নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

বক্তব্যের জন্য ক্ষমা চাইলেন জাকির নায়েক

২০ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:৩৩



আলোচিত-সমালোচিত ধর্মপ্রচারক জাকির নায়েক তাঁর বক্তব্যের জন্য ক্ষমা প্রার্থনা করেছেন। একই সাথে তিনি বলেছেন, তিনি কোন বর্ণবাদী ব্যক্তি নন। তিনি বলেছেন , তাঁর বক্তব্য কেউ আঘাত পেয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানান।

উল্লেখ করা যেতে পারে যে কয়েকদিন আগে তিনি মালয়েশিয়ার চাইনিজ ও ভারতীয় বংশোদ্ভূত নাগরিকদের নিয়ে কিছু বিতর্কিত বক্তব্য দেন। তাঁর সেই বক্তব্যের তীব্র সমালোচনার ঝড় ওঠে। মালয়েশিয়ার ভারতীয় বংশোদ্ভূত নাগরিকগণ চাইনিজ বংশোদ্ভূত নাগরিকগণ বক্তব্যের বিরুদ্ধে ব্যাপক সমালোচনা করেন । এমনকি তাঁকে দেশ থেকে বহিষ্কারেরও দাবি ওঠে।

প্রধানমন্ত্রী তুন ডাক্তার মাহাথির মোহামাদ বক্তব্য প্রদানের ক্ষেত্রে তাদের সীমালংঘন না করতে অনুরোধ করেন। পুলিশ কর্তৃপক্ষ তাঁকে পুলিশ সদর দপ্তরে নিয়ে 10 ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২০ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:০১

চাঁদগাজী বলেছেন:


উনার সঠিক কোন বক্তব্য থাকার কথা নয়; উনি ভুল চিন্তার মানুষ, অপ্রয়োজনীয় মানুষ।

লেখার শেষ লাইনে মনে হয়, "বাংলাদেশের" শব্দটার স্হানে "মালয়েশিয়ার" হবে।

২১ শে আগস্ট, ২০১৯ রাত ৯:৩৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ। মোবাইলে বাংলা লেখা। অনেক ভুল করেছি। অনেক সময় চোখে ধরা ওপরে না।

২| ২০ শে আগস্ট, ২০১৯ রাত ৮:৩২

রাজীব নুর বলেছেন: এখন ক্ষমা না চেয়ে উপায় নেই।
তার পিঠ দেয়ালে ঠেকে গেছে।

২১ শে আগস্ট, ২০১৯ রাত ৯:৩৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এই আমলে সঠিক কথা বলা দরকার । উনি সব কথা সঠিক বলেন না । বলেন একপেশে।

৩| ২০ শে আগস্ট, ২০১৯ রাত ৮:৪৯

সুপারডুপার বলেছেন: চাঁদগাজী সাহেব কি যে বলেন ! উনি কেন ভুল চিন্তার মানুষ হবেন ! জাকির নায়েক , প্লেবয় আদনান ওকতার বা হারুন ইয়াহিয়ারা তো সবাই মাহাদী। লিংক : আমরা সবাই মাহদী

জাকির নায়েকের তুর্কি দোস্ত নর্তকীপ্রেমী হারুন ইয়াহিয়ার দোয়ায় এরপর হয়তো আপনার কথা ঠিক হতে পারে : ''মালয়েশিয়া তাড়ালে আল্লাহ উনাকে তুরস্ক পাঠাবেন''

২১ শে আগস্ট, ২০১৯ রাত ৯:৫১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: পৃথিবীতে ধর্ম নিয়ে ব্যবসা করার মানুষের সংখ্যাও নেহায়েত কম নয়।

৪| ২০ শে আগস্ট, ২০১৯ রাত ৯:৫১

ঠাকুরমাহমুদ বলেছেন: ডঃ জাকির নায়েক মনে হচ্ছে বিশ্ববাসীকে নতুন করে ধর্ম চেনাবেন, সমস্যা হচ্ছে ইসলাম ধর্ম যুগে যুগে সমালোচনায় চলে আসে, ইসলাম ধর্মের মূল কাজ হয়ে গেছে রেভ্যুলেশন করা !!! বড় সমস্যা হচ্ছে এখন মুসলিম বিশ্বে নিজেকে কেউ পয়গম্বর দাবী করতে পারছে না। নয়তো আরো কয়েক লক্ষ কয়েক কোটি পয়গম্বর আমদানী হতো।

