নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।
মালয়েশিয়ার কভিড১৯ এর বিগত ২৪ ঘন্টার সারসংক্ষেপঃ
* মালয়েশিয়াতে আজকে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে কোন রোগী মারা যাননি।
* এ নিয়ে এ পর্যন্ত মোট মারা গেছেন ১১৫ জন করোনা ভাইরাস আক্রান্ত ব্যক্তি।
* আজ নতুন রোগী রেকর্ডভুক্ত হয়েছেন ১৭২ জন । ৩ সপ্তাহ পর আজ আক্রান্ত সংখ্যা ৩ ডিজিট অতিক্রম।
* আজকের নতুন আক্রান্ত ১৭২ জনকে ধরে মালয়েশিয়াতে ভাইরাস আসার পর থেকে এ পর্যন্ত সর্বমোট রোগী রেকর্ডভুক্ত হয়েছেন ৭,৪১৭জন।
* আজ সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন ৩৪ জন রোগী ।
* আজকের ৩৪ জন সহ এ পর্যন্ত সুস্থ হযে বাড়িতে ফিরে গেছেনঃ ৫,৯৭৯ জন।
* বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালগুলোতে সক্রিয় রোগী চিকিৎসাধীন রয়েছেন ১,৩২৩ জন ।
* ইনটেনসিভ কেয়ার ইউনিট বা আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেনঃ ৮ জন ।
* intensive care units (ICU) তে ভেন্টিলেশন লাগছে ৪ জনের।
মোট পজিটিভ কেসকে বিবেচনায় নিলে আজকের হিসাবে মালয়েশিয়াতে রিকভারি রেট হচ্ছে ৮০.৬০%।[/sb
বিগত কয়েক দিনের নতুন রোগী সনাক্ত হবার প্রবণতা নিম্নরূপঃ [/sb
২৪ মে নতুন রোগী ৬০ জন।
২৩ মে নতুন রোগী ৪৮ জন।
২২ মে নতুন রোগী ৭৮ জন।
২১ মে নতুন রোগী ৫০ জন।
২০ মে নতুন রোগী ৩১ জন।
১৯ মে নতুন রোগী ৩৭ জন।
১৮ মে নতুন রোগী ৪৭ জন।
১৭ মে নতুন রোগী ২২ জন।
১৬ মে নতুন রোগী ১৭ জন।
১৫ মে নতুন রোগী ৩৬ জন।
১৪ মে নতুন রোগী ৪০ জন।
১৩ ই মে নতুন রোগী ৩৭ জন।
১২ ই মে নতুন রোগী ১৬ জন
১১ মে নতুন রোগীঃ ৭০ জন ।
১০ মে নতুন রোগীঃ ৬৭ জন ।
০৯ মে নতুন রোগীঃ ৫৪ জন ।
০৮ মে নতুন রোগীঃ ৬৮ জন ।
বাংলাদেশে করোনা ভাইরাসের আপডেটঃ করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ২১ জন মারা গেছেন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৫০১ জনে।
এছাড়া আরো এক হাজার ৯৭৫ জন করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন। ৮ মার্চ বাংলাদেশে করোনা ভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ার পর একদিনে এত বেশি রোগী আর কোনোদিন শনাক্ত হয়নি।
ফলে এক দিনে দেশে করোনার সংক্রমণে এটাই এখন পর্যন্ত সর্বোচ্চ সংখ্যা। এতে করে করোনা আক্রান্ত বেড়ে ৩৫ হাজার ৫৮৫ জন হলো।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা
২৪ শে মে, ২০২০ বিকাল ৪:৫৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আল্লাহ ভরসা। সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ।
২| ২৪ শে মে, ২০২০ বিকাল ৪:১৩
চাঁদগাজী বলেছেন:
আপনি লকডাউনে বেতন পাচ্ছেন?
২৪ শে মে, ২০২০ বিকাল ৪:৫১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এখন আর আগের মতো লক ডাউন নেই। বেশীর ভাগ বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়েছে মে মাসের ৪ তারিখ থেকে। যারা কাজে আছেন তারা সবাই বেতন পাবেন।
৩| ২৪ শে মে, ২০২০ বিকাল ৪:২৩
এস এম মামুন অর রশীদ বলেছেন: It's OK as a single blog to post the Corona status of Malaysia once in a while, but posting such statuses daily in a Bengali blog forum is not good blogging. Anyone interested in Malaysia can find such news over Internet easily. I think you can spend your writing skills on more productive topics.
২৪ শে মে, ২০২০ বিকাল ৪:৫৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: Thank you so much for your good suggestions. May Allah SWT bless you. Stay fine.
৪| ২৪ শে মে, ২০২০ বিকাল ৪:৪১
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: মালয়েশিয়ার নাগরিকগণ সরকারি বিধিবিধান মেনে চলেন। সরকারও করোনা নিয়ন্ত্রণের জন্য দরকারি সব ব্যবস্থাই নিচ্ছে। ফলে সমস্যা মোকাবেলা করা সেখানে সহজতর। সাবধানে থাকবেন।
অ.ট. আপনি কি কেএল-এ আছেন ? ব্লগার সত্যচারী ওরফে জুলফিকার ভাইয়ের সাথে কি যোগাযোগ আছে ?
