নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।
বাল্য কালে যখন সবে মাত্র বাংলা ভালো ভাবে পড়তে শিখেছি এবং নিকটবর্তী দূরত্বে যাতায়াত করতে শিখেছি তখন বাবা-মায়ের নির্দেশে প্রায়ই মুদির দোকানে যেতে হতো টুকটাক জিনিস পত্র কিনতে।
সেই সময়ে দোকানে বেশ কিছু আকর্ষণীয় বাণী লেখা থাকতো। সেই ঐতিহাসিক বাণী সমূহ আজ ও মাঝে মাঝে মনে পড়ে।
১। বাকি চাহিয়া লজ্জা দিবেন না।
২। আজ নগদ কাল বাকি।
৩। নগদ বিক্রি পেটে ভাত , বাকি বিক্রি মাথায় হাত!
৪। বাকি বিক্রি বড়ই কষ্ট, বাকি বিক্রিতে সম্পর্ক নষ্ট।
৫। যদি চান ভালোবাসা, না করিবেন বাকির আশা।
৬। বাকি বিক্রি ফাঁকি, আবার কেন বাকি?
৪। ব্যবহারে বংশের পরিচয়।
এত ঐতিহাসিক বাণী ঝুলিয়ে দেওয়ার পরেও কিন্তু অনেক মানুষের মাঝে জিনিসপত্র কিনে বাকি রাখার প্রবণতা থেকেই গেছে। ফলে দোকানদারকে পণ্য বিক্রির সাথে সাথে নাম ঠিকানা সম্বলিত একটি বাকির খাতাও খুলতে হয়। এই খাতা দেখে মাঝে মাঝে তাগাদা দিতে হয় তাগাদা দিলেও অনেক সময় কাজ হয় না। তাই আরেকটি খাতা খুলতে হয়। যে খাতার নাম ছিল চির বাকির খাতা।।
বাকিতে পণ্য বিক্রি করতে করতে এমন হয়েছে অনেক সময় দোকান লাল বাতি জ্বালিয়ে বন্ধ হয়ে গেছে। দোকানের মালিক বাকির খাতা হাতে করে বাড়ি বাড়ি গিয়ে বাকি টাকা আদায়ের জন্য ঘোরাঘুরি করছে। তাকে অনেকেই আবার উল্টা জিজ্ঞেস করে, তোমার তো দোকান ই নাই আবার খাতা নিয়ে ঘুরতাছো কেন?
১৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
এটাও আমি হাড়ে হাড়ে জানি ।
কেননা এটার আমার বাস্তব অভিজ্ঞতা আছে।
আমি এটা বহুবার পরীক্ষা-নিরীক্ষা করে দেখেছি।
এক বার কেউ টাকা ধার নিলে আর সহজে দিতে চায় না
পরশু দিন দিব বলে 2010 সালে আমার কাছ থেকে এক ভদ্রলোক কিছু টাকা নিয়েছিলেন। সেই পরশু দিন আজও আসেনি । এখন প্রায় 2020 সাল চলে এসেছে।
আপনি আসলেই সঠিক কথা বলেছেন । মানুষ চেনার সর্বশেষ উপায় হল কাউকে টাকা ধার দিয়ে পরীক্ষা করে দেখা। এই পরীক্ষায় খুব কম লোকই পাশ করে। বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে।
২| ১৫ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:২৫
রাজীব নুর বলেছেন: আমি বাকি খাই না।
কেউ আমার কাছ থেকে টাকা পয়সা পায় না।
হে হে
১৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আপনার ব্লগে চৌদ্দতম বর্ষে পদার্পন এর জন্য শুভ কামনা অভিনন্দন রইল।
আমিও আপনার মতই আমি কখনোই বাকি খাই না। কিন্তু আমি অনেক লোককেই টাকা ধার দিয়েছি। সেই ধারের টাকা যথারীতি মাঠে মারা গেছে আফসোস!
৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:২৭
আর্কিওপটেরিক্স বলেছেন:
১৬ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৫৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অসাধারণ একটি মন্তব্য। খুবই ভালো লেগেছে।
৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৪৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: পোস্টের শিরোনাম দেখে প্রথমেই যে বাণীটার কথা মনে আসলো সেটা আপনিও ১ নাম্বারেই লিখেছেন আমি এরকম একটা পোস্টের কথা ভাবছিলাম, যাতে রুমালে আঁকা আলপনা ও ছন্দ, বিভিন্ন ফটোফ্রেম, ইত্যাদির উল্লেখ থাকবে সময় পাচ্ছি না, আবার অন্যদিকে কিছু মনেও পড়ছে না দেইখেন, আপনার মনে আছে কিনা
১৫ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আসলেই তো তাই। একটু চেষ্টা করতে হবে মনে করার জন্য । যাতে আমাদের দেশে একটা পজিটিভ পরিবর্তন আসে। পরিবর্তন আসা দরকার আমাদের ব্যবসা-বাণিজ্য এবং সামাজিক জীবনে। এটা খুবই দরকার।
৫| ১৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:০৮
মোঃ ইকবাল ২৭ বলেছেন: ব্যবসা করলে মানুষ চেনা যায়। খুবই ভাল লিখেছেন।
১৫ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আসলেই তাই । তবে মানুষ চেনার সব চেয়ে শক্তিশালী মাধ্যম হলো বাকি দেয়া কিংবা টাকা ধার দেওয়া। এই ক্ষেত্রে ফেরত পাবার আশা ধরে নিতে পারেন শূন্যের কোঠায়। যারা সঠিক সময়ে বাকি ফেরত দেয় বা টাকা ধার নিয়েছিল সেটা ফেরত দেয় তারা সত্যিকার অর্থেই ভালো মানুষ । এই জাতীয় ভালো মানুষের সংখ্যা দিনে দিনে কমে যাচ্ছে। আফসোস।
৬| ১৫ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৯
চাঁদগাজী বলেছেন:
তখনকার এসব বাক্য থেকে বুঝা যায়, মানুষ সীমাহীন দরিদ্র ছিল, আর সরকারের লোকেরা ছিলো, সীমাহীন চোর ডাকাত
১৫ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৩৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সময় বদলেছে কিন্তু বাক্যগুলো এখনও বহাল আছে এবং এখানকার লোক জন ও আগের মতো বাকি খায়। সময় বদলেছে কিন্তু স্বভাব চরিত্র বদলায়নি সম্ভাবনাও আছে বলে মনে হয় না।
৭| ১৭ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:২০
খায়রুল আহসান বলেছেন: বাণীগুলো অক্ষয়, আজও সমানভাবে প্রযোজ্য।
এসব বাণী ছোটবেলায় আমিও দেখেছিলাম, পড়ে মজাও পেতাম। তবে বড় হয়ে বুঝেছি বাণীগুলোর সুগভীর সত্যতা।
ঠাকুর মাহমুদ এর মন্তব্যের সাথে পুরোপুরি একমত। আমি নিজে কখনো কারো কাছে কোন কিছু বাকী রাখি না। কাউকে ধার দেয়ার সময়, ফেরত পাবনা ভেবে যতটুকু দেয়া সম্ভব বলে মনে হয়, ততটুকুই দেই। ফেরত পেলে খুশী হই বটে।
১৭ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:০১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
স্যার,
আপনি এক জন অসাধারণ মানুষ। আপনার মন্তব্য আমার কাছে বাণী তুল্য।
আপনার প্রতিটি শব্দ থেকেই শেখার আছে।
কৃতজ্ঞতা আপনার প্রতি।
ভালো থাকুন সব সময়।
৮| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৪২
মোঃ মাইদুল সরকার বলেছেন:
বাণীগুলো মিথ্যে নয়। বাস্তব সত্য রয়েছে।
০৬ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:০৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বাংলাদেশের প্রেক্ষাপটে এগুলো আসলেই চিরন্তন। এগুলোর অর্থ কিংবা সার্থকতা এখনও হারিয়ে যায়নি।
©somewhere in net ltd.
১| ১৫ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৫৩
ঠাকুরমাহমুদ বলেছেন:
মোহাম্মদ সাজ্জাদ হোসেন ভাই,
টাকা পয়শা লেনদেনের পরে চেনা যায় মানুষের আসল পরিচয়।