নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

মালয়েশিয়ায় কভিড ১৯ আজকের আপডেট ০৮ মে ২০২০

০৮ ই মে, ২০২০ বিকাল ৩:৩৬


মালয়েশিয়ার কভিড১৯ এর বিগত ২৪ ঘন্টার সারসংক্ষেপঃ

* সুখবর হলো আজকে করোনা ভাইরাস আক্রান্ত কোন রোগী মারা যাননি।

* গতকাল পর্যন্ত মোট মারা গেছেন ১০৭ জন আক্রান্ত ব্যক্তি।

* আজ নতুন রোগী রেকর্ডভুক্ত হয়েছে হয়েছেন ৬৮ জন । এদের মধ্যে বিদেশী আছেন ৫৮ জন।
* সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন ৮৮ জন রোগী ।
* ইনটেনসিভ কেয়ার ইউনিট বা আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেনঃ ১৭ জন
* তাদের মধ্যে ভেন্টিলেশন লাগছে ৭ জনের ।

* আজকের নতুন আক্রান্ত ৬৮ জনকে ধরে ভাইরাস মালয়েশিয়াতে ভাইরাস আসার পর থেকে এ পর্যন্ত সর্বমোট রোগী রেকর্ডভুক্ত হয়েছেন ৬,৫৩৫ জন।

* আজকের ৮৮ জন সহ এ পর্যন্ত সুস্থ হযে বাড়িতে ফিরে গেছেনঃ ৪,৮৬৪ জন।

* বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালগুলোতে চিকিৎসাধীন রয়েছেন ১,৫৬৪ জন রোগী ।
মোট পজিটিভ কেসকে বিবেচনায় নিলে আজকের হিসাবে মালয়েশিয়াতে রিকভারি রেট হচ্ছে ৭৪.৪৩%।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই মে, ২০২০ বিকাল ৩:৪১

চাঁদগাজী বলেছেন:


ডাটা থেকে মনে হচ্ছে, ১১০০০ কিংবা তার থেকে বেশী মানুষের করোনা হয়েছিলো।

০৮ ই মে, ২০২০ বিকাল ৪:৫৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনি সঠিক ধরেছেন।

* আজকের নতুন আক্রান্ত ৬৮ জনকে ধরে ভাইরাস মালয়েশিয়াতে ভাইরাস আসার পর থেকে এ পর্যন্ত সর্বমোট রোগী রেকর্ডভুক্ত হয়েছেন ৬,৫৩৫ জন।

* আজকের ৮৮ জন সহ এ পর্যন্ত সুস্থ হযে বাড়িতে ফিরে গেছেনঃ ৪,৮৬৪ জন।

* বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালগুলোতে চিকিৎসাধীন রয়েছেন ১,৫৬৪ জন রোগী ।

২| ০৮ ই মে, ২০২০ বিকাল ৪:২৪

রাজীব নুর বলেছেন: আমাদের মোট মারা গেছে ২০৫ জন।
কোথায় গিয়ে শেষ হবে জানি না।

০৮ ই মে, ২০২০ বিকাল ৪:৫৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমাদের বাংলাদেশের সবে তো শুরু হল। এটা মাঝারি পর্যায়ের ও এখনো পৌঁছায়নি।

৩| ০৮ ই মে, ২০২০ রাত ৮:২১

নেওয়াজ আলি বলেছেন: দেশে সঠিক তথ্য পাচ্ছে না জনগণ

০৮ ই মে, ২০২০ রাত ১০:১৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: রোগ থেকে মুক্তি টাই বেশি জরুরি।

৪| ০৮ ই মে, ২০২০ রাত ৮:২৬

Subdeb ghosh বলেছেন: কবে যাবে এই করোনা ভাইরাস?

০৮ ই মে, ২০২০ রাত ১০:১৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আল্লাহই জানেন কবে যাবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.