২৪ শে মে, ২০২০ বিকাল ৪:৫২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমি এখানে তেমন কাউকেই চিনি না। আমি খুব বড় কেউ নই। আমাকেও কেউ চিনে না।
৫| ২৪ শে মে, ২০২০ বিকাল ৫:২০
চাঁদগাজী বলেছেন:
@এস এম মামুন অর রশীদ ,
মালয়েশিয়ায় কর্মরত ব্লগার যদি মালয়েশিয়া সম্পর্কে জানান, সৌদীতে কর্মরত ব্লগার যদি সৌদী সম্পর্কে জানান, ইহা বিশাল ব্যাপার ও ইহা আসল ব্লগিং; ইন্টারনেটে যা আসে, উহাতে অনেক অপ্রয়োজনীয় ও ভুল তথ্য থাকে। এই ব্লগার খুবই ভালো কিছু করছেন।
২৫ শে মে, ২০২০ সকাল ৯:২৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমি মনে করি ব্লগের নীতিমালা অনুসরণপূর্বক যে কোনো ধরনের পোস্ট দেয়া সম্ভব। পাঠকের ও স্বাধীনতা রয়েছে কোন পোস্ট পড়বেন আর কোন পোস্ট পাঠ করবেন না।
এইযে অনেক ব্লগার প্রচুর পরিমাণে কবিতা পোস্ট করে চলেছেন । সবাই কি পাঠ করে? যার ভালো লাগে তারাই পাঠ করে।
ইহাই পাঠক হবার সুবিধা।
৬| ২৪ শে মে, ২০২০ বিকাল ৫:৫০
রাজীব নুর বলেছেন: আমাদের পরিস্থিতিঃ
গত ২৪ ঘন্টায় করোনায় মৃত ২৮,
নতুন আক্রান্ত ১,৫৩২,
সুস্থ ৪১৫ জন।
নমুনা পরীক্ষা ৮,৯০৮
মোট মৃত ৪৮০,
আক্রান্ত ৩৩,৬১০,
সুস্থ ৬,৯০১ জন।
২৫ শে মে, ২০২০ সকাল ৯:২৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এই তথ্য ও আমার এই পোস্টে দেওয়া হয়েছে। ধন্যবাদ।
৭| ২৪ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:০৮
এস এম মামুন অর রশীদ বলেছেন: @chandgazi, have you noticed that the author of the post has found my suggestion good and agreeable, whereas you just make counter-comment like an irritating person without understanding others' comments?
1. There is no problem in the daily posts about Saudi Arabia or Malaysia, but the point was the daily Corona status in Malaysia.
2. Everyone relies on Internet for sending and receiving pinformation. The author's post in this blog is over Internet and it is most likely that the source of his information is also some Malaysian website or newspaper. Your and my comments are also over Internet. So you are basically confused and contradictory about Internet.
3. This is my last comment to you.
Regards.
২৫ শে মে, ২০২০ সকাল ৯:৩২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: নীতিমালা অনুসরণ করে ব্লগার যে কোন ধরনের পোস্টই দিতে পারেন ।
আবর পাঠকের ও স্বাধীনতা আছে কোন পোস্ট পড়া বা না পড়ার।
সুতরাং ভাবনার কিছু নাই। ধন্যবাদ।
৮| ২৪ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:২৬
চাঁদগাজী বলেছেন:
@এস এম মামুন অর রশীদ ,
আপনি মনে হয় ইংরেজী শিখছেন, সেটার জন্য ইন্টারনেট ভালো।
ব্লগারের পোষ্ট ও ইন্টারনেটের সংবাদের মাঝে যে বিশাল পার্থক্য উহা বুঝানো কষ্টকর ব্যাপার। আপনি ইনরেজী শেখা শেষ করেন, আরেকটু জ্ঞান বাড়ুক, তখন আমি আপনাকে ব্লগের পোষ্ট ও ইন্টারনেটের খবরের মাঝে কি তফাৎ তা বুঝানোর চেষ্টা করবো।
২৫ শে মে, ২০২০ সকাল ৯:৩৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: একেক জন মানুষ একেক রকম ভাবনা ভাবতে পারেন। কারো ভাবনার সাথে কারো ভাবনার মিল নাই।
৯| ২৪ শে মে, ২০২০ রাত ১১:৫৬
নেওয়াজ আলি বলেছেন: সঠিকভাবে তথ্যটা জানা যাচ্ছে ।
২৫ শে মে, ২০২০ সকাল ৯:৩৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ঈদ মোবারক। ভালো থাকবেন সব সময়।
©somewhere in net ltd.
১| ২৪ শে মে, ২০২০ বিকাল ৪:০৭
ঠাকুরমাহমুদ বলেছেন:
করোনার কাছে আমাদের এখন করুণা ভিক্ষা করা ছাড়া মনে হয় আর কোনো উপায় নেই। আমার কেনো জানি মনে হচ্ছে করোনাকে বাংলাদেশের মানুষ তামাশা ভাবছেন। সবাইকে সাবধান থাকা খুবই প্রয়োজন খুব।