২১ শে আগস্ট, ২০১৯ রাত ৯:৩৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনি সঠিক বলেছেন।

৫| ২১ শে আগস্ট, ২০১৯ রাত ১১:২০

ডঃ এম এ আলী বলেছেন:
মুসলিম বিশ্বে নীজকে কেও পয়গম্বর দাবী করতে না পারলেও
অনেকেই তাকে পয়গম্বর বানিয়ে ফেলে নীজ স্বার্থে !!
আমি অনেক কোরানে হাফেজকে জিজ্ঞেস করেছি
তাঁরা কি যে কোন সময় কোরান থেকে যে কোন সুরা
পাঠ করে শুনাতে পারবেন । তারা বলেছেন না , পারা
যাবেনা । তার ভাষনগুলোর বেশীর ভাগই স্টুডিও
তে রেকর্ডকৃত ভাষন । সেগুলি পুর্ব তৈরীকৃত ও দেখে
দেখে পাঠ করা । এখন যা বুঝার বুজহে সুজন ।
অর্ধ যুগেরো বেশী সময় ধরে অসংখবার কোরান
শরীফ খতম দেয়া ও পাঠের পরোও হাতে গুনা
কয়েকটি সুরা ব্যতিত অন্য কোন সুরার উদ্ধৃতি
কোন লেখায় সহিভাবে দেয়ার জন্য সময় নিয়ে
কোরান শরীফ খুলে দেখে নিতে হয় , শুধু
আমার মত নগন্য একজনেরই নয়,
বড় বড় ইসলামি পন্ডিতদেরকেও
কোরানের কোন প্রাসঙ্গিক আয়াত
উদ্ধৃত করতে হলেও তাদের কোরান
খুলে তা দেখে নিতে হয় । এবিষয়টি
যদি সকলেই বুঝত তাহলে নায়েকের
জারিজুরী অনেক আগেই মানুষের
কাছে ধরা পড়ত । অবশ্য পিছ টিভির
মত বড় বড় সংবাদ মাধ্যম কারো
করায়ত্বে থাকলে তাকে বড় মাপের
ইসলামিক চিন্তাবিদ ও ধর্মপ্রচারক
হতে অসুবিধা হয় না । মাহাথির
এই রত্নকে যে চিনতে পেরেছে
এটাই বড় কথা । অবশ্য নীজে
নীজে ধরা না খেলে তাকে চিনার
সাধ্য কারো নেই ।

২২ শে আগস্ট, ২০১৯ রাত ৯:১৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনি অনেক সুন্দর মন্তব্য করেছেন, স্যার। ধর্মব্যবসায়ীরা যুগে যুগে ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে । মানুষের দুর্বলতা ও সরল বিশ্বাসকে পুঁজি করে তারা দুই হাতে কামাই করে নেয়। মালয়েশিয়াতে জাকির নায়েক হয়তো থাকতে পারবেন কিন্তু আগের মত বক্তৃতা দিতে পারবেন না। তিনি অনেকটাই নিষ্ক্রিয় হয়ে গেলেন।

৬| ২৪ শে আগস্ট, ২০১৯ সকাল ৭:১৬

ঠাকুরমাহমুদ বলেছেন: “লাল সালু” ব্যাবসী ছিলো-আছে-থাকবে অনন্তকাল।

২৫ শে আগস্ট, ২০১৯ রাত ৯:৪২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ধর্ম ব্যবসায়ীদের কে আমি পছন্দ করিনা । আর এই আমলে কারো বক্তৃতা কিংবা কথা শোনার কোন দরকার ও নেই । কেননা অজস্র বই পত্র পাওয়া যায় অনলাইনে, অফলাইনে সর্বত্র । সুতরাং সামান্য একটু পড়াশোনা যেহেতু শিখেছি কোন ধর্ম ব্যবসায়ীর কথা শোনার দরকার ও নেই।

৭| ২৫ শে আগস্ট, ২০১৯ রাত ৯:৪৮

ঠাকুরমাহমুদ বলেছেন: মালয়েশিয়া নায়ক জাকিরের আয় রোজগার বন্ধ হয়ে গেলে তিনি অন্য কোনো দেশের সন্ধানে যাবেন কারণ তার অন্যতম আয় রোজগার ধর্ম নিয়ে চাঁপাবাজী করা।

২৫ শে আগস্ট, ২০১৯ রাত ১০:০৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অনেক কোটি কোটি টাকার মালিক । টাকা এক বার হয়ে গেলে সহজে ফুরায় না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.