নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

মালয়েশিয়াতে আজকের Covid 19 স্ট্যাটাস (১৬-০৫-২০২০)

১৬ ই মে, ২০২০ বিকাল ৩:৪৫


মালয়েশিয়ার কভিড১৯ এর বিগত ২৪ ঘন্টার সারসংক্ষেপঃ

* আজকে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মারা গেছেন ০১ জন।
* এ নিয়ে আজ পর্যন্ত মোট মারা গেছেন ১১৩ জন আক্রান্ত ব্যক্তি।
* আজ নতুন রোগী রেকর্ডভুক্ত হয়েছে হয়েছেন ১৭ জন । এদের মধ্যে ৬ জন বিদেশ থেকে ফিরে আসা মালয়েশিয়ান।
* আজকের নতুন আক্রান্ত ১৭ জনকে ধরে মালয়েশিয়াতে ভাইরাস আসার পর থেকে এ পর্যন্ত সর্বমোট রোগী রেকর্ডভুক্ত হয়েছেন ৬,৮৭২ জন।
* আজ সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন ৭৩ জন রোগী ।
* আজকের ৭৩ জন সহ এ পর্যন্ত সুস্থ হযে বাড়িতে ফিরে গেছেনঃ ৫,৫১২ জন।
* বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালগুলোতে চিকিৎসাধীন রয়েছেন ১,২৪৭ জন রোগী ।

* ইনটেনসিভ কেয়ার ইউনিট বা আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেনঃ ১৩ জন
* তাদের মধ্যে ভেন্টিলেশন লাগছে ৫ জনের ।

মোট পজিটিভ কেসকে বিবেচনায় নিলে আজকের হিসাবে মালয়েশিয়াতে রিকভারি রেট হচ্ছে ৮০.০২%।

বিগত কয়েক দিনের নতুন রোগী সনাক্ত হবার প্রবণতা নিম্নরূপঃ
১৫ মে নতুন রোগী ৩৬ জন।
১৪ মে নতুন রোগী ৪০ জন।
১৩ ই মে নতুন রোগী ৩৭ জন।
১২ ই মে নতুন রোগী ১৬ জন
১১ মে নতুন রোগীঃ ৭০ জন ।
১০ মে নতুন রোগীঃ ৬৭ জন ।
০৯ মে নতুন রোগীঃ ৫৪ জন ।
০৮ মে নতুন রোগীঃ ৬৮ জন ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই মে, ২০২০ বিকাল ৪:১১

রাজীব নুর বলেছেন: আমাদের আজকের আপডেট

গত ২৪ ঘন্টায় করোনায় মৃত ১৬,
নতুন আক্রান্ত ৯৩০,
সুস্থ ২৩৫ জন।
নমুনা পরীক্ষা ৬৭৮২
মোট মৃত ৩১৪,
আক্রান্ত ২০৯৯৫,
সুস্থ ৪১১৭ জন।

১৬ ই মে, ২০২০ বিকাল ৪:১৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বাংলাদেশে নতুন আক্রান্ত্ হবার হার মনে হয় কমে আসছে। আজকের পরিসংখ্যান দেখে আমার তাই মনে হলো।
সব ঠিক হয়ে যাবে।

২| ১৬ ই মে, ২০২০ বিকাল ৪:৪৭

চাঁদগাজী বলেছেন:


মালযয়েশিয়া সরকার রেসকিউ প্যাকেজ ম্যাকেজ ঘোষণা করেছে?

১৬ ই মে, ২০২০ বিকাল ৫:১৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: Prime Minster announced the PRIHATIN Rakyat Economic Stimulus Package amounting to RM250 billion for Malaysia. This package is equivalent to 17% of Gross Domestic Product (GDP) compared to the 8% of GDP (or RM67 billion) package introduced during the 2008 Global Financial Crisis. Policymakers project for the stimulus package to add 1.5% to GDP in 2020.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.