নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।
বেশ কিছু দিন ধরেই আমার মনে হচ্ছে, বাংলাদেশের মানুষের কিছু কিছু কাজ ছোটবেলা থেকেই শেখা উচিত। এই কাজগুলো বাংলাদেশের প্রতিটি মানুষের যদি ছোটবেলা থেকেই শেখা থাকে তাহলে জীবনের প্রতিটি ক্ষেত্রেই সেটাকে ব্যবহার করতে পারবে।
১। সাইকেল ও মোটরসাইকেল চালানো শেখা এবং একই সঙ্গে নির্দিষ্ট বয়স হয়ে গেলে উহার লাইসেন্স সংগ্রহ করা।
২। কম্পিউটার চালানো এবং ছোটখাটো ট্রাবলশুটিং শেখা । একই সাথে মাইক্রোসফট অফিস অন্তত ভালো ভাবে শেখা । ভালো টাইপিং স্পীড থাকতে হবে।
৩। সাঁতার শেখা এবং ভালো ভাবে প্র্যাকটিস করা । এটা যে কোন সময় মানুষের জীবনে কাজে লেগে যেতে পারে।
৪। বাংলা ভাষার বাইরে হিন্দি ব্যতীত কমপক্ষে একটি বা দুইটি ভাষা শেখা। এটা হতে পারে ইংরেজি, ফরাসি কিংবা স্প্যানিশ।
৫। দশ জন গণ্যমান্য ব্যক্তির সামনে দাঁড়িয়ে যুক্তিপূর্ণভাবে কথা বলার অভ্যাস করা । অহেতুক রেগে না গিয়ে যুক্তিপূর্ণভাবে অপরের কথার জবাব দেওয়া।
পৃথিবীতে শিক্ষার কোন শেষ নেই।
১৬ ই মে, ২০২০ সকাল ৯:৩৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমি আমার বাবুদেরকে সাইকেল চালানো শিখিয়ে ফেলেছি । তারা এখন খুব ভালোই চালাতে পারে। আরেকটু বড় হলে গাড়ি চালানোও শিখিয়ে দিব। উপায় থাকলে প্লেন চালানোও শেখাতাম।
২| ১৬ ই মে, ২০২০ সকাল ১০:১৪
মীর আবুল আল হাসিব বলেছেন: মোটরসাইকেল চালানো বাদ দিয়ে বাকিগুলো পারি।
মোটরসাইকেল চালানো শিখতেও চাই না।
১৬ ই মে, ২০২০ দুপুর ১২:১২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
খুবই ভালো কথ।
হিন্দি ব্যতীত ভাষা জানেন কতগুলো?
৩| ১৬ ই মে, ২০২০ দুপুর ১২:২৭
মীর আবুল আল হাসিব বলেছেন: হিন্দি জানিনা।
স্প্যানিশ শিখছি।
ইংরেজিতে অনার্স করছি।
এবছর জুলাইতে ঢাবি থেকে মান্দারিন শেখার চেষ্টা করবো।
১৬ ই মে, ২০২০ দুপুর ২:২৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অসাধারণ উদ্যোগ। মন্দরিন অনেক কঠিন একটি ভাষা। সেই তুলনায় স্পানিশ অনেক সহজ। আপনার জন্য শুভ কামনা রইলো।
৪| ১৬ ই মে, ২০২০ দুপুর ১২:৩৭
রাজীব নুর বলেছেন: দরিদ্র দেশে এসব হয় না।
তাদের পেটে ভাত নেই। এসব শিখবে কখন বলেন?
কথায় বলে পেটে গু থাকলে জিলাপির প্যাচে হাগা যায়।
সবার পেট তো খালি।
১৬ ই মে, ২০২০ দুপুর ২:২৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমি যে জিনিসগুলো শেখার কথা বলেছি সেগুলো কোন বিলাসিতা নয়। বরং এগুলি শিখলে ক্ষেত্র বিশেষে উপার্জনের পথ খুলে যায়। যদি কারো ড্রাইভিং জানা থাকে তাহলে সে গাড়ি চালিয়ে উপার্জন করতে পারবে। দেশে কোটিপতির সংখ্যা বাড়ছে। গাড়ি চালক সে তুলনায় বৃদ্ধি পায়নি। এখন মোটর সাইকেল চালিয়েও উপার্জন করা যায়।
৫| ১৬ ই মে, ২০২০ দুপুর ১:১২
নেওয়াজ আলি বলেছেন: ১ । লাইসেন্স নিতে কত টাকা লাগে নিশ্চয় জানেন। টাকা পাবে কোথায় । ২। রাজনীতি শিখে তাড়াতাড়ি । ৩। ফ্রী ৪। ডিশ লাইনে হিন্দী আগে। ৫। দরকার নাই।
১৬ ই মে, ২০২০ দুপুর ২:২৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমি এক জন আশাবাদী মানুষ । হতাশা আমি পছন্দ করি না। ভালো থাকবেন সব সময়।
১৬ ই মে, ২০২০ দুপুর ২:৫১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: লাইসেন্স করতে খুব বেশী খরচ লাগে না । আমি নিজেও লাইসেন্স নিয়েছি।
৬| ১৬ ই মে, ২০২০ বিকাল ৩:০৪
রুদ্র নাহিদ বলেছেন: রান্না শেখাটাও জরুরি খুব। ছোট থেকে না শিখলে বড় হয়ে ঝামেলায় পরতে হয়।
১৬ ই মে, ২০২০ সন্ধ্যা ৭:০৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সঠিক বলেছেন ! এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট।
৭| ১৬ ই মে, ২০২০ বিকাল ৩:১২
সেলিম আনোয়ার বলেছেন: ভাল কিছু শেখার কথা উল্লেখ করেছেন।
তবে একটা বিষয় অনেকেল মাথার এন্টিনার উপরে থাকে। সেটা হলো ঈমান শিক্ষা করা ঈমানের মেহনত করা।
১৬ ই মে, ২০২০ সন্ধ্যা ৭:০৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সেটা তো জন্মের পর থেকেই শেখে। বাবা-মায়ের কাছে শিখে, মসজিদের হুজুরের কাছে শিখে, স্কুলের শিখে। সেটা তো চলছেই।
©somewhere in net ltd.
১| ১৬ ই মে, ২০২০ সকাল ৮:১২
শুভ্রনীল শুভ্রা বলেছেন: ১ নম্বরটা প্রচন্ড ইচ্ছে থাকার পরেও সম্ভবপর হয়নি আম্মুর বারণে। বাকিগুলো যৎসামান্য হলেও আছে। তবে বাইক চালানো শিখতে ইচ্ছে করে খুব। মায়ের ধারণা, ওসব শিখতে গিয়ে হাডডিগুডডি ভেংগে ফেলবো!