নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

মালয়েশিয়া কভিড ১৯ আজকের আপডেট ০৬ মে ২০২০

০৬ ই মে, ২০২০ বিকাল ৩:০৬

মালয়েশিয়ার কভিড১৯ এর বিগত ২৪ ঘন্টার সারসংক্ষেপঃ

* আজকে করোনা ভাইরাস আক্রান্ত মাত্র ০১ জন মারা গেছেন।

* এ নিয়ে আজ পর্যন্ত মোট মারা গেছেন ১০৭ জন আক্রান্ত ব্যক্তি।

* আজ নতুন রোগী রেকর্ডভুক্ত হয়েছে হয়েছেন ৪৫জন ।
* সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন ১৩৫ জন রোগী ।
* ইনটেনসিভ কেয়ার ইউনিট বা আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেনঃ ২২ জন
* তাদের মধ্যে ভেন্টিলেশন লাগছে ৯ জনের ।

* আজকের নতুন আক্রান্ত ৪৫জনকে ধরে ভাইরাস মালয়েশিয়াতে ভাইরাস আসার পর থেকে এ পর্যন্ত সর্বমোট রোগী রেকর্ডভুক্ত হয়েছেন ৬,৪২৮ জন।

* আজকের ১৩৫ জন সহ এ পর্যন্ত সুস্থ হযে বাড়িতে ফিরে গেছেনঃ ৪,৭০২ জন।

* বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালগুলোতে চিকিৎসাধীন রয়েছেন ১,৬১৯ জন রোগী ।
মোট পজিটিভ কেসকে বিবেচনায় নিলে আজকের হিসাবে মালয়েশিয়াতে রিকভারি রেট হচ্ছে ৭৩.১৫%।

বিগত ১৮ মার্চ থেকে মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (Movement Control Order- MCO) জারি করার পর থেকে গতকাল থেকেই শর্ত উহা সাপেক্ষে শিথিল করা হয় । অনেক ধরনের ব্যবসা প্রতিষ্ঠান খুলে দিয়েছে। প্রচুর পরিমাণে পাবলিক পরিবহন ও গাড়ি-ঘোড়া চলাচল করেছে। রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় পুলিশ ব্যারিকেড কমিয়ে দেওয়া হয়েছে। প্রচুর পরিমাণে যানবাহন চলাচল করছে। মানুষ জন স্বাভাবিক জীবনে ফিরে যেতে ব্যাকুল হয়ে উঠেছে। এরই ফলস্বরূপ কিনা কে জানে। গতকালের চেয়ে আজকে নতুন রোগী ১৫ জন বেড়ে গেছে।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৬ ই মে, ২০২০ বিকাল ৫:১১

রাজীব নুর বলেছেন: পৃথিবীতে সম্ভবত শান্তির স্থান আছে ৩ টি।
১। নিজের ঘর।
২। মসজিদ।
৩। কবর।

০৬ ই মে, ২০২০ সন্ধ্যা ৬:০৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: প্রথমটাই শান্তির জায়গা । বাকিগুলোতে যায় মানুষ বিপদে পড়ে।

২| ০৬ ই মে, ২০২০ বিকাল ৫:২৮

চাঁদগাজী বলেছেন:



মানুষ নিজ ইচ্ছায় গিয়ে কোথা্যও টেষ্ট করতে পারে।

০৬ ই মে, ২০২০ সন্ধ্যা ৬:০৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: যদি কোন মানুষ ইচ্ছা করে টেস্ট করাতে যায় সে ক্ষেত্রে তার নিজের খরচ নিজেকেই দিতে হবে । মোট খরচ পড়বে আটশত রিংগিত বাংলাদেশের টাকায় বর্তমানে 16 হাজার টাকার মতো । আর যদি সরকার নিজ উদ্যোগে এসে নিয়ে যায় সে ক্ষেত্রে কোন খরচই লাগবে না।

৩| ০৬ ই মে, ২০২০ সন্ধ্যা ৭:৩৬

চাঁদগাজী বলেছেন:


জঘন্য, ১৬০০০ টাকা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.