নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

মালয়েশিয়ায় কভিড ১৯ আজকের আপডেট ১১ মে ২০২০

১১ ই মে, ২০২০ বিকাল ৪:৩৪

মালয়েশিয়ার কভিড১৯ এর বিগত ২৪ ঘন্টার সারসংক্ষেপঃ

* আজকে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মারা গেছেন ১ জন রোগী । তিনি ৬৩ বছর বয়স্ক এক জন মালয়েশিয়ান ভদ্রলোক ( তার কেস নম্বর ৬,৬৫৭)। তিনি ক্যান্সার ও ডায়াবেটিসে ভোগছিলেন।

* আজ পর্যন্ত মোট মারা গেছেন ১০৯ জন আক্রান্ত ব্যক্তি।

* আজ নতুন রোগী রেকর্ডভুক্ত হয়েছে হয়েছেন ৭০জন । এদের মধ্যে বিদেশী আছেন ৩১ জন।

* সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন ৮৮ জন রোগী ।

* ইনটেনসিভ কেয়ার ইউনিট বা আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেনঃ ২০ জন ।

* তাদের মধ্যে ভেন্টিলেশন লাগছে ৭ জনের ।

* আজকের নতুন আক্রান্ত ৭০জনকে ধরে ভাইরাস মালয়েশিয়াতে ভাইরাস আসার পর থেকে এ পর্যন্ত সর্বমোট রোগী রেকর্ডভুক্ত হয়েছেন ৬,৭২৬ জন।

* আজকের ৮৮ জন সহ এ পর্যন্ত সুস্থ হযে বাড়িতে ফিরে গেছেনঃ ৫,১১৩ জন।

* বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালগুলোতে চিকিৎসাধীন রয়েছেন ১,৫০৪ জন রোগী ।

মোট পজিটিভ কেসকে বিবেচনায় নিলে আজকের হিসাবে মালয়েশিয়াতে রিকভারি রেট হচ্ছে ৭৬%।

গত কয়েক দিন ধরে নতুন রোগীর সংখ্যা উঠানামা করছে।
১১ মে নতুন রোগীঃ ৭০ জন ।
১০ মে নতুন রোগীঃ ৬৭ জন ।
০৯ মে নতুন রোগীঃ ৫৪ জন ।
০৮ মে নতুন রোগীঃ ৬৮ জন ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১১ ই মে, ২০২০ সন্ধ্যা ৬:১৯

রাজীব নুর বলেছেন: আগে আমার কাছে আমার দেশের মানুষ। তারপর অন্যদেশ।
করোনার জন্য ছুটি ও লকডাউন বিবেচনা করে যারা গ্রামে চলে গেছেন তারা বেশি বুদ্ধিমান ।

১১ ই মে, ২০২০ সন্ধ্যা ৬:৫৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বিশ্বায়নের এই যুগে পুরো পৃথিবী নিয়েই ভাবতে হবে। তবে সবার আগে নিজের দেশ । তারপরে সব দেশ। আর বর্তমানে পৃথিবীর সব দেশেই বাংলাদেশিরা ছড়িয়ে-ছিটিয়ে আছে।
করোনা ভাইরাস দূর হয়ে যাক পৃথিবী আবার আগের মতো সুন্দর হয়ে উঠুক।

২| ১১ ই মে, ২০২০ সন্ধ্যা ৬:৩১

চাঁদগাজী বলেছেন:


যেই রোহিংগাগুলো মালয়েশিয়া যাবার পর, ওরা ফিরায়ে দিয়েছিলো, সেগুলো কি বাংলাদেশ থেকে, নাকি বার্মা থেকে ছিলো?

১১ ই মে, ২০২০ সন্ধ্যা ৬:৫৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: উহারা বার্মা থেকে এসেছিল । তাদের কারো কারো ধারণা ছিল এ দেশে থাকা যাবে । কিন্তু মালয়েশিয়ান কর্তৃপক্ষ তাদেরকে সামান্য কিছু খাবার দিয়ে আবার সমুদ্রে ভাসিয়ে দিয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.