা অর্জন করতে পারেন তাহলে আমি কেন ফরাসি আর স্প্যানিশ ভাষায় দক্ষতা অর্জন করতে পারব না ।
যেই ভাবা শেই কাজ । তাই শুরু করে দিয়েছিলাম এই দুইটি ভাষার সামান্য একটু যাতে শিখতে পারি সেই প্রচেষ্টা।
পৃথিবীতে জনসংখ্যার দিক দিয়ে মান্দারিন ভাষার একটা গুরুত্ব আছে । কিন্তু মান্দারিন শিক্ষার প্রতি আমার কোনো এক অজানা কারণে আমার কোন আগ্রহ আসে না । রোমানস ভাষার একটা সুবিধা আছে । এই ভাষাগুলো ল্যাটিন হরফে লেখা হয় বলে অন্তত অক্ষর চেনার ব্যাপারটা খুব সহজ । মান্দারিন, জাপানিজ, কোরিয়ান বা এরাবিক এই সমস্ত ভাষায় এই সুবিধাটা পাওয়া যায় না । আমাদের সময়ে সব চেয়ে বড় সুবিধা হচ্ছে, ইন্টারনেট । যেটা উপরে বর্ণিত তিনজন গুণী ব্যক্তির ছিল না। তাইএকটু চেষ্টা করলেই টুকটাক দক্ষতা অর্জন করা অবশ্যই সম্ভব হবে।
সে যাই হোক । ভাষা নিয়ে নাড়াচাড়া করার অবসরে আরো একটি জিনিস জানা গেছে । সেটা হচ্ছে আমরা বাংলা ভাষা যত সহজে বলি আসলে বাংলা ভাষা কিন্তু খুব একটা সহজ ভাষা ও নয় । যেসব প্রবাসীদের ছেলেমেয়েরা কখনো বাংলাদেশে পড়াশোনা করেনি একমাত্র তারাই জানে বাংলা ভাষা শেখানো কি কঠিন কাজ।
সে যাই হোক আমি চেষ্টা করছি টুকটাক ভাষা শিখার জন্য। অন্ততঃ শ্রী হরিনাথ দে, ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ, সৈয়দ মুজতবা আলী প্রমূখ মহান গুণীজনকে সামনে রেখে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি।
২৭ শে মে, ২০২০ সকাল ১১:৪৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: প্রথমতঃ আমার আরবি ভাষা শেখার কোন ইচ্ছা নাই ।
দ্বিতীয়তঃ আমি সৌদি আরবে কখনোই যেতে চাই না।
ইংরেজির বাইরে আমি দুইটা ভাষা শিখতে চাই এবং আমি চেষ্টা করছি। ভালো থাকবেন সব সময়।
২| ২৬ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:১৭
অনল চৌধুরী বলেছেন: একাধিক ভাষা শিখতে পালে জ্ঞান-চর্চা ও গবেষণায় সুবিধা হয়। বাংলার ইতিহাস নিয়ে গবেষণা করতে চাইলে সংস্কৃত,পালি ও আরবী জানা খুবই জরুরী।
তারপরেও শিল্প সাহিত্যের রাজধানী যেহেতু প্যারিস আর প্যারিসের ভাষা যেহেতু ফরাসি - ইংরেজ আর এ্যামেরিকান সন্ত্রাসীরা চিৎকার-হুংকার দিয়ে মানুষ হত্যা করে আর ফরাসী ডাকাতরা মানুষ মারে গান গাইতে গাইতে।
দুই দলের মধ্যে পার্থক্য এটাই। এরাও দেশে দেশে হত্যা,লুটপাট,আগ্রাসন চালিয়েছে আর এখনো চালাচ্ছে।
নিজেদের কুকীর্তি ঢাকার জন্য নিজেরাই নিজেদের বিরাট সংস্কৃতমনা বলে প্রচার করেছে।
এদের সংস্কৃতি চর্চার দৌড় হচ্ছে অন্য দেশ থেকে মূল্যবান প্রত্নতাত্বিক নিদর্শন চুরি করে নিজেদের যাদুঘরে রাখা।
২০০৭ এ ফখরুদ্দিনের আমলে বাংলাদেশে থেকে পাঠানো এরকম কয়েকটা নিদর্শন আর দেশে ফেরত আসেনি।
