নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

মালয়েশিয়াতে আজকের Covid 19 স্ট্যাটাস (০৩-০৫-২০২০)

০৩ রা মে, ২০২০ বিকাল ৩:৪০

আজকের তারিখঃ ০৩ মে, ২০২০, রবিবার।

কভিড ১৯ এর বিগত ২৪ ঘন্টার সারাংশঃ

আজকে করোনা ভাইরাস আক্রান্ত মারা গেছেন ০২ জন।
এ নিয়ে আজ পর্যন্ত মোট মারা গেছেন ১০৫ জন আক্রান্ত ব্যক্তি।
আজ নতুন রোগী রেকর্ডভুক্ত হয়েছে হয়েছেন ১২২ জন ।
সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন ৮৭ জন।
ইনটেনসিভ কেয়ার ইউনিট বা আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেনঃ ২৭ জন
তাদের মধ্যে ভেন্টিলেশন লাগছে ১৩ জনের ।

আজকের নতুন আক্রান্ত ১২২ জনকে ধরে ভাইরাস মালয়েশিয়াতে ভাইরাস আসার পর থেকে এ পর্যন্ত সর্বমোট রোগী রেকর্ডভুক্ত হয়েছেন ৬,২৯৮ জন।
আজকের ৮৭ জন সহ এ পর্যন্ত সুস্থ হযে বাড়িতে ফিরে গেছেনঃ ৪,৪১৩ জন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালগুলোতে চিকিৎসাধীন রয়েছেন ১,৭৮০ জন রোগী ।
মোট পজিটিভ কেসকে বিবেচনায় নিলে আজকের হিসাবে মালয়েশিয়াতে রিকভারি রেট হচ্ছে ৭০.০৭%।

মালয়েশিয়াতে এখন লক ডাউন তথা movement control order (MCO) এর চতুর্থ ধাপ চলছে। । ঘোষিত লকডাউন আগামী ১২ মে পর্যন্ত বলবৎ থাকবে।

আগামীকাল থেকে বেশ কিছু শর্ত সাপেক্ষে বেশির ভাগ ব্যবসাপ্রতিষ্ঠান খুলেলে দেওয়া হচ্ছে। রেষ্টুরেন্টগুলো মানুষ বসে খেতে পারবে। তবে এসব ক্ষেত্রে বেশ কিছু শর্ত মেনে চলতে হবে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা মে, ২০২০ বিকাল ৪:৩৯

রাজীব নুর বলেছেন:

যেদিন বিশ্ব করোনা মুক্ত হবে সেদিন আমি এরকম নাচবো।

২| ০৩ রা মে, ২০২০ বিকাল ৪:৫৫

চাঁদগাজী বলেছেন:



শুনে ভালো লাগলো যে, আপনি করোনার সময়ে বেতন পেয়েছেন; অনেক মানুষ ভয়ংকর সমস্যায় আছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.