নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।
মালয়েশিয়ার কভিড১৯ এর বিগত ২৪ ঘন্টার সারসংক্ষেপঃ
* মালয়েশিয়াতে আজকে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে কোন রোগী মারা যাননি।
* এ নিয়ে গতকাল পর্যন্ত মোট মারা গেছেন ১১৫ জন করোনা ভাইরাস আক্রান্ত ব্যক্তি।
* আজ নতুন রোগী রেকর্ডভুক্ত হয়েছেন ৪৮ জন ।
* আজকের নতুন আক্রান্ত ৪৮ জনকে ধরে মালয়েশিয়াতে ভাইরাস আসার পর থেকে এ পর্যন্ত সর্বমোট রোগী রেকর্ডভুক্ত হয়েছেন ৭,১৮৫ জন।
* আজ সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন ৫৩ জন রোগী ।
* আজকের ৫৩ জন সহ এ পর্যন্ত সুস্থ হযে বাড়িতে ফিরে গেছেনঃ ৫,৯১২ জন।
* বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালগুলোতে সক্রিয় রোগী চিকিৎসাধীন রয়েছেন ১,১৫৮ জন ।
* ইনটেনসিভ কেয়ার ইউনিট বা আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেনঃ ৯ জন ।
* intensive care units (ICU) তে ভেন্টিলেশন লাগছে ,৫ জনের।
মোট পজিটিভ কেসকে বিবেচনায় নিলে আজকের হিসাবে মালয়েশিয়াতে রিকভারি রেট হচ্ছে ৮২.৩০%।[/sb
বিগত কয়েক দিনের নতুন রোগী সনাক্ত হবার প্রবণতা নিম্নরূপঃ
২২ মে নতুন রোগী ৭৮ জন।
২১ মে নতুন রোগী ৫০ জন।
২০ মে নতুন রোগী ৩১ জন।
১৯ মে নতুন রোগী ৩৭ জন।
১৮ মে নতুন রোগী ৪৭ জন।
১৭ মে নতুন রোগী ২২ জন।
১৬ মে নতুন রোগী ১৭ জন।
১৫ মে নতুন রোগী ৩৬ জন।
১৪ মে নতুন রোগী ৪০ জন।
১৩ ই মে নতুন রোগী ৩৭ জন।
১২ ই মে নতুন রোগী ১৬ জন
১১ মে নতুন রোগীঃ ৭০ জন ।
১০ মে নতুন রোগীঃ ৬৭ জন ।
০৯ মে নতুন রোগীঃ ৫৪ জন ।
০৮ মে নতুন রোগীঃ ৬৮ জন ।
বাংলাদেশের অবস্থাঃ বিগত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছেন ২০ জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে করোনায় মারা গেলেন ৪৫২ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় সংক্রমিত সর্বোচ্চ ১ হাজার ৮৭৩ রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট ৩২ হাজার ৭৮ জন করোনা–সংক্রমিত রোগী শনাক্ত হলেন।
দেশে এখন ৪৭টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা করা হয়।
২৩ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:০৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এ ব্যাপারে ডাক্তার মহোদয়গণ ভালো বলতে পারবেন । তবে আমার ধারণা, আবহাওয়া একটা ফ্যাক্টর হিসাব এখানে কাজ করছে। সরকার কঠিন ভাবে সামাজিক দূরত্ব বজায় রাখতে সক্ষম হয়েছে। লকডাউন এখনো চলছে । আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দারুণ ভাবে কাজ করে যাচ্ছে।
২| ২৩ শে মে, ২০২০ বিকাল ৫:২৫
রাজীব নুর বলেছেন: আমাদের টা জেনে নিন প্লীজ-
গত ২৪ ঘন্টায় করোনায় মৃত ২০ জন।
নতুন আক্রান্ত ১,৮৭৩ জন।
সুস্থ ২৯৬ জন।
নমুনা পরীক্ষা ১০,৮৩৪ জন।
মোট মৃত ৪৫২ জন।
আক্রান্ত ৩২,০৭৮ জন।
সুস্থ ৬,৪৮৬ জন।
অবস্থা দিন দিন খারাপের দিকেই যাচ্ছে।
২৩ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:০৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমাদেরটা! তাও জানি। তবে আমাদের টা এখনো মাঝারি পর্যায়ে পৌঁছেনি। আমার মনে হয় মাঝারি পর্যায়ে পৌঁছাবে জুনের মাঝামাঝিতে।
৩| ২৩ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:৫৭
চাঁদগাজী বলেছেন:
পরিবারহীন বিদেশী শ্রমিকেরা কি গাদাগাদি করে থাকে?
২৩ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:০৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অবশ্যই । গাদাগাদি না হলেও গাদাগাদীর কাছাকাছি। মানুষের ঘুমানোর খাট ও যে তিন চার তলা হয় এটা আমি বিদেশে না এলে বুঝতেই পারতাম না।
তবে অনেকেই আছে নিজস্ব ব্যবস্থাপনায় মেস বাড়ি বানিয়ে থাকে। তারা ভালোই আছে।
৪| ২৩ শে মে, ২০২০ রাত ৮:১৯
মীর আবুল আল হাসিব বলেছেন: আপনি মালেশিয়ায় কত বছর যাবত আছেন???
২৪ শে মে, ২০২০ বিকাল ৩:৩৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অনেক বছর ধরে।
©somewhere in net ltd.
১| ২৩ শে মে, ২০২০ বিকাল ৩:৫৮
শূন্য সারমর্ম বলেছেন: মালয়েশিয়ায় রিকোভারী রেট এত হবার পেছনের কারন কি হতে পারে?