ফরাসী চোররা চুরি করে রেখে দিয়েছে।
২৭ শে মে, ২০২০ সকাল ১১:৪৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: জানলাম। অনেক ধন্যবাদ আপনাকে।
৩| ২৬ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:৩৭
সাইন বোর্ড বলেছেন: বাংলা তো মাতৃ ভাষা, তাই ইংরেজি শেখার পর আর কোন ভাষা শেখার সাহস দেখাতে পারিনা । এমন কি হিন্দীও আমি খুব ভাল বুঝিনা । আপনার চেষ্টা দেখে ভাল লাগল ।
২৭ শে মে, ২০২০ সকাল ১১:৪৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: হিন্দি ভাষা আমিও খুব একটা বুঝি না। শুধু হ্যায়, ম্যায় দিয়ে কোন রকমে চালানো যেতে পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
৪| ২৬ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:৪৫
মীর আবুল আল হাসিব বলেছেন:
একটা সময় ভাষা শেখা নিয়ে খুব এক্সাইটেড ছিলাম, এখন নেই।
ভাষা শেখার থেকে আমি ফ্রিল্যান্সিং শেখাটাকে বেশি গুরত্ব দিচ্ছি।
২৭ শে মে, ২০২০ সকাল ১১:৪৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমার তেমন কোনো দক্ষতা নেই। থাকলে ফ্রিল্যান্সিং করতে পারতাম। গুনহীন মানুষ। তাই কোন কিছু না পেয়ে ভাষা শেখা টাই বেশি নিলাম।
ভালো থাকবেন সব সময়।
৫| ২৬ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:৫১
চাঁদগাজী বলেছেন:
ফরাসী ঠিকই কঠিন ও ফনেটিকস আরো কঠিন; স্পেনিশ কিছুটা সহজ।
২৭ শে মে, ২০২০ সকাল ১১:৫৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ফরাসি ভাষা ভয়াবহ কঠিন। ফরাসি ভাষার সবচেয়ে কঠিন অক্ষর হল R. ইহার উচ্চারণ করতে গেলে আমাদের অনেকেরই দাঁত ভেঙ্গে যাবার উপক্রম হবে।
একটা সময় ইচ্ছা আছে কিছু দিন প্যারিসে গিয়ে বসবাস করবো। ওখানকার চালচলন দেখবো। তারা বেশি ভালো না আমরা বেশি ভালো তুলনা করার চেষ্টা করব।
মন্তব্য করার জন্য আপনাকে ফরাসি ভাষায় ধন্যবাদ দিচ্ছিঃ
Merci beaucoup monsieur.
৬| ২৭ শে মে, ২০২০ রাত ১২:১৭
নিমো বলেছেন: করোনার ক্রান্তিকালে সময়ের সঠিক, উপযুক্ত ও মূল্যবান ব্যবহার আপনি করেছেন ভাষা শিক্ষার দুঃসাহসের মধ্যে দিয়ে। আগামীর বিশ্বে প্রযুক্তি একটা বিশাল ভূমিকা রাখতে চলেছে তাই আমাদের সবার উচিত আরেক ধরণের ভাষা শেখা যার নাম প্রোগ্রামিং ভাষা। আমাদের প্রত্যকের উচিত অন্তত একটি প্রোগ্রামিং ভাষা শেখা যেমন: পাইথন।
২৭ শে মে, ২০২০ সকাল ১১:৫৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: খুবই সুন্দর কথা বলেছেন। এ ব্যাপারে আপনার কি কোন পোস্ট আছে?
আপনার ব্লগে আমি এখন ঘুরতে যাব।
আপনাকে ফরাসি ভাষায় ধন্যবাদ দিচ্ছিঃ Merci beaucoup monsieur.
