নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।
মালয়েশিয়ার কভিড১৯ এর বিগত ২৪ ঘন্টার সারসংক্ষেপঃ
* আজকে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে কোন রোগী মারা যাননি ।
* গতকাল পর্যন্ত মোট মারা গেছেন ১১২ জন আক্রান্ত ব্যক্তি।
* আজ নতুন রোগী রেকর্ডভুক্ত হয়েছে হয়েছেন ৩৬ জন । এদের মধ্যে ২৮ জন বিদেশী নাগরিক।
* আজকের নতুন আক্রান্ত ৩৬ জনকে ধরে মালয়েশিয়াতে ভাইরাস আসার পর থেকে এ পর্যন্ত সর্বমোট রোগী রেকর্ডভুক্ত হয়েছেন ৬,৮৫৫ জন।
* সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন ৮৮ জন রোগী ।
* আজকের ৮৮ জন সহ এ পর্যন্ত সুস্থ হযে বাড়িতে ফিরে গেছেনঃ ৫,৪৩৯ জন।
* বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালগুলোতে চিকিৎসাধীন রয়েছেন ১,৩০৪ জন রোগী ।
* ইনটেনসিভ কেয়ার ইউনিট বা আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেনঃ ১৪ জন
* তাদের মধ্যে ভেন্টিলেশন লাগছে ৫ জনের ।
মোট পজিটিভ কেসকে বিবেচনায় নিলে আজকের হিসাবে মালয়েশিয়াতে রিকভারি রেট হচ্ছে ৭৯.০৩%।
বিগত কয়েক দিনের নতুন রোগী সনাক্ত হবার প্রবণতা নিম্নরূপঃ
১৪ মে নতুন রোগী ৪০ জন।
১৩ ই মে নতুন রোগী ৩৭ জন।
১২ ই মে নতুন রোগী ১৬ জন
১১ মে নতুন রোগীঃ ৭০ জন ।
১০ মে নতুন রোগীঃ ৬৭ জন ।
০৯ মে নতুন রোগীঃ ৫৪ জন ।
০৮ মে নতুন রোগীঃ ৬৮ জন ।
১৫ ই মে, ২০২০ রাত ৮:৪১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: জয় হোক বাংলার মেহনতী মানুষের।
২| ১৫ ই মে, ২০২০ রাত ৮:২৪
সুপারডুপার বলেছেন:
মালয়েশিয়া খুব ভালো নিয়ন্ত্রণ করতে পেরেছে। এখনকার পরিস্থিতিতে মনে হচ্ছে মালয়েশিয়াতে অতি ধীরে ধীরে সর্বমোট রেকর্ডভুক্ত রোগী ১০,০০০ এর কাছাকাছি হওয়ার পর আর কোনো নতুন রোগী পাওয়ার সম্ভবনা নাই (বিস্তারিত: উপরের লেখচিত্র)। কাজেই নো চিন্তা ডু ফুর্তি। ঈদে দলে দলে মসজিদে বা ঈদগাতে সমবেত হওয়ার চিন্তা করছেন কী না !
=========================================================================
সুস্থ দেহ প্রশান্ত মন কর্মব্যস্ত সুখী জীবন-এই অপূর্ব ছন্দে একাত্ন হয়ে সুখ-সাফল্যের পথে এগিয়ে যাবেন এই শুভকামনা করি।
১৫ ই মে, ২০২০ রাত ৮:৪০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: শোনা যাচ্ছে, ঈদের জামাত হতে পারে। তবে 30 জনের মধ্যে সীমিত রাখতে হবে।
৩| ১৫ ই মে, ২০২০ রাত ৯:৩৭
আহমেদ চঞ্চল বলেছেন: ভয়ের বিশয় আমারা কোন নিয়ম ই মানছিনা ।
১৫ ই মে, ২০২০ রাত ৯:৫৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: নিয়ম না মানার ও একটা পজিটিভ দিক আছে। বাংলাদেশে একসাথে কোটি কোটি লোকের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি তৈরি হয়ে যাবে। এটা একটা বিরাট অর্জন। নিতান্ত সহজ কথা নয়।
©somewhere in net ltd.
১| ১৫ ই মে, ২০২০ সন্ধ্যা ৬:১৩
রাজীব নুর বলেছেন: গত ২৪ ঘন্টায় করোনায় মৃত ১৫,
নতুন আক্রান্ত ১২০২,
সুস্থ ২৭৯ জন।
নমুনা পরীক্ষা ৮৫৮২
মোট মৃত ২৯৮,
আক্রান্ত ২০০৬৫,
সুস্থ ৩৮৮২ জন।