নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

মালয়েশিয়াতে আজকের Covid 19 স্ট্যাটাস (০৫-০৫-২০২০)

০৫ ই মে, ২০২০ বিকাল ৪:০১


মালয়েশিয়ার কভিড১৯ এর বিগত ২৪ ঘন্টার সারসংক্ষেপঃ

* আজকে করোনা ভাইরাস আক্রান্ত মাত্র ০১ জন মারা গেছেন।

* এ নিয়ে আজ পর্যন্ত মোট মারা গেছেন ১০৬ জন আক্রান্ত ব্যক্তি।

* আজ নতুন রোগী রেকর্ডভুক্ত হয়েছে হয়েছেন ৩০ জন ।
* সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন ৮৩ জন রোগী ।
* ইনটেনসিভ কেয়ার ইউনিট বা আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেনঃ ২৪ জন
* তাদের মধ্যে ভেন্টিলেশন লাগছে ৮ জনের ।

* আজকের নতুন আক্রান্ত ৩০ জনকে ধরে ভাইরাস মালয়েশিয়াতে ভাইরাস আসার পর থেকে এ পর্যন্ত সর্বমোট রোগী রেকর্ডভুক্ত হয়েছেন ৬,৩৮৩ জন।

* আজকের ৮৩ জন সহ এ পর্যন্ত সুস্থ হযে বাড়িতে ফিরে গেছেনঃ ৪,৫৬৭ জন।

* বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালগুলোতে চিকিৎসাধীন রয়েছেন ১,৭১০ জন রোগী ।
মোট পজিটিভ কেসকে বিবেচনায় নিলে আজকের হিসাবে মালয়েশিয়াতে রিকভারি রেট হচ্ছে ৭১.৫৫%।

বিগত ১৮ মার্চ থেকে মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (Movement Control Order- MCO) জারি করার পর থেকে গতকাল থেকেই শর্ত উহা সাপেক্ষে শিথিল করা হয় । অনেক ধরনের ব্যবসা প্রতিষ্ঠান খুলে দিয়েছে। প্রচুর পরিমাণে পাবলিক পরিবহন ও গাড়ি-ঘোড়া চলাচল করেছে। রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় পুলিশ ব্যারিকেড কমিয়ে দেওয়া হয়েছে।

প্রচুর পরিমাণে যানবাহন চলাচল করছে। মানুষ জন স্বাভাবিক জীবনে ফিরে যেতে ব্যাকুল হয়ে উঠেছে।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই মে, ২০২০ বিকাল ৪:২৫

রাজীব নুর বলেছেন: সবাই বলছে করোনার জন্যে নাকি দেশ ২০-২৫ বছর পিছিয়ে যাবে

০৫ ই মে, ২০২০ বিকাল ৪:৩৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অনেক অনেক বছর । কারণ অনেক মানুষ মারা যাবে। অনেক টাকা অযথা খরচ হবে। অলরেডী রাষ্ট্রের কোটি কোটি টাকা খরচ হয়ে গেছে। উন্নত বিশ্বের খরচ আরো বেশী। আমার বন্ধু আছেন টেক্সাসে। তিনি কাজ না করেও অনেক অনেক ডলার পাচ্ছেন। এই সব খরচ তো আর কম না।

২| ০৫ ই মে, ২০২০ বিকাল ৫:৩৭

চাঁদগাজী বলেছেন:


কালিফোরনিয়া রাজ্যের আনএমপ্লয়মেন্ট ফেডারেল সরকার থেকে ঋণ নেয়ার শুরু করেছে।

০৬ ই মে, ২০২০ সকাল ৯:১৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: উন্নত দেশগুলো সম্ভবত এবারই বড় ধরনের সমস্যায় পড়তে যাচ্ছে।

৩| ০৫ ই মে, ২০২০ রাত ১০:৪৫

নেওয়াজ আলি বলেছেন: বাংলাদেশী মোট কত জন মরেছে ।

০৬ ই মে, ২০২০ সকাল ৯:১৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বাংলাদেশী প্রতি দিনই গড়ে দুই থেকে তিন জন মারা যায় । তবে করোনায় কারো মরার খবর এখনো কোন সংবাদ মাধ্যমে
জানা যায়নি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.