৭| ২৭ শে মে, ২০২০ রাত ১২:২৪
ডার্ক ম্যান বলেছেন: ভাষার দক্ষতা থাকা বিরাট বিষয়। যত ভাষা তত আশা।
২৭ শে মে, ২০২০ সকাল ১১:৫৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ফরাসি ভাষায় ধন্যবাদ দিচ্ছিঃ Merci beaucoup monsieur.
৮| ২৭ শে মে, ২০২০ দুপুর ১:১৭
রাজীব নুর বলেছেন: হায় হায় সৌদি যেতে চান না?? নবিজির দেশে??
আমি কিন্তু যাবো। হজ্বও করবো।
২৭ শে মে, ২০২০ বিকাল ৪:৩০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমার যাবার কোন ইচ্ছা নেই। আপনি গেলে আমার জন্য খাস দিলে দোয়া করবেন।
৯| ২৭ শে মে, ২০২০ দুপুর ১:৩৩
মাহমুদ নিয়াজ বলেছেন: আমার মনে হয়, অ্যারাবিক ভাষার চেয়ে জনপ্রিয় আর কোনো ভাষা নেই , যা আকাশেও চলে আবার পাতালেও চলে ।
২৭ শে মে, ২০২০ বিকাল ৪:৩১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: হতে পারে । তবে আমার আপাতত শিখার কোনো ইচ্ছা নেই। আপাতত ফরাসি এবং স্প্যানিশ ভাষা শিখব। খাস দিলে দোয়া করবেন যেন শিখে ফেলতে পারি।
১০| ২৭ শে মে, ২০২০ দুপুর ২:০৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভাষার উপর অল্প কথায় তথ্যবহুল লেখা লিখেছেন। সময় পাচ্ছি না। সময় পেলে আমি ক্রমানুসারে এই ভাষাগুলো শিখতাম - (১) হিন্দি (হ্যায়, ম্যায় ছাড়া আমি কিছু বুঝি না। ভারতী/পাকিস্তানী উভয় নাগরিক আমার এ অপারগতায় লজ্জিত ) (২) আরবি (সাদিক, কুল্লু খালাস, আরেকটা কী শব্দ ছিল ভুলে গেছি, মাত্র এই তিন শব্দে আমি সুদানে ধুমাইয়া আড্ডা দিয়েছি সুদানীদের সাথে। এর বেশি শিখতে পারি নাই। ভাষা শিখতে হলে ঐ দেশে যেতে হবে যারা বলেন, তাদের ধারণা আমি ভুল প্রমাণিত করেছি ) (৩) ফ্রেঞ্চ (ধন্যবাদ, সি ইউ, এরকম দুই তিনটা শব্দ শিখেছিলাম, ভুলে গেছি) (৪) স্প্যানিশ
২৭ শে মে, ২০২০ বিকাল ৪:৩৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ভাষার মর্যাদার দিক দিয়ে চিন্তা করলে ফরাসি ভাষা খুবই অভিজাত ভাষা ।
আপনি চিন্তা করতে পারেন ইংরেজি ভাষায় প্রায় 10,000 শব্দ এসেছে ফরাসি ভাষা থেকে!
পৃথিবীতে মাতৃ ভাষা ইংরেজী এরকম দেশ আছে অল্প কয়টা । অথচ মাতৃভাষা ফরাসি এরকম দেশের সংখ্যা অনেক। ইউরোপে যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের মাতৃভাষা ইংরেজী। আমেরিকায় যুক্তরাষ্ট্র ও কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে মাতৃভাষা ইংরেজী। এছাড়া আর কোন দেশের মাতৃভাষা ইংরেজি কিনা আমার সঠিক জানা নেই । থাকলেও দু-একটা হতে পারে ।
ভারতের পন্ডিচেরিতে বেশ কিছু লোকজন আছে যাদের মাতৃভাষা ফরাসি। তারা ফ্রান্সের বেশ কিছু রীতিনীতি ও দিবস পালন করে থাকে।
আরবি ভাষায় আমি মোটামুটি নামাজ পড়তে পারি। আজান বুঝতে পারি।
এছাড়া জিজ্ঞেস করতে পারি, কাইফা হালুকা?
