নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

Covid 19 Alarm ডিভাইস বা অ্যাপ্স উদ্ভাবন করা জরুরি।

০৮ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৪৮

এখন সবচেয়ে বেশি দরকার কভিড ১৯ নের অ্যালার্ম অ্যাপস কিংবা ডিভাইস তৈরি করা। যেটা কোন মানুষের কাছে থাকলে তার আশেপাশে কভিড১৯ ভাইরাস থাকলে সেটা শব্দ করে জানিয়ে দিবে। ফলে সেই লোক নিরাপদ দূরত্বে চলে যেতে পারবেন। এই মুহূর্তে এটা আবিষ্কার করলেও আমাদের অনেক উপকার হতে পারে।

এখনো যেহেতু কোনো প্রতিষেধক , প্রতিরোধক কোন ঔষধ তৈরি হয়নি । তাই আবিষ্কারকদের উচিত ডিভাইস তৈরির দিকেও একটু মনোযোগ দেওয়া। ডিভাইস আলাদা করে তৈরি করতে পারলে হয়‌ অথবা মোবাইল ফোনে ইন্সটল করার মত অ্যাপস তৈরি করতে পারলেও হয়।

তরুণ উদ্ভাবকদের আছে আহ্বান, একটু ভেবে দেখুন এমন কোন ডিভাইস কিংবা অ্যাপস তৈরি করা যায় কিনা যেটা কভিড ১৯ ভাইরাসের উপস্থিতি জানান দেবে । আর মানুষ নিরাপদ দূরত্বে অবস্থান নিতে পারবে।

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:০০

নতুন বলেছেন: B-)

এটা সম্ভবনা যে এপসের মাধমে আপনি আপনার পাশে থাকা করোনা ভাইরাসের এলাম` পাবেন।

তবে ছোটো ডিভাইস আসবে যাতে নমুনা নিয়ে পরিক্ষা করে বোঝা যাবে যেমনটা ছোট ডায়াবেটিক পরিক্ষার যন্ত্র পাওয়া যায়।

১৭ ই এপ্রিল, ২০২০ সকাল ৯:৫৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমি আশাবাদী মানুষ এক সময় এ ধরনের ডিভাইস তৈরি করে ফেলবে।

২| ০৮ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:২২

রাজীব নুর বলেছেন: তাহলে তো ভালোই হবে।

১৭ ই এপ্রিল, ২০২০ সকাল ৯:৫৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সামরিক গবেষণা ছাড়া বিজ্ঞানের বেশির ভাগ আবিষ্কারই মানুষের কল্যাণের জন্য। সামরিক কাজগুলো মূলত হিংসা প্রতি হিংসা আর নেতাদের লোভ-লালসা থেকেই হয়।

৩| ০৮ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:৩৮

নেওয়াজ আলি বলেছেন: অনেক ভালো হবে

১৭ ই এপ্রিল, ২০২০ সকাল ১০:০১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বিজ্ঞানের বেশির ভাগ আবিষ্কার মানুষের জন্য কল্যাণকর হয়ে থাকে।

৪| ০৮ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:৫৯

চাঁদগাজী বলেছেন:


মানুষের শরীরের বাহিরে (কাপড়ে, হাতে, চুলে) ভাইরাস থাকলে, উহা ডিটেক্ট সোজা হবে না। শরীরে থাকলে শরীর থেকে স্পেসিম্যান নিতে হবে; ফলে, ইহা সহজে সম্ভব হবে না।

জ্বর নির্ণয় সম্ভব হয়েছে।

১৭ ই এপ্রিল, ২০২০ সকাল ১০:০১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমার কেন জানি মনে হচ্ছে এই জাতীয় ডিভাইস ভবিষ্যতে তৈরি হবে।

৫| ০৮ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৩৩

এলিয়ানা সিম্পসন বলেছেন: অ্যাপ লাগবে কেন? আপনাদের তো বাসায় থাকার কথা?

১৭ ই এপ্রিল, ২০২০ সকাল ১০:০৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বাসায় যে খাবার জিনিসগুলো আছে সেটা চিরদিন চলবে না। দুই তিন দিন পরে শেষ হয়ে যায় । বাইরে যেতে হবে। আমি সপ্তাহে দুই বার বাইরে যাই। যারা চিকিৎসা সেবায় জড়িত তারারা রোজই বাইরে যায়। তাই অ্যালার্মিং ডিভাইস অবশ্যই দরকার আছে।

৬| ০৮ ই এপ্রিল, ২০২০ রাত ৮:৪৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: এ ধরণের device ভুল তথ্য দিতে পারে। এতে সামাজিক বিশৃঙ্খলা দেখা দিতে পারে। device যদি রোগ নির্ণয় করতে পারত তবে pathological lab. দরকার পড়ত না।

১৭ ই এপ্রিল, ২০২০ সকাল ১০:০৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: যে কোনো ডিভাইস ই বাজারে ছাড়ার আগে প্রচুর পরিমাণে গবেষণা করতে হবে। তারপরে বাজারে ছাড়বে । মনে চাইলো বানিয়ে ফেলে মার্কেটে নিয়ে আসলো‌। ব্যাপারটা তা না।

৭| ০৮ ই এপ্রিল, ২০২০ রাত ৯:২৩

খায়রুল আহসান বলেছেন: সাড়ে চুয়াত্তর বলেছেন: এ ধরণের device ভুল তথ্য দিতে পারে। এতে সামাজিক বিশৃঙ্খলা দেখা দিতে পারে। device যদি রোগ নির্ণয় করতে পারত তবে pathological lab. দরকার পড়ত না। - কথাটার সাথে আমিও একমত।
চাঁদগাজীও ঠিক বলেছেনঃ ইহা সহজে সম্ভব হবে না
তবুও, টেকনিকাল লোকজন আপনা্র প্রস্তাবটি নিয়ে গবেষণায় উদ্যোগী হলে আমি খুশী হবো।

১৭ ই এপ্রিল, ২০২০ সকাল ১০:০৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আজ যেটা অসম্ভব মনে হয়, রূপকথা মনে হয় বিজ্ঞানের কারণে সেটাই 20-25 বছর পরে খুবই সাধারণ ব্যাপার মনে হয়। 200 বছর আগের পৃথিবীর সাথে আজকের পৃথিবীর সামান্য তুলনা করলেই ব্যাপারটা বুঝতে পারবো।

৮| ১৭ ই এপ্রিল, ২০২০ সকাল ১০:০৬

বিজন রয় বলেছেন: মানুষ সব বের করে ফেলবে।

ভাল আছেন?

২৪ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:০১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অবশ্যই মানুষ এক দিন এরকম ডিভাইস বের করে ফেলবে । মানুষের বুদ্ধি ক্ষমতা অনেক। জ্ঞান-বিজ্ঞান চর্চা করে সমস্ত বের করা খুবই সহজ । দাদা , ভালো আছি । আপনি ভালো আছেন তো?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.