নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।
করোনাভাইরাস আতঙ্কে আজ মালয়েশিয়াতে লকডাউন ঘোষণা করা হয়েছে। মন্ত্রিসভার মিটিং শেষে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিদ্দিন ইয়াসিন এ ঘোষণা দেন। যে আইন বলে এই লকডাউন ঘোষণা করা হলো সেটা হচ্ছেঃ ‘restriction of movement order’ under the Prevention and Control of Infectious Diseases Act 1988 and the Police Act 1967.
প্রধানমন্ত্রীর এ ঘোষণা অনুযায়ী 18 মার্চ থেকে 31 মার্চ পর্যন্ত মালয়েশিয়ার সব সরকারি-বেসরকারি অফিস আদালত দোকানপাট লকডাউন এর আওতায় পড়বে অর্থাৎ এগুলো তালাবদ্ধ থাকবে বিশেষ সার্ভিস, খাবারের দোকান, গ্রোসারি শপ এসব এগুলো ছাড়া বাকি সব কিছুই খুলবেনা (utilities, telecommunications, transport, banking, health, pharmacies, ports, airports, cleaning and food supplies ).
প্রধানমন্ত্রীর ঘোষণা রাষ্ট্রীয় বিভিন্ন প্রচার মাধ্যমে সরাসরি প্রচারিত হয়। প্রধানমন্ত্রী তার ঘোষণায় বলেছেন,লকডাউন চলাকালীন কোন বিদেশী মালয়েশিয়াতে আসতে পারবে না এবং কোনো মালয়েশিয়ান ও বিদেশ সফর করতে পারবেন না।
উল্লেখ্য, ১৭ থেকে ২৬ শে মার্চ পর্যন্ত এখানকার মসজিদ সমূহের দৈনন্দিন কার্যক্রম বন্ধ থাকবে ।এমনকি জুম্মার নামাজ ও হবে না।
১৭ ই মার্চ, ২০২০ সকাল ৮:৩২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আল্লাহ সুবহানাতায়ালা আমাদের সবাইকে হেফাজত করুন।
২| ১৬ ই মার্চ, ২০২০ রাত ১০:০৫
ইসিয়াক বলেছেন: আল্লাহ আমাদের সহায় হউক।
১৭ ই মার্চ, ২০২০ সকাল ৮:৩২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আল্লাহ সুবহানাতায়ালা আমাদের সবাইকে হেফাজত করুন।
৩| ১৬ ই মার্চ, ২০২০ রাত ১০:০৮
ঠাকুরমাহমুদ বলেছেন:
একেই বলে আইনি ও প্রশাসনিক পদক্ষেপ।
১৭ ই মার্চ, ২০২০ সকাল ৮:৩২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আল্লাহ সুবহানাতায়ালা আমাদের সবাইকে হেফাজত করুন আমিন।
৪| ১৬ ই মার্চ, ২০২০ রাত ১০:৩৩
চাঁদগাজী বলেছেন:
ওখানকার তাপমাত্রা ও আবহাওয়া কেমন?
১৭ ই মার্চ, ২০২০ সকাল ৮:৩৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: Malaysia enjoys tropical weather year round however due to its proximity to water the climate is often quite humid. Despite this, the weather is never too hot and temperatures range from a mild 20°C to 30°C average throughout the year; however the highlands experience cooler temperatures.
৫| ১৬ ই মার্চ, ২০২০ রাত ১০:৫৬
ভুয়া মফিজ বলেছেন: বুদ্ধিমানেরা কথা বলে কম, কাজ করে বেশী।
১৭ ই মার্চ, ২০২০ সকাল ৮:৩৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আল্লাহ সুবহানাতায়ালা আমাদের সবাইকে হেফাজত করুন। আমীন।
৬| ১৬ ই মার্চ, ২০২০ রাত ১১:৩৯
নেওয়াজ আলি বলেছেন: আমরা আছি আব্বা নিয়ে
১৭ ই মার্চ, ২০২০ সকাল ৮:৩৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আল্লাহ সুবহানাতায়ালা আমাদের সবাইকে হেফাজত করুন আমীন।
৭| ০২ রা এপ্রিল, ২০২০ দুপুর ১:৪১
খায়রুল আহসান বলেছেন: প্রায় ১৬/১৭ দিন "লকডাউন" পার হবার পর এখন সেখানকার অবস্থা কেমন?
০৩ রা এপ্রিল, ২০২০ সকাল ১১:১৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: প্রথম দফা লকডাউন কার্যকর ছিল 18 ই মার্চ থেকে 31 শে মার্চ পর্যন্ত। এরপর দ্বিতীয় দফার লক ডাউন শুরু হয়েছে । এটা থাকবে 14 এপ্রিল পর্যন্ত। সর্বত্র পুলিশের পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন আছে। কাঁচা বাজার করা ছাড়া কাউকে বাইরে যেতে হচ্ছে না।
©somewhere in net ltd.
১| ১৬ ই মার্চ, ২০২০ রাত ১০:০৩
রাজীব নুর বলেছেন: ভালো সিদ্ধান্ত।