নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

ভালো মানুষ মন্দ মানুষ

১০ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:২৯


বাংলাদেশ দুই ধরনের মানুষ আছেন । ভালো মানুষ ও খারাপ মানুষ।
ভালো মানুষ কারা? খারাপ মানুষ কারা?
যারা ভাল মানুষ তারাই ভালো মানুষ। মানুষ হিসাবে তারা আসলেই ভালো। যারা খারাপ মানুষ তারা খারাপ মানুষই।
ভালো মানুষ সব সময়ই ভালো । কোন ঘটনা চক্রে তারা যদি কোন একটা খারাপ কাজ করে ফেলেন তবে সেই খারাপ কাজের জন্য তাদের ভীষণ দুর্নাম হয়। তারা নিজেরাও ভীষণ লজ্জিত ও অনুতপ্ত হন।
আবার খারাপ মানুষ যারা সব সময় খারাপ কাজ করে অভ্যস্ত তারা কদাচিৎ দুই একটা ভালো কাজ করে ফেললে তারা উঁচু গলায় বলার চেষ্টা করে। কিন্তু বেশিরভাগ মানুষ তা বিশ্বাস করতে চায় না। খারাপ মানুষ অন্য মানুষের বিশ্বাস ও আস্থা হারিয়ে ফেলে। যেটা উদ্ধার করা আর তাদের পক্ষে সম্ভব হয় না। খারাপ মানুষ তার খারাপ কাজের জন্য কখনোই কোনরকম লজ্জিত বা অনুতপ্ত হয় না। এক জন ভালো মানুষ ভুলক্রমে কোন খারাপ কাজ করে ফেললে ভীষণ অনুতপ্ত হন। অনুশোচনায় ভোগেন।

ভালো মানুষ সেই যার দ্বারা কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হয় না বরং নানাভাবে উপকৃত হয়। ভালো মানুষ নিজে ত্যাগ স্বীকার করে হলেও অপর মানুষের তথা দেশের জন্য ভালো কাজ করে থাকেন। খারাপ মানুষ তার সাধ্যের মধ্যে যতটা সম্ভব অন্যের ক্ষতি করে হলেও নিজে উপকার তথা লাভবান হওয়ার চেষ্টা করে। দু’জনের পথই ভিন্ন।

ভালো মানুষের মধ্যে সব ভালো ভালো গুণাবলীর সমাহার থাকে তাকে দেখলে সহজেই অন্য মানুষ শ্রদ্ধায় অবনত হয়। খারাপ মানুষের মধ্যে থাকে খারাপ গুণাবলী, বদ গুণ।
এখানে একটা বিশেষ দিক হল- খারাপ মানুষও ভালো মানুষের প্রশংসা করে। প্রকাশ্যে না করলে নিজেরা নিজেদের মধ্যে আলাপ করার সময় বলে অমুকে এক জন ভালো লোক । তার কোন ক্ষতি করা যাবে না।

বাংলাদেশের সবগুলো ভাল মানুষ ভালোর সুবাস ছড়ায়ে দিক দেশের আনাচে কানাচে। সারা দেশের সবাই তাদের সংস্পর্শে ভালো হয়ে উঠুক । খারাপ মানুষ নিপাত যাক!

প্রতি দিন সারাদিনের নানান ঝক্কি ঝামেলার পর রাতে যখন ঘুমানোর জন্য বিছানায় শুয়ে পড়ার পর প্রায় আধাঘণ্টা নানান ধরনের চিন্তা ভাবনা মাথায় আসে। সারাদিন কি করলাম, কোনটা ভাল করলাম , কোনটা খারাপ করলাম এই সব চিন্তা আর কি । যখন ভাবি কিছু ভালো কাজ করেছি খুবই ভালো লাগে। আর যখন চিন্তা করে দেখি, খারাপ কাজ করে ফেলেছি তখন তীব্র খারাপ লাগার অনুভূতি হয় । অনুশোচনায় দগ্ধ হয় মন। খুবই খারাপ লাগে।
মাঝে মাঝে নিজকেই একটা ছোট প্রশ্ন করি । প্রশ্নটি ইচ্ছা করলে আপনারাও নিজেকে করে মন্তব্যের ঘরে জবাব দিতে পারেন। প্রশ্নটি হচ্ছে- আমি(/আপনি) কি এক জন ভালো মানুষ?
এই প্রশ্নের উত্তর হ্যাঁ হতো তাহলে কি যে ভালো হতো!!

মন্তব্য ১৭ টি রেটিং +১/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ১০ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৪১

রাজীব নুর বলেছেন: আপনিই বলুন আমি কেমন মানুষ?

