নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

টেবিল ফ্যান ও সিলিং ফ্যান

২১ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:৪৬

ইলেকট্রনিক যন্ত্রপাতির মধ্যে ফ্যান যন্ত্রটা আমাদের সকলেরই খুব কাজে লাগে মনে আছে বিশ্ববিদ্যালয় জীবনে যখন হলে থাকতাম তখন অনেক কষ্ট করে একটি টেবিল ফ্যান কিনেছিলাম। সেটা ব্যাক্তিগত ছিলে বলে সেটার বাতাস খেয়ে আরামে ঘুমানো যেত।


গরমের এই মৌসুমে আমাদের মতো দরিদ্র মানুষদের ফ্যান ছাড়া ঠান্ডা হওয়া খাবার কোন উপায় নেই । অবশ্য পয়সাওয়ালা ধনী মানুষেরা বাসায় এসি লাগিয়ে নিয়েছেন । তাদের কোনো চিন্তা নেই।

টেবিল ফ্যানের পাখা যে দিকে ঘুরে সিলিং ফ্যানের পাখা তার উল্টা দিকে ঘুরে। সিলিং ফ্যান ঘড়ির কাটা মে দিকে ঘুরে সেই দিকে ঘুরতে থাকে। আর টেবিল ফ্যান ঘড়ির কাঁটা যে দিকে ঘুরে তার উল্টো দিকে ঘুরে।



অবস্থা দৃষ্টে মনে হয় , এরা একে অপরকে দেখতে পারেনা । যেন চির জনমের শত্রু । এক জন ডানে চলে তো আরেক জন বামে চলবে।

সাধারণ মানের টেবিল ফ্যান ও সিলিং ফ্যান ব্যবহার করা হলে টেবিল ফ্যান থেকে বিদ্যুৎ সাশ্রয় করা সম্ভব।

কেননা টেবিল ফ্যানে সাধারণত গতি বাড়ানোর জন্য তিনটা বাটন থাকে। তিন নম্বর বাটন প্রেস করলে সব চেয়ে বেশি বিদ্যুৎ খরচ হবে। আবার এক নম্বর বাটন প্রেস করলে সব চেয়ে কম বিদ্যুৎ খরচ হবে।

সিলিং ফ্যানে যদি সাধারণ রেগুলেটর ব্যবহার করা হয় সেই ক্ষেত্রে আপনি এক নম্বর বাটন প্রেস করলেও যে বিদ্যুৎ খরচ হবে তিন নম্বর বাটন প্রেস করলেও সেই বিদ্যুৎ খরচ হবে । বিদ্যুৎ খরচ কমানোর কোনো উপায় নেই ।

সম্প্রতিক কালে শোনা যাচ্ছে, কিছু আধুনিক রেগুলেটর তৈরি করা হয়েছে তা ব্যবহার করলে বিদ্যুৎ খরচ কমানো সম্ভব।

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২১ শে মে, ২০২০ রাত ৮:০৩

রাজীব নুর বলেছেন: সিলিং ফ্যান পড়ে কত লোক মারা গেছে এর কোনো তালিকা আছে আপনার কাছে?

২১ শে মে, ২০২০ রাত ৯:৪৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: না, আপাতত আমার কাছে এই তালিকাটি নেই।
তবে আপনি রাজি থাকলে আমরা দু'জনে মিলে তালিকাটি তৈরি শুরু করতে পারি ।

চলুন, শুভ দিন দেখে আগামীকাল থেকেই শুরু করি ইনশাআল্লাহ।

২| ২১ শে মে, ২০২০ রাত ৮:০৬

নেওয়াজ আলি বলেছেন: রিচার্জ টেবিল ফ্যান জিপাসের কিনেন

২১ শে মে, ২০২০ রাত ৯:৪৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমার কাছে প্রকৃতির নির্মল বাতাস ভালো লাগে । সব চেয়ে ভালো লাগে পদ্মা নদীর বাতাস।

৩| ২১ শে মে, ২০২০ রাত ৮:১৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দুই ভূবনের দুই বাসিন্দা জমিনে কেউ ছাদে!!
একজনে ডানে চলে আর একজন বামে।
সবার নীতি জনসেবা লাগে একই কামে !!!


