নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

মালয়েশিয়াতে আজকের Covid 19 স্ট্যাটাস (১২-০৫-২০২০)

১৩ ই মে, ২০২০ ভোর ৬:৩৫

মালয়েশিয়ায় কভিড ১৯ আজকের আপডেট ১২ মে ২০২০
মালয়েশিয়ার কভিড১৯ এর বিগত ২৪ ঘন্টার সারসংক্ষেপঃ
* সুখবর হলো আজকে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে কেউ মারা যাননি ।
* গতকাল পর্যন্ত মোট মারা গেছেন ১০৯ জন আক্রান্ত ব্যক্তি।
* আজ নতুন রোগী রেকর্ডভুক্ত হয়েছে হয়েছেন ১৬ জন । বিগত প্রায় দুই মাসে এটা হচ্ছে সব চেয়ে কম আক্রান্তের সংখ্যা। আক্রান্ত ১৬ জনে মধ্যে ৩ জন বিদেশী।
* আজকের নতুন আক্রান্ত ১৬জনকে ধরে ভাইরাস মালয়েশিয়াতে ভাইরাস আসার পর থেকে এ পর্যন্ত সর্বমোট রোগী রেকর্ডভুক্ত হয়েছেন ৬,৭৪২ জন।
* সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন ১১০ জন রোগী ।
* আজকের ১১০ জন সহ এ পর্যন্ত সুস্থ হযে বাড়িতে ফিরে গেছেনঃ ৫,২২৩ জন।
* বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালগুলোতে চিকিৎসাধীন রয়েছেন ১,৪১০ জন রোগী ।

* ইনটেনসিভ কেয়ার ইউনিট বা আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেনঃ ১৬ জন
* তাদের মধ্যে ভেন্টিলেশন লাগছে ৩ জনের ।
মোট পজিটিভ কেসকে বিবেচনায় নিলে আজকের হিসাবে মালয়েশিয়াতে রিকভারি রেট হচ্ছে ৭৭.৫০%।
বিগত কয়েক দিনের নতুন রোগী সনাক্ত হবার প্রবণতা নিম্নরূপঃ

১২ই মে নতুন রোগী ১৬ জন
১১ মে নতুন রোগীঃ ৭০ জন ।
১০ মে নতুন রোগীঃ ৬৭ জন ।
০৯ মে নতুন রোগীঃ ৫৪ জন ।
০৮ মে নতুন রোগীঃ ৬৮ জন ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৩ ই মে, ২০২০ সকাল ১১:২৬

রাজীব নুর বলেছেন: ভাঙ্গালীদের কথা ভাবেন না?

১৩ ই মে, ২০২০ সকাল ১১:৪২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আমি ভাবলে কি লাভ?
আমি তো আর জননেতা নই।
জননেতারা ভাবলে লাভ আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.