নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।
মালয়েশিয়ার কভিড১৯ এর বিগত ২৪ ঘন্টার সারসংক্ষেপঃ
* মালয়েশিয়াতে আজকে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে কোন রোগী মারা যাননি।
* এ নিয়ে এ পর্যন্ত মোট মারা গেছেন ১১৫ জন করোনা ভাইরাস আক্রান্ত ব্যক্তি।
* আজ নতুন রোগী রেকর্ডভুক্ত হয়েছেন ১৮৭ জন ।
* আজকের নতুন আক্রান্ত ১৮৭ জনকে ধরে মালয়েশিয়াতে ভাইরাস আসার পর থেকে এ পর্যন্ত সর্বমোট রোগী রেকর্ডভুক্ত হয়েছেন ৭,৬০৪ জন।
* আজ সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন ৬২ জন রোগী ।
* আজকের ৬২ জন সহ এ পর্যন্ত সুস্থ হযে বাড়িতে ফিরে গেছেনঃ ৬,০৪১ জন।
* বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালগুলোতে সক্রিয় রোগী চিকিৎসাধীন রয়েছেন ১,৪৪৮ জন ।
* ইনটেনসিভ কেয়ার ইউনিট বা আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেনঃ ৮ জন ।
* intensive care units (ICU) তে ভেন্টিলেশন লাগছে ৫ জনের।
মোট পজিটিভ কেসকে বিবেচনায় নিলে আজকের হিসাবে মালয়েশিয়াতে রিকভারি রেট হচ্ছে ৭৯.৫০%।[/sb
বিগত কয়েক দিনের নতুন রোগী সনাক্ত হবার প্রবণতা নিম্নরূপঃ [/sb
২৫ মে নতুন রোগী ১৭২ জন।
২৪ মে নতুন রোগী ৬০ জন।
২৩ মে নতুন রোগী ৪৮ জন।
২২ মে নতুন রোগী ৭৮ জন।
২১ মে নতুন রোগী ৫০ জন।
২০ মে নতুন রোগী ৩১ জন।
১৯ মে নতুন রোগী ৩৭ জন।
১৮ মে নতুন রোগী ৪৭ জন।
১৭ মে নতুন রোগী ২২ জন।
১৬ মে নতুন রোগী ১৭ জন।
১৫ মে নতুন রোগী ৩৬ জন।
১৪ মে নতুন রোগী ৪০ জন।
১৩ ই মে নতুন রোগী ৩৭ জন।
১২ ই মে নতুন রোগী ১৬ জন
১১ মে নতুন রোগীঃ ৭০ জন ।
১০ মে নতুন রোগীঃ ৬৭ জন ।
০৯ মে নতুন রোগীঃ ৫৪ জন ।
০৮ মে নতুন রোগীঃ ৬৮ জন ।
বাংলাদেশে করোনা ভাইরাসের আপডেটঃ দেশে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরো ২১ জন মৃত্যুবরণ করেছেন। এর মধ্যে ১৪ জন পুরুষ ও ৭ জন নারী এবং ১৫ জন ঢাকা বিভাগে ও ৬ জন অন্যান্য বিভাগে। এ নিয়ে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়ালো ৫২২ জনে। এছাড়া নতুন করে আরো ১ হাজার ১৬৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৪১৬টি নমুনা সংগ্রহ করা হয় এবং আগের নমুনাসহ মোট ৫ হাজার ৫০৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে আরো ১ হাজার ১৬৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬ হাজার ৭৫১ জনে।
পাশাপাশি গত ২৪ ঘণ্টায় আরো ২৪৫ জন সুস্থ হয়েছেন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৫৭৯ জনে।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা
২৬ শে মে, ২০২০ বিকাল ৪:১৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আল্লাহ সুবহানাতায়ালা আমাদের সবাইকে হেফাজত করুন।
২| ২৬ শে মে, ২০২০ বিকাল ৪:৪৩
রাজীব নুর বলেছেন: বাংলাদেশের করোনা পরিস্থিতি ভাবছিলাম আমি দিব। আপনি দিয়ে দিলেন।
তাই আমিও দিলাম।
গত ২৪ ঘন্টায় করোনায় মৃত ২১,
নতুন আক্রান্ত ১,১৬৬,
সুস্থ ২৪৫ জন।
নমুনা পরীক্ষা ৫,৪০৭
মোট মৃত ৫২২,
আক্রান্ত ৩৬,৭৫১,
সুস্থ ৭,৫৭৯ জন।
৩| ২৬ শে মে, ২০২০ বিকাল ৪:৪৯
চাঁদগাজী বলেছেন:
আপনার অন্য পোষ্ট থেকে:
লেখক বলেছেন, " ধরনের আগে অনেক ছিল। এদের কে বলতো এরা আউটসোর্সিং। এই কোম্পানিগুলো আরেক গলাকাটা। বাংলাদেশ থেকে শ্রমিক এনেছ সেই শ্রমিক দিয়ে ভাড়া কাটায়। প্রচুর পরিমাণে লাভ থাকে। "
-এগুলো এখন নেই কেন?
২৬ শে মে, ২০২০ বিকাল ৪:৫৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
এখন যে কোম্পানির নামে ভিসা সেই কোম্পানিতে কাজ করতে হয় । এক কোম্পানির নামে ভিসা করে অন্য কোম্পানিতে কাজ করলে জরিমানা হয় । এমনকি ধরে ধরে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেয়।
এ কারণে এ ধরনের ব্যবসা এখন কমে গেছে । ৯০ এর দশক থেকে শুরু করে 20/25 বছর প্রচুর ব্যবসা করেছে বাংলাদেশের অনেকেই। খুব ভালো আয় করেছে। তাদের প্রচুর টাকা।
৪| ২৬ শে মে, ২০২০ বিকাল ৫:৩২
চাঁদগাজী বলেছেন:
ওখানে নতুন বাড়ীঘর তৈরি হচ্ছে? বাংগালীরা কন্ট্রাকটর হিসেবে মানুষের বাড়ীঘর, অফিস বিল্ডিং করে?
©somewhere in net ltd.
১| ২৬ শে মে, ২০২০ বিকাল ৩:৫৯
ভ্রমরের ডানা বলেছেন: এসব অযথা টেনশন। নিলাম না এতো টেনশন। স্বাস্থ্যবিধি মেনে চলি!