নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

বিদেশ যাত্রার আগে আপনার পাসপোর্ট এর মেয়াদ চেক করুন

১৪ ই আগস্ট, ২০১৯ সকাল ১০:০৭



যখন আপনি বিদেশে যাত্রা করবেন তখন পাসপোর্টই আপনার এক মাত্র পরিচয়। তাই কোন দেশে যেতে চাইলে সংশ্লিষ্ট দেশ সম্পর্কে একটু পড়াশোনা করে নিন। সংশ্লিষ্ট দেশের ভিসা সংগ্রহ করে নিন। বর্তমানে যেহেতু অনলাইনেই হোটেল বুকিং করা যায় তাই হোটেল বুকিং পাও দেশে থাকতেই সেরে নিতে পারেন।

তবে সবার আগে নিজের পাসপোর্ট খানা ভালো করে চেক করে নিন। দেখুন পাসপোর্ট এর সবগুলো পাতা আছে কি না । বিশেষ করে সবগুলি পাতা অক্ষত আছে কিনা। পাসপোর্ট এর মেয়াদ বিদেশে যেতে চাইলে কমপক্ষে 6 মাস মেয়াদ থাকতেই হবে। কোন ভাবে ঢাকা এয়ারপোর্ট পার হতে পারলেও অন্য দেশের কোনো এয়ার পোর্ট দিয়ে সংশ্লিষ্ট দেশে ঢুকতে পারবেন না।

বিদেশে যাবার টিকেট কেনার আগে পাসপোর্ট এর মেয়াদ সম্পর্কে নিশ্চিত হয়ে নিতে হবে। পৃথিবীর বেশিরভাগ দেশের একটিই নিয়ম যে , যাত্রীর পাসপোর্ট এর মেয়াদ ছয় মাসের কম থাকলে ভিসা দেবে না । এমনকি সংশ্লিষ্ট দেশের ইমিগ্রেশন পার হতে দেবে না। অতএব সাবধান। টিকেট বিক্রেতা এবং যাত্রী উভয়ই পাসপোর্ট চেক করে নিন।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৪ ই আগস্ট, ২০১৯ সকাল ১০:২৯

ভুয়া মফিজ বলেছেন: উপকারী পোস্ট। :)

২০ শে আগস্ট, ২০১৯ দুপুর ২:১০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অনেক ধন্যবাদ। আপনি পড়েছেন জেনে আমি অভিভূত।

২| ১৪ ই আগস্ট, ২০১৯ দুপুর ১:৫৫

ওমেরা বলেছেন: জুলাই এর বিশ তারিখ আমি ইংল্যান্ড গিয়েছিলাম, অরল্যান্দা এয়ারপোর্টে এমিগ্রেশনে পাসপোর্ট চেক করে আমার হাতে দিয়ে তুমি কবে ফিরবে ? আমি মাত্র চারদিন পরই ফিরব ।
ও আচ্ছা তুমি কি জানো তোমার পাস আগষ্টের বারো তারিখ শেষ হয়ে যাবে ? জী আমি এটা জানি।
আসার সময়ও আবারও আমাকে এটা মনে করিয়ে দিয়েছি কিন্ত আমি ভুলে গিয়েছি, বারো তারিখও শেষ আমার পাসপোর্টও শেষ । আপনার পোষ্ট দেখেই আমার সেটা মনে পরল আর সাথে সাথে পুলিশে অফিসে সময় নিলাম পাসপোর্ট বানাতে কারন আমি আগামী মাসে আরো কয়েকটা দেশ ভ্রমন করব ।

আপনাকে অনেক ধন্যবাদ পোষ্টের জন্য ।

২০ শে আগস্ট, ২০১৯ দুপুর ২:১১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমার এক বন্ধু আছেন। উনি বিরাট বড় সরকারী চাকরি করেন। থাইল্যান্ডের ব্যাংকক শহরে উনাকে ঢুকতে দেয়া হয়নি। কারণ উনার পাসপোর্টের মেয়াদ ছিল ৫ মাসের একটু বেশী।

উনি আমাকে জানিয়েছিলেন। তখন থেকে বিষয়টি নিয়ে ভাবছি।

৩| ১৪ ই আগস্ট, ২০১৯ দুপুর ২:৩১

রাজীব নুর বলেছেন: এখুনি আমার পাসপোর্ট দেখে নিলাম। মেয়াদ আছে।
আপনি অপেক্ষা করিন। আমি মালোশিয়া আসতেছি।

২০ শে আগস্ট, ২০১৯ দুপুর ২:১১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আসেন। দুই ভাই মিলে ঘুরে বেড়াবো।

৪| ১৪ ই আগস্ট, ২০১৯ বিকাল ৫:৫৭

চাঁদগাজী বলেছেন:


ভালো পরামর্শ

২০ শে আগস্ট, ২০১৯ দুপুর ২:১২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বাংলাদেশের মানুষ এই ঝামেলায় আজ কাল প্রায়ই পড়ছেন। তাই সেধে কিছু পরামর্শ দিলাম। কিন্তু সমস্যা হচ্ছে- ব্লগের লেখা আর কয়জনে পড়েন?

৫| ১৭ ই আগস্ট, ২০১৯ ভোর ৬:০৬

চাঙ্কু বলেছেন: অনেক বন্যবাদ। চেক করলাম, আপাতত মেয়াদ আছে :D

২০ শে আগস্ট, ২০১৯ দুপুর ২:১৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বিমানের টিকিট কেনার আগে আরেকবার চেক করবেন। এটা খুব কাজের চেক। খুব উপকার পাওয়া যায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.