নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

মালয়েশিয়াতে আজ কোরবানির ঈদ হচ্ছে।

১১ ই আগস্ট, ২০১৯ সকাল ১১:৩৮

জাতীয় মসজিদ "মসজিদ নেগারা " -তে অনুষ্ঠিত জামাতে নামাজ আদায় করছেন প্রধানমন্ত্রী ডাক্তার মাহাথির মোহামাদ।

মালয়েশিয়াতে আজ ঈদ উল আযহা উদযাপিত হচ্ছে। বেশির ভাগ মসজিদেই সকাল আটটায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

মালয়েশিয়ার কুরবানী আসলে বাংলাদেশের মতো নয় । এখানে বাংলাদেশের মতো লোক দেখানো কোরবানি করা হয় না। এদের এই বিষয়টি আমার খুবই ভালো লাগে। এখানকার মানুষ মসজিদে তাদের ভাগের টাকা দিয়ে আসেন। সেই অনুযায়ী মসজিদে গরু কিনে কোরবানি করা হয়। যিনি টাকা দেন তিনি সাধারণত তার ভাগের জন্য কোন মাংস দাবি করেন না। তবে কেউ কেউ দুই এক কেজি বাসায় খাবার জন্য আনেন। কুরবানির মাংস বেশির ভাগই গরীব লোকদের মাঝে ও এতিমখানা ইত্যাদিতে বিলিয়ে দেওয়া হয়। বাংলাদেশের মতো অমুকে 10 টা গরু, তমুকে ২০ টি গরু কুরবানী দিয়েছে এই ধরনের অহমিকা এখানে কেউ করেন না।

বাংলাদেশে অনেক ব্যক্তি আছেন তারা গ্রামে দুইটা গরু , ঢাকায় তিনটা গরু কোরবানি করেন। অনেকে আবার ফুটানি দেখান তার গরুটি 2 লাখ টাকা দিয়ে কিনা , তার গরুটি 80 হাজার টাকা দিয়ে কেনা। মালয়েশিয়ার অনেক খারাপ জিনিস আমার চোখে পড়েছে। কিন্তু এই জাতীয় খারাপ জিনিস এখানে দেখি নাই।

আমি নিজেও গতকাল বাজারে গিয়েছিলাম। সেখানে দেখেছি গরুর মাংসের দোকান গুলোতে প্রচণ্ড ভিড়। লোকজন ঈদ উপলক্ষে তাদের বাসার জন্য মাংস কিনে নিচ্ছেন। ব্যক্তিগতভাবে আমি গরুর মাংস খাওয়া বাদ দিয়েছি অনেক দিন ধরেই। হার্টের সমস্যার কারণে ডাক্তারের শরণাপন্ন হওয়ার পর থেকেই আমি ঐদিকে আর যাই না।

মন্তব্য ২২ টি রেটিং +২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১১ ই আগস্ট, ২০১৯ সকাল ১১:৪৭

ওমেরা বলেছেন: ঈদ - মোবারক।

১১ ই আগস্ট, ২০১৯ রাত ৯:১৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ঈদ মোবারক। আপনার ঈদ হোক আনন্দময়।

২| ১১ ই আগস্ট, ২০১৯ দুপুর ১২:১১

ইসিয়াক বলেছেন: ঈদ মোবারক।

১১ ই আগস্ট, ২০১৯ রাত ৯:১৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ঈদ মোবারক। আপনার ঈদ হোক আনন্দময়।

৩| ১১ ই আগস্ট, ২০১৯ দুপুর ২:১৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এখানে বাংলাদেশের মতো লোক দেখানো কোরবানি করা হয় না।
এদের এই বিষয়টি আমার খুবই ভালো লাগে।

..............................................................................................
ঈদ - মোবারক। বিষয়টি আমাকে দীর্ঘদিন চিন্তিত রেখেছে , এখন আমি ও
মসজিদ মাদ্রাসা বেছে নিয়েছি আর কোরবানীর গরুর দাম কত কাউকে বলতে
যাইনা বা জানতে চাই না ।

