নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

মালয়েশিয়াতে আজকের Covid 19 স্ট্যাটাস (১৭-০৫-২০২০)

১৭ ই মে, ২০২০ বিকাল ৩:১২

মালয়েশিয়ার কভিড১৯ এর বিগত ২৪ ঘন্টার সারসংক্ষেপঃ

* মালয়েশিয়াতে আজকে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।
* গতকাল পর্যন্ত মোট মারা গেছেন ১১৩ জন আক্রান্ত ব্যক্তি।
* আজ নতুন রোগী রেকর্ডভুক্ত হয়েছে হয়েছেন ২২ জন । এদের মধ্যে ৫ জন বিদেশ থেকে ফিরে আসা মালয়েশিয়ান।
* আজকের নতুন আক্রান্ত ২২ জনকে ধরে মালয়েশিয়াতে ভাইরাস আসার পর থেকে এ পর্যন্ত সর্বমোট রোগী রেকর্ডভুক্ত হয়েছেন ৬,৮৯৪ জন।
* আজ সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন ৫৯ জন রোগী ।
* আজকের ৫৯ জন সহ এ পর্যন্ত সুস্থ হযে বাড়িতে ফিরে গেছেনঃ ৫,৫৭১ জন।
* বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালগুলোতে চিকিৎসাধীন রয়েছেন ১,২১০ জন রোগী ।

* ইনটেনসিভ কেয়ার ইউনিট বা আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেনঃ ১৩ জন
* তাদের মধ্যে ভেন্টিলেশন লাগছে ৭ জনের ।

মোট পজিটিভ কেসকে বিবেচনায় নিলে আজকের হিসাবে মালয়েশিয়াতে রিকভারি রেট হচ্ছে ৮০.৮১%।

বিগত কয়েক দিনের নতুন রোগী সনাক্ত হবার প্রবণতা নিম্নরূপঃ
১৬ মে নতুন রোগী ১৭ জন।
১৫ মে নতুন রোগী ৩৬ জন।
১৪ মে নতুন রোগী ৪০ জন।
১৩ ই মে নতুন রোগী ৩৭ জন।
১২ ই মে নতুন রোগী ১৬ জন
১১ মে নতুন রোগীঃ ৭০ জন ।
১০ মে নতুন রোগীঃ ৬৭ জন ।
০৯ মে নতুন রোগীঃ ৫৪ জন ।
০৮ মে নতুন রোগীঃ ৬৮ জন ।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই মে, ২০২০ বিকাল ৩:৩২

রাজীব নুর বলেছেন: চাল উৎপাদনে বিশ্বে বাংলাদেশ এখন ৩য়।
১ম চীন। ২য় ভারত।
তবে এখানে মাথায় রাখতে হবে আয়তনের দিক দিয়ে চীন বাংলাদেশের প্রায় ৬৫ গুণ আর ভারত প্রায় ২২ গুণ বড়।
অভিনন্দন বাংলার মাটি, বাংলার জল, বাংলার কৃষক।

১৭ ই মে, ২০২০ বিকাল ৪:৫৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনার বাসায় মাসে চাল লাগে কয় কেজি? বাংলাদেশে ধান ছাড়া আর কিছু উৎপাদিত হয়? সবাই তো আমদানি করতে হয় চায়না থেকে।

কেবল মাত্র চাল দিয়ে চলতে পারলে মানুষ বাজারে গিয়ে খালি চালই ক্রয় করত। অন্য কিছু ক্রয় করার প্রয়োজন হতো না।

২| ১৭ ই মে, ২০২০ বিকাল ৩:৩৫

রাজীব নুর বলেছেন: করোনা সামাল দিতে প্রথমে চাই তথ্যের স্বচ্ছতা। কোনো ধরনের ছলচাতুরি একদম না।
দ্বিতীয়ত, ভিন্নমত ও সমালোচনাকে গুরুত্বসহকারে গ্রহণ করা। এবং এ জন্য বিশেষ সেল গঠন করা, দায়িত্বপ্রাপ্ত লোকবল ভিন্নমত ও সমালোচনাকে পর্যবেক্ষণ ও পর্যালোচনা করে নীতিনির্ধারক মহলে জানান দিবে।

১৭ ই মে, ২০২০ বিকাল ৪:৫০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: খুবই বাস্তবসম্মত সুন্দর কথা বলেছেন।

৩| ১৭ ই মে, ২০২০ বিকাল ৪:৩৮

চাঁদগাজী বলেছেন:


করোনা যদি কমে যায়, বাংগালী শ্রমিকেরা মালয়েশিয়ায় টিকে থাকবে?

১৭ ই মে, ২০২০ বিকাল ৪:৪৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: যাদের বৈধ কাগজপত্র আছে তারা অবশ্যই টিকে থাকবে। এখানকার কারখানাগুলোতে বাংলাদেশী শ্রমিকদের দরকার আছে । সার্ভিস সেক্টর, কনস্ট্রাকশন সেক্টর ও কৃষি খামারগুলো বাংলাদেশের শ্রমিক ছাড়া চলতে পারবে না । কেননা এমন কঠিন কাজ অন্য কোন দেশের মানুষ করতে পারে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.