২১ শে মে, ২০২০ রাত ৯:৪৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সঠিক বলেছেন।

৪| ২১ শে মে, ২০২০ রাত ৯:২৬

ডার্ক ম্যান বলেছেন: বিদ্যুতের দাম যে হারে বাড়ছে তাতে আধুনিক রেগুলেটর খুব একটা কাজে আসবে না ।

২১ শে মে, ২০২০ রাত ৯:৪৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এই কারণেই প্রকৃতির নির্মল বাতাস উপভোগ করতে হবে ।

প্রকৃতি উদার হস্তে বিনিপয়সায় বাতাস বিতরণ করছে। সম্ভব হলে পদ্মার পাড়ে বাড়ি করতে হবে।

৫| ২১ শে মে, ২০২০ রাত ৯:৫০

ডার্ক ম্যান বলেছেন: পদ্মার পাড়ে বাড়ি করতে না পারলেও পুকুরের পাড়ে বাড়ি করেছে আমার পিতা ।

২১ শে মে, ২০২০ রাত ১০:২০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অভিনন্দন!

এক সাথে তিনটা জিনিস পেয়ে গেছেন।
একের ভিতর তিন। প্রকৃতির বিশুদ্ধ বাতাস ।
প্রকৃতির বিশুদ্ধ মৎস্য ।
প্রকৃতির বিশুদ্ধ পানিতে গোসল ।
আপনার জন্য মোবারকবাদ রইলো

৬| ২১ শে মে, ২০২০ রাত ১০:২২

ডার্ক ম্যান বলেছেন: আপনার ধারণা আংশিক সত্য । মৎস্য আর গোসল বাদ

২১ শে মে, ২০২০ রাত ১০:২৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আংশিক সত্য হওয়াতেই আমি আনন্দিত ।
অন্তত ৩৩ শতাংশ নম্বর পেয়ে তৃতীয় বিভাগে উত্তীর্ণ হইয়াছি।প্র

৭| ২২ শে মে, ২০২০ রাত ২:১৯

রাজীব নুর বলেছেন: অবশ্যই কারো না কারো কাছে তালিকা আছে।

গত এক বছর ধরে ভাবছি সিলিং ফ্যানে পড়ে কত লোক মরে। কয়েকজন ইলেকট্রিক মিস্ত্রির সাথে আলাপও করেছি। তারা আমাকে পাগল ভেবেছে।

২২ শে মে, ২০২০ ভোর ৬:৪৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: তাতো অবশ্যই। তবে ফ্যান কোম্পানিগুলোর গবেষণা শাখার উচিত ফ্যান কেন পড়ে যায় তা নিয়ে গবেষণা করা এবং সেটা প্রতিরোধের ব্যবস্থা করা। কোম্পানির কোয়ালিটি কন্ট্রোল শাখাও এ ব্যাপারে তৎপর হতে পারে।

৮| ২২ শে মে, ২০২০ সকাল ৭:৪৬

সোহানী বলেছেন: ঠিক নয়, আমার বাসার সিলিং ও টেবিল ফ্যান দুই দিকেই ঘুরে। ভিন্ন বাটন আছে যেদিক খুশি ঘুরানো যায় B:-/

যাহোক, আমার এক বস পেয়েছিলাম মাথায় একটু গন্ডগোল ছিল। শুনেছিলাম উনার মাথায় ফ্যান ভেঙ্গে পড়ার পর এরকম হয়েছিল। উনি একসময় খুব নামকরা ডাক্তার ছিল।

২২ শে মে, ২০২০ সকাল ১১:১০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনি উন্নত দেশে থাকেন।
আমি বলছিলাম গরিব দেশের কথা।
গরিব দেশের ফ্যান এর ক্ষেত্রেও এগুলো প্রযোজ্য।
ক্যানাডাতে মে ফ্যানন আছে এটাই তো আমি জানতাম না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.