১১ ই আগস্ট, ২০১৯ রাত ৯:১৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনি অনেক সঠিক কাজ করেছেন। আপনাকে দেখে আরো মানুষ শিখুক। আপনার জন্য শুভ কামনা রইল।

৪| ১১ ই আগস্ট, ২০১৯ দুপুর ২:৫৯

তারেক ফাহিম বলেছেন: ঈদের শুভেচ্ছা।

১১ ই আগস্ট, ২০১৯ রাত ৯:১২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ঈদ মোবারক‌। আপনার ঈদ হোক আনন্দময়।

৫| ১১ ই আগস্ট, ২০১৯ বিকাল ৪:৩৬

রাজীব নুর বলেছেন: তবে যত যাই ই বলেন, বাংলাদেশের মতো কোরবানীর আনন্দ অন্য দেশের মানূষেরা পান না।
প্যাঁক কাদা পাড়িয়ে হাঁটে যাওয়া। হই চই করে গিরু নিয়ে আসা। রাস্তায় মানুষ দাম জিজ্ঞেস করবে। আগ্রহ নিয়ে তাদের দাম বলা। অন্য রকম আণন্দ। অন্য রকম মজা।

১১ ই আগস্ট, ২০১৯ রাত ৯:১০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বাংলাদেশ কোরবানির নামে নির্মমতা বেশি হয় । অহংকার আর অহমিকা ফুটে উঠে। ব্যাপারটা আমার কাছে খুব বেশি বাড়াবাড়ি মনে হয় । পৃথিবীর কোন দেশে এরকম হয় বলে আমি শুনিনি।

৬| ১১ ই আগস্ট, ২০১৯ বিকাল ৫:২৮

ঠাকুরমাহমুদ বলেছেন: ঈদ মোবারক সাজ্জাদ ভাই।

১১ ই আগস্ট, ২০১৯ রাত ৯:১১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ঈদ মোবারক। আপনার ঈদ হোক আনন্দময় আর বরকতময়।

৭| ১১ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:২৮

ঠাকুরমাহমুদ বলেছেন: অহংকার আর ধর্মীয় অন্ধত্ব - শিয়ালের তরমুজ খাওয়ার মতো কচকচিয়ে আমাদের খেয়েছে।

১১ ই আগস্ট, ২০১৯ রাত ৯:১২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনি অত্যন্ত সুন্দর আর মূল্যবান মন্তব্য করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ । ভাল থাকুন , আনন্দে থাকুন।

৮| ১১ ই আগস্ট, ২০১৯ রাত ৯:২১

ইসিয়াক বলেছেন:

১৩ ই আগস্ট, ২০১৯ দুপুর ২:১৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ঈদ মোবারক। ভালো থাকুন সব সময়।

৯| ১১ ই আগস্ট, ২০১৯ রাত ৯:৫৫

চাঁদগাজী বলেছেন:


ঈদের শুভেচ্ছা নেবেন।

আপনি কোন সালে এসএসসি পাশ করেছেন?

১৩ ই আগস্ট, ২০১৯ দুপুর ২:১৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ঈদ মোবারক। আমি ১৯৮৯ সালে এসএসসি পাস করেছি। গ্রামের স্কুল। আমার কোন প্রাইভেট শিক্ষক না থাকায় রেজাল্ট ছিল খারাপ। টেনেটুনে প্রথম বিভাগ পেয়েছিলাম। আফসোস!

১০| ১১ ই আগস্ট, ২০১৯ রাত ১০:০১

রাজীব নুর বলেছেন:

এটা আমাদের কোরবানীর গরু।
৮০ হাজার টাকা।

(আবার অহমিকা প্রকাশ করে ফেললাম না তো?)

১৩ ই আগস্ট, ২০১৯ দুপুর ২:১৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এতো বেশী টাকা খরচ করে গরু না কিনে কারো সাথে ভাগে দিতে পারতেন। দেশের অনেক মানুষ টাকার অভাবে চলতে পারছে না । সেখানে ৮০ হাজার টাকার গরু রান্না করে খেয়ে ফেলা অনেক ভয়াবহ ব্যাপার।

ঈদ মোবারক।

১১| ১২ ই আগস্ট, ২০১৯ ