নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।
প্রথম শ্রেণীর কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণের এক অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদেরকে ডাকা হচ্ছিল নিজের সম্পর্কে কিছু বলার জন্য।
সর্ব প্রথম একজন প্রশিক্ষণার্থী আগ্রহ সহকারে এলেন।
এই প্রশিক্ষণার্থী ডায়াসে ওঠে প্রথমেই ভাব গম্ভীর গলায় বলতে শুরু করলেনঃ
জীবনে আমি কোনো পরীক্ষাতেই দ্বিতীয় হইনি !
বাকি প্রশিক্ষণার্থীরা বিস্ময়ে হা হয়ে গেল। সবাই অবাক হয়ে সমস্বরে বলে উঠলো, ওয়াও!!
পুরো মাত্রায় ভাবগাম্ভীর্য বজায় রেখে বক্তা আবার বলা শুরু করলেনঃ
জীবনে আমি কোন পরীক্ষার্থীয় প্রথমও হইনি!
গল্পের সারমর্মঃ প্রথম, দ্বিতীয় বা তৃতীয় হওয়া বড় কথা নয়। পরিপূর্ণ শিক্ষা অর্জন করে যোগ্যতা ও দক্ষতা লাভ করাই আসল কথা।।
কৃতজ্ঞতা স্বীকারঃ
জনাব জিয়া হাসান,
ইএসএল প্রশিক্ষক, এডমন্টন, ক্যানাডা।
১৯ শে মে, ২০২০ রাত ১০:০৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমি সদা সত্য কথা বলতে পছন্দ করি । মিথ্যা আমি কখনো বলিনি, বলি না এবং বলবোও না। মন্তব্যের জন্য কৃতজ্ঞতা। ভালো থাকবেন সব সময়।
২| ১৯ শে মে, ২০২০ রাত ৯:৩৪
সোহানাজোহা বলেছেন: আপনার ছোট ছোট অর্থবহ পোস্টে অনেক ভাবনার বিষয় থাকে। ধন্যবাদ।
১৯ শে মে, ২০২০ রাত ১০:১০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনি পড়েছেন জেনে খুবই ভালো লাগছে । আপনার প্রতি সীমাহীন কৃতজ্ঞতা । ভালো থাকবেন সব সময়।
৩| ১৯ শে মে, ২০২০ রাত ১০:০৩
চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশের শিক্ষা ব্যবস্হা বৃটিশ কলোনিয়েল সিষ্টেমের মডেল অনুসরণ করছে, কিন্তু মানের দিক থেকে আফগানিস্তানের থেকে নীচে।
১৯ শে মে, ২০২০ রাত ১০:০৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: যেই দেশের মানুষ এক জন সৃষ্টিশীল শিল্পীর বাড়িঘর পুড়িয়ে দিতে পারে, তাঁর সারা জীবনের সংগ্রহ, সাধনা ধ্বংস করে দিতে পারে সেই দেশের শিক্ষার মান এর চেয়ে ভাল হওয়ার কথা নয়।
৪| ১৯ শে মে, ২০২০ রাত ১০:১৭
মীর আবুল আল হাসিব বলেছেন: ভাই আপনার এসব কথাগুলো অবিভাবকরা কবে বুঝবে???
বাচ্চাদের যেন স্কুলে পাঠায় না; কুমফু প্রশিক্ষন কেন্দ্রে পাঠায়। কেনকিছুতে একচুল ও ছাড় নয়!!
১৯ শে মে, ২০২০ রাত ১০:৩০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমরা নিজেরাই তো এখন অভিভাবক হয়ে গেছি । আমরা আগে সচেতন হই। তারপর আমরা ছড়াবো আলো।
মন্তব্যের জন্য কৃতজ্ঞতা। ভালো থাকবেন সব। সময়।
৫| ১৯ শে মে, ২০২০ রাত ১০:৩২
চাঁদগাজী বলেছেন:
সব ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষের ক্ষতি করার মানসিকতা পোষণ করে।
১৯ শে মে, ২০২০ রাত ১০:৩৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ইহাই বাস্তবতা। আমরা নামাজের পর মোনাজাত করি, তাতে সম্ভবত কন্ঠে ইহুদি খ্রিস্টান নাসারাদের ধ্বংস কামনা করে মোনাজাত করি, তৃপ্ত হই। ধর্ম যিনি প্রবর্তন করেন সেটা তাঁর নিজস্ব ধ্যান-ধারণা গুলি থেকে হয়। তিনি যেমন সর্বজনীন হতে পারেন না , তেমনি তাঁর অনুসারীরাও সর্বজনীন হতে পারে না।
৬| ১৯ শে মে, ২০২০ রাত ১০:৩৮
মীর আবুল আল হাসিব বলেছেন:
লেখক বলেছেন: আমরা নিজেরাই তো এখন অভিভাবক হয়ে গেছি ।
অনেক অনার্স পড়ুয়া ছেলে-মেয়ে তাদের নিজের সিদ্ধান্ত নিজেরা নিতে পারেনা।
১৯ শে মে, ২০২০ রাত ১০:৫২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বাবা-মার সাথে দূরত্ব রাখলে চলবে না । এই দূরত্ব যদি কারো থাকে সেই ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়াটা কঠিন হয়ে দাঁড়ায়।
৭| ১৯ শে মে, ২০২০ রাত ১০:৪২
ডার্ক ম্যান বলেছেন: এই জিয়া হাসান কি শাহবাগ থেকে হেফাজত বইয়ের লেখক ???
