নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।
* আজকে করোনা ভাইরাস আক্রান্ত কোন রোগী মারা যায়নি।
* গতকাল পর্যন্ত মোট মারা গেছেন ১০৮ জন আক্রান্ত ব্যক্তি।
* আজ নতুন রোগী রেকর্ডভুক্ত হয়েছে হয়েছেন ৬৭ জন । এদের মধ্যে বিদেশী কর্মী আছেন ৪৯ জন। গতকালের চেয়ে ১৩ জন রোগী বেশি রেকর্ডভুক্ত হয়েছে।
* সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন ৯৬ জন রোগী ।
* ইনটেনসিভ কেয়ার ইউনিট বা আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেনঃ ১৮ জন
* তাদের মধ্যে ভেন্টিলেশন লাগছে ৬ জনের ।
* আজকের নতুন আক্রান্ত ৬৭ জনকে ধরে মালয়েশিয়াতে ভাইরাস আসার পর থেকে এ পর্যন্ত সর্বমোট রোগী রেকর্ডভুক্ত হয়েছেন ৬,৬৫৬ জন।
* আজকের ৯৬ জন সহ এ পর্যন্ত সুস্থ হযে বাড়িতে ফিরে গেছেনঃ ৫,০২৫ জন।
* বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালগুলোতে চিকিৎসাধীন রয়েছেন ১,৫২৫ জন রোগী ।
মোট পজিটিভ কেসকে বিবেচনায় নিলে আজকের হিসাবে মালয়েশিয়াতে রিকভারি রেট হচ্ছে ৭৫.৫০%।
মালয়েশিয়াতে কোন করোনা রোগী শনাক্ত হলে তাকে জাতীয়ভাবে একটি সিরিয়াল নাম্বার প্রদান করা হয়। সেই হিসেবে আজকের সর্বশেষ রোগীর সিরিয়াল নম্বর হচ্ছেঃ ৬৬৫৬
১০ ই মে, ২০২০ বিকাল ৪:২৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মালয়েশিয়াতে এখন যেটা চলছে সেটাকে লকডাউন বলা যাবে না। এটাকে বলা যেতে পারে, শর্তসাপেক্ষে চলাচল নিয়ন্ত্রণ অফিস (Conditional Movement Control Order-CMCO). পুলিশ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে অনেক জায়গাতেই যাওয়া সম্ভব।
২| ১০ ই মে, ২০২০ বিকাল ৪:৩৫
চাঁদগাজী বলেছেন:
সংক্রমণ বাড়ছে, নাকি টেষ্ট বাড়ছে?
১০ ই মে, ২০২০ রাত ৮:৫৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: প্রবাসী শ্রমিকরা গাদাগাদি করে থাকে। সে সমস্ত জায়গায় নতুন নতুন সংক্রমণ ধরা পড়েছে । এগুলিকে বলে ক্লাস্টার।
৩| ১০ ই মে, ২০২০ বিকাল ৪:৫৬
সামছুল মালয়েশিয়া প্রবাসী বলেছেন: ভাই, আশা করি এই নিয়ে কিছু লিখবেন বিস্তারিতো।মালয়েশিয়ায় চলমান লকডাউনে বিদেশিদের দ্বারা পরিচালিত ব্যবসা প্রতিষ্ঠানে সিটি কর্পোরেশন ও ডিবিকেএল-এর অভিযান। সম্প্রতি ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক খায়রুল দাজাইমি দাউদ এর ঘোষণার প্রেক্ষিতে নিয়মিত অভিযান চলছে।১০ মে রবিবার ‘কুয়ালালামপুরের ব্যস্ততম এলাকা বুকিত বিনতাং এ বিদেশিদের কয়েকটি ব্যবসা প্রতিষ্টান বন্ধ করে দিয়েছে সিটি কর্পোরেশন ও ডিবিকেএল।
১০ ই মে, ২০২০ রাত ৮:৫৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: প্রবাসে হোস্ট কান্ট্রির আইন-কানুন মেনে চলা উচিত।
৪| ১০ ই মে, ২০২০ বিকাল ৫:১৯
রাজীব নুর বলেছেন: আমাজে আমাদের দেশে ১৪ জন মারা গেছে।
১০ ই মে, ২০২০ রাত ৮:৫৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন। মহান আল্লাহ সুবহানাতায়ালা সবাইকে জান্নাতুল ফেরদৌস দান করুন । আমিন।
©somewhere in net ltd.
১| ১০ ই মে, ২০২০ বিকাল ৪:১৮
সামছুল মালয়েশিয়া প্রবাসী বলেছেন: মালয়েশিয়ায় ফের চার সপ্তাহের জন্য বাড়লো লকডাউন । ঈদে গ্রামে যাওয়া ও যে কোন ধরনের ভ্রমণ নিষিদ্ধ ।