১০ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৪৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমি যত দূর জানি, আপনি এক জন ভালো মানুষ। তবে আপনাকে আরো উদ্যমী হতে হবে। সাহসী হতে হবে। ঝুঁকি নিতে হবে । ভালো মানুষ চুপচাপ বসে থাকলে সমাজের কোন উপকার নাই। ভালো মানুষ যদি সন্ন্যাসী হয়ে বনে গিয়ে ধ্যান করে সে ভালো মানুষ আসলে দরকার নেই।

ভালো মানুষকে দেশের জন্য কাজ করতে হবে। সমাজের জন্য কাজ করতে হবে । মানুষের জন্য কাজ করতে হবে । তবেই ভালো মানুষের সার্থকতা।

বাংলাদেশের সবগুলো ভাল মানুষ সুবাস ছড়ায়ে দিক। সারা দেশের সবাই তাদের সংস্পর্শে ভালো হয়ে উঠুক । খারাপ মানুষ নিপাত যাক!

২| ১০ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৪৫

জাতির বোঝা বলেছেন: সরকার জুলাই মাস থেকে যে নিয়মটি চালু করেছে সেই নিয়ম অনুযায়ী কেউ যদি বিদেশ থেকে 100 টাকা ব্যাংকিং চ্যানেল মারফত পাঠায় তাহলে দেশে কবে 102 টাকা। এই নিয়মটি শ্রমিকদের জন্য উপকারী হবে। তবে আমি মনে করি 2% না দিয়ে এটাকে 5% করা উচিত ।
অনেক মানুষই তো সরকারি টাকা লুটেপুটে খাচ্ছে। হলমার্ক কেলেঙ্কারি সহ নানান ভাবে সরকারের টাকা লুটেপুটে খাচ্ছে। সেখানে শ্রমিকদেরকে যদি একটু প্রণোদনা দেওয়া হয় তাহলে বৈদেশিক মুদ্রার ভান্ডার আরো মজবুত হবে। প্রণোদনা দেওয়া হয় সেটা জাতির জন্য ভালো।

১০ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৫১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এটা অবশ্যই একটি ভালো কাজ । ভালো কাজের প্রশংসা করা উচিত‌ উচ্চস্বরে করা উচিত। জনগণের মাঝখানে গিয়ে করা উচিত।

৩| ১০ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:১৬

চাঁদগাজী বলেছেন:


আপনার প্রশ্ন, "আপনি কি একজন ভালো লোক?"

-অনেকটা, ঠিক পুরোপুরি নই, মনে হয়

১১ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৭:৫৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ৭৫ % কিংবা ৮০% ভালো মানুষও যদি কেউ হয় তাহলেও সেটা একটা বিরাট অর্জন।

৪| ১০ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৫৮

ঠাকুরমাহমুদ বলেছেন:




মোহাম্মদ সাজ্জাদ হোসেন ভাই,
নিজেকে নিজে সার্টিফাই খুব কম মানুষ করতে পারেন। আমি সেই কম মানুষের দলে।
জ্বী, আমি একজন ভালো মানুষ।


১১ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:০২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এক জন ভালো মানুষের সাথে মতবিনিময় করতে পারা খুব দারুণ একটা ব্যাপার। ভালো মানুষ কে সালাম দিতেও ভালো লাগে।

৫| ১১ ই ডিসেম্বর, ২০১৯ ভোর ৬:০১

হাসান কালবৈশাখী বলেছেন:
আমি ভাল বলা যায়।
মানে খারাপ কাজের চেয়ে ভাল কাজ বেশী। আল্লাহ থেকে থাকলে হিসেবে আমাকে দোজখে নিতে পারবে না।

১১ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৭:৫৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ভালো মানুষদের সাথে পাঁচ মিনিট সময় কাটানো খুবই ভাগ্যের ব্যাপার। ভালো মানুষ অবশ্যই বেহেশতে যাবেন।

৬| ১১ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৩০

রাজীব নুর বলেছেন: এই সমাজ তো ভালো নয়। এখানে ভালো মানুষেরা কিছু করতে পারে না। তাকে ভালো কিছু করতে দেওয়া হয় না।

১১ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৩২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
তার পরও ভালো মানুষ ই ভালো।
খারাপ মানুষ ভালো না।

৭| ১২ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:১২

স্বপ্নময় স্বপ্নের পথচারী বলেছেন: আমার মনে হয় আপনি ইতর প্রকৃতির মানুষ

১৩ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৭:৪৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

আপনার এটা কেন মনে হলো?
আমার কাছে মনে হয়েছে আপনি খুবই ভালো এক জন মানুষ।

৮| ২৮ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৫

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: ভালো মানুষদের আজকাল সবাই বোকা মানুষ বলে।

২৪ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:০৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
তাদেরকে যারা বোকা বলে তারা খারাপ মানুষ ।
খারাপ মানুষকে কেউ ভালো বলবে না।

৯| ৩০ শে মে, ২০২৪ বিকাল ৩:২০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


কেউ যদি বোকা বলে বলুক।
তারপরও আমি এক জন ভালো মানুষ হতে চাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.