১৯ শে মে, ২০২০ রাত ১০:৪৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: না । উনারর কোন বই নাই। উনি এক জন ইংরেজি ভাষার প্রশিক্ষক । বর্তমানে কানাডা প্রবাসী। উনার বাড়ি টাঙ্গাইল জেলার করোটিয়া।
৮| ১৯ শে মে, ২০২০ রাত ১০:৫৫
নুরুলইসলা০৬০৪ বলেছেন: কোন কিছুই হবে না, একটা বড় রকমের পরিবর্তন ছাড়া।সেই জন্য প্রস্তুত হতে হবে,যারা পরিবর্তন চায়।
২০ শে মে, ২০২০ সকাল ৯:৩২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: প্রতিটি মানুষেরই উচিত বদলে যাওয়া।
৯| ২০ শে মে, ২০২০ রাত ১:৩৩
রাজীব নুর বলেছেন: আমার কোনো যোগ্যতা নাই। প্রতিভাহীন আমি।
আমি হতাল ভাঙ্গা কূলার ছাই।
২০ শে মে, ২০২০ সকাল ৯:৩১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
প্রতিটি মানুষেরই মাঝেই প্রতিভা আছে। তাঁকে বিকশিত করতে হবে।
১০| ২০ শে মে, ২০২০ রাত ৩:১৫
নেওয়াজ আলি বলেছেন: এখন শিক্ষা মানুষের মননকে বিকশিত করছে না।
২০ শে মে, ২০২০ সকাল ৯:২৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনি হয়তো বাংলাদেশের কথা বলছেন।
১১| ২০ শে মে, ২০২০ বিকাল ৫:৫৭
শের শায়রী বলেছেন: অর্থবহ। ভালো লাগছে।
২০ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:৩৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো। ভালো থাকবেন।
১২| ২০ শে মে, ২০২০ রাত ১১:০৮
কাওসার চৌধুরী বলেছেন:
জীবনে কখনো দ্বিতীয় হইনি! তবে কখনো প্রথমও হইনি!! চমৎকার লাগলো। আমি স্কুলে থাকতে একটি মেয়ের সাথে প্রথম আর দ্বিতীয় হওয়া নিয়ে রীতিমত যুদ্ধ হতো। ক্লাস সেভেনে আমার চেয়ে মাত্র ১ মার্কের ব্যবধানে সে দ্বিতীয় হয়েছিল। এরপর ক্লাস এইটে আমি দ্বিতীয় সে প্রথম, তবে মার্কের ব্যবধান বিশ-বাইশ হবে। এবার ক্লাস নাইনে উঠতে তাকে বোল্ড আউট করে প্রথম হই। ক্লাস টেনে আমি যথারীতে প্রথম তবে দ্বিতীয় সে নয়, আরেকজন। তার সিরিয়াল ছিল সাত।
২১ শে মে, ২০২০ সকাল ১১:৪৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমি কখনোই ভালো ছাত্র ছিলাম না । সেই কারণে আমার প্রথম, দ্বিতীয় এই সমস্ত হওয়ার কোন সুযোগই ছিল না । যাই হোক, অন্য মানুষ প্রথম দ্বিতীয় হলে আমার খুব ভালো লাগে। বিশেষ করে আগের দিনে বোর্ডের পরীক্ষায় প্রথম দ্বিতীয় তৃতীয় যারা হত বাবা-মা সহ পত্রিকায় তাদের ছবি ও সফলতা দেখে খুবই ভালো লাগতো
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১৯ শে মে, ২০২০ রাত ৯:২৩
আলোকরশ্মি22 বলেছেন: কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থায় এমনটা হবার কোন সুযোগ নেই, এখানে পরিপূর্ণ শিক্ষা অর্জন করে যোগ্যতা ও দক্ষতা লাভ করাই আসল কথা না ।প্রথম, দ্বিতীয় বা তৃতীয় হওয়াই বড় কথা । হয় শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন করুন না হয় সারমর্ম