১১| ২৭ শে মে, ২০২০ দুপুর ২:২৬
নিমো বলেছেন: লেখক বলেছেন: এ ব্যাপারে আপনার কি কোন পোস্ট আছে?
না নেই। পোস্ট দেয়ার জন্য যে পর্যাপ্ত সময় দরকার, তা আমার হাতে থাকে না।
লেখক বলেছেন: আপনার ব্লগে আমি এখন ঘুরতে যাব।
লজ্জায় ফেললেন। আমি ব্লগের ক্ষুদ্রাতিক্ষুদ্র কূপের ব্যাঙাচি মাত্র, মাঝে মাঝে মন্তব্যের মাধ্যমে মন্ডুক হওয়ার চেষ্টায় রত।
লেখক বলেছেন:আপনাকে ফরাসি ভাষায় ধন্যবাদ দিচ্ছিঃ Merci beaucoup monsieur.
আপনাকেও বাংলা ভাষায় স্বাগতম। ভালো থাকুন।
২৭ শে মে, ২০২০ বিকাল ৪:৩৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: খুবই রসে টইটুম্বুর মন্তব্য করেছেন। আপনি ভালো থাকুন । সুন্দর থাকুন।
১২| ২৭ শে মে, ২০২০ দুপুর ২:৩০
নতুন নকিব বলেছেন:
দারুন একটা কাজ করেছেন। সময়টা কাজে লাগিয়েছেন। আন্তরিক ধন্যবাদ।
একটা সময় ভাষা শেখার প্রতি খুবই আগ্রহবোধ করতাম।
২৭ শে মে, ২০২০ বিকাল ৪:৪১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনি মন্তব্য করায় আমি খুবই কৃতার্থ অনুভব করছি। আল্লাহ সুবহানাতায়ালা আপনার অশেষ কল্যাণ করবেন। দোয়া করবেন আমি যেন আস্তে আস্তে আরও কিছু ভাষা শিখতে পারি।
জাযাকাল্লাহ। ঈদ মোবারক।
১৩| ২৭ শে মে, ২০২০ বিকাল ৪:৪৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এছাড়া জিজ্ঞেস করতে পারি, কাইফা হালুকা?
আপনার উত্তর থেকে আমার তৃতীয় শব্দটা মনে পড়লো - কাইফা হালুকা। সাদিক, কুল্লু খালাস আর কাইফা হালুকা, এই ৩ শব্দে আড্ডা দিতে যাইয়া একেকজনে হাসতে হাসতে মাঠে গড়াগড়ি যাওয়ার মতো অবস্থা হইত, না জানি কত রস আমরা উপভোগ করছি
হিন্দি বুঝি না বলে অনেক বিখ্যাত হিন্দি ছায়াছবি দেখা হয় নাই, বা দেখেও মজা পাই নি, বা বুঝি না বলে অল্পবিস্তর দেখেই ছেড়ে দিয়েছি। হিন্দি/উর্দু শেখার প্রতি কোনো আগ্রহ বোধও করি নি। কিন্তু, এর জন্য পরে কিছু সমস্যা হয়েছে, যখন বুঝতে পেরেছি যে-কোনো ভাষা শিখে রাখা জীবনে কোনো না কোনো সময়ে কাজে দিতে পারে।
আরবি শিখতে চাই সুরা যেগুলো পারি অন্তত ওগুলোর অর্থ বোঝার জন্য।
ভালো থাকবেন সাজ্জাদ ভাই।
২৭ শে মে, ২০২০ রাত ৯:০৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ভাই, আপনার মন্তব্যে পড়ে নির্মল আনন্দ লাভ করলাম। কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভালো থাকবেন সব সময়।
১৪| ২৭ শে মে, ২০২০ বিকাল ৫:০৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মোদের গরব মোদের আশা আ মরি বাংলা ভাষা
২৭ শে মে, ২০২০ রাত ৯:০১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মাতৃভাষা বাংলা আমার সকল ভাষার সেরা।
১৫| ২৭ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:২৫
অনল চৌধুরী বলেছেন: ভাষার মর্যাদার দিক দিয়ে চিন্তা করলে ফরাসি ভাষা খুবই অভিজাত ভাষা ।
আপনি চিন্তা করতে পারেন ইংরেজি ভাষায় প্রায় 10,000 শব্দ এসেছে ফরাসি ভাষা থেকে!
পৃথিবীতে মাতৃ ভাষা ইংরেজী এরকম দেশ আছে অল্প কয়টা । অথচ মাতৃভাষা ফরাসি এরকম দেশের সংখ্যা অনেক। ইউরোপে যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের মাতৃভাষা ইংরেজী। আমেরিকায় যুক্তরাষ্ট্র ও কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে মাতৃভাষা ইংরেজী। এছাড়া আর কোন দেশের মাতৃভাষা ইংরেজি কিনা আমার সঠিক জানা নেই । থাকলেও দু-একটা হতে পারে । - বর্তমান ইংরেজ জাতি ও ইংরেজী ভাষার মুল উৎপত্তি হয়েছে মূলত জার্মান এ্যংলো-স্যাক্সন এবং ফরাসী নরম্যানদের ইংল্যান্ডে আক্রমণ এবং সেখানে বসবাসের কারণে। একারণই ইংরেজী ভাষায় এতো জার্মান ও ফরাসী ভাষার শব্দ আছে।
স্বাভাবিকভাবে কোনো জাতির ভাষায় বিদেশী শব্দে ঢোকার কোনো সুযোগ নাই। এটা মুলত ঢোকে যখন সেই দেশটা অন্য কোনো জাতির দখলে যায়। বাংলা ভাষায় কোনোদিনও এতো বিদেশী শব্দ আসতো না, যদি আরব,ফারসী ভাষী আফগান-মোগল এবং পরে ইংরেজরা এদেশ শাসন করতো। ফরাসী ভাষার ক্ষেত্রেও একই ব্যাপার।
ইংরেজরা যেমন অভাবের কারনে জলদস্যুতা এবং দেশদখলকে পেশা হিসেবে নিয়ে যুক্তরাষ্ট্র , ক্যানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড,আফ্রিকা এবং ভারতসহ পৃথিবীর বিভিন্ন দশে দখল করেছিলো,ফরাসীরাও জীবিকার জন্য বসবাস এবং লুটপাট করতে যাওয়ার কারণে ইউরোপের সুইজারল্যান্ড,বেলজিয়াম এবং ক্যানাডার সরকারী ভাষা ফরাসী হয়েছে।
আলজেরিয়া,তিউনিসিয়া এবং আফ্রিকার অনেক দেশের সরকারী বা প্রশাসনিক ভাষাও ফরাসী,সেটাও ওই একই কারণে।
আয়ারল্যান্ডের মাতৃভাষা ইংরেজী না আইরিশ।স্কটল্যান্ডের গ্যালিক এবং ওয়েলসের ওয়েলস ভাষা ।
বহু ষড়যন্ত্র করে ইংরেজরা ওদের ভাষাকে ধ্বংস করে নিজেদের ভাষা চাপিয়েছে, যে চেষ্টা করেছিলো পাকিস্তানী শাসকরা ১৯৪৮-১৯৫২ তে।
২৭ শে মে, ২০২০ রাত ৯:০০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: খুবই সুন্দর বলেছেন। অনেক কিছু শেখার আছে। অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন সব সময়।
©somewhere in net ltd.
১| ২৬ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:১৩
রাজীব নুর বলেছেন: রাজা রামমোহনও অনেক ভাষা জানতেন।
ভাষা শেখা খুব কঠিন কিছু না। ধরুন আপনি আরবী ভাষা শিখবেন। তাহলে সৌদি চলে যান। সেখানে এক বছর থাকুন। অতোমেটিক ারবী ভাষা আপনি শিখে যাবেন।