নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

মালয়েশিয়াতে আজকের Covid 19 স্ট্যাটাস (০৯-০৫-২০২০)

০৯ ই মে, ২০২০ বিকাল ৪:১২

* আজকে করোনা ভাইরাস আক্রান্ত রোগী মারা গেছেন ০১ জন।

* আজ পর্যন্ত মোট মারা গেছেন ১০৮ জন আক্রান্ত ব্যক্তি।

* আজ নতুন রোগী রেকর্ডভুক্ত হয়েছে হয়েছেন ৫৪ জন । এদের মধ্যে বিদেশী কর্মী আছেন ৪৫ জন।
* সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন ৬৫ জন রোগী ।

* ইনটেনসিভ কেয়ার ইউনিট বা আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেনঃ ১৮ জন
* তাদের মধ্যে ভেন্টিলেশন লাগছে ৬ জনের ।

* আজকের নতুন আক্রান্ত ৫৪ জনকে ধরে ভাইরাস মালয়েশিয়াতে ভাইরাস আসার পর থেকে এ পর্যন্ত সর্বমোট রোগী রেকর্ডভুক্ত হয়েছেন ৬,৫৮৯ জন।

* আজকের ৬৫ জন সহ এ পর্যন্ত সুস্থ হযে বাড়িতে ফিরে গেছেনঃ ৪,৯২৯ জন।

* বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালগুলোতে চিকিৎসাধীন রয়েছেন ১,৫৫২ জন রোগী ।
মোট পজিটিভ কেসকে বিবেচনায় নিলে আজকের হিসাবে মালয়েশিয়াতে রিকভারি রেট হচ্ছে ৭৪.৮০%।

মালয়েশিয়াতে কোন করোনা রোগী শনাক্ত হলে তাকে জাতীয়ভাবে একটি সিরিয়াল নাম্বার প্রদান করা হয়। সেই হিসেবে আজকের সর্বশেষ রোগীর সিরিয়াল নম্বর হচ্ছেঃ ৬৫৮৯

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৯ ই মে, ২০২০ বিকাল ৫:৫৯

চাঁদগাজী বলেছেন:



৫৪ জনে ৪৫ জনই বিদেশী, তা'হলে সাপ্লাই ইত্যাদিটে শুধু বিদেশীরা কাজ করছে!

০৯ ই মে, ২০২০ সন্ধ্যা ৭:২৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এখানে প্রচুর পরিমাণে নেপালী গার্ড কাজ করে। যে কোনো ভবনে গেলেই দেখা যায় প্রচুর পরিমাণে নেপালী দারোয়ান । তাদের নেপাল থেকে মালয়েশিয়াতে আসতে খরচও লাগে নাম মাত্র।

২| ০৯ ই মে, ২০২০ সন্ধ্যা ৬:১২

রাজীব নুর বলেছেন: আমাদের দেশে সাংবাদিকরা করোনায় আক্রান্ত হচ্ছে বেশ। ইত্তেফাক পত্রিকার ১০ জন আক্রান্ত। তাদের জন্য আদালা সপাতাল নেই। কিন্তু পুলিশ নিজেদের জন্য আলাদা চিতসার ব্যবস্থা করেছেন।

০৯ ই মে, ২০২০ রাত ৮:৪৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: তারারা সবাই সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ। দোয়া করতে থাকেন।

৩| ০৯ ই মে, ২০২০ রাত ৮:১০

চাঁদগাজী বলেছেন:


রাজীব নুর বলেছেন, " আমাদের দেশে সাংবাদিকরা করোনায় আক্রান্ত হচ্ছে বেশ। ইত্তেফাক পত্রিকার ১০ জন আক্রান্ত। তাদের জন্য আদালা সপাতাল নেই। কিন্তু পুলিশ নিজেদের জন্য আলাদা চিতসার ব্যবস্থা করেছেন। "

-পুলিশ চাইলে বাঘের দুধও যোগাড় করতে পারবে।

০৯ ই মে, ২০২০ রাত ৮:৪৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: করোনা কাউকে ছাড়ে না , এমনকি পুলিশকেও ।

৪| ০৯ ই মে, ২০২০ রাত ৮:৩৮

পদাতিক চৌধুরি বলেছেন: মালয়েশিয়ার পরিসংখ্যানটা যথেষ্ট আশাব্যঞ্জক।
তবে উপমহাদেশে ডাক্তার-নার্সের সংক্রমণের হার যথেষ্ট বেশি। আশংকা হচ্ছে সামনের দিনগুলোতে এখানে সংক্রমণ আরও প্রভাব ফেলবে।
ভারত থাকবেন ।
শুভেচ্ছা প্রিয় ভাইকে।

০৯ ই মে, ২০২০ রাত ৮:৫০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সব কিছুই ঠিক হয়ে যাবে । শুধু মাত্র ধৈর্য ধরতে হবে । সবাইকে নিয়ম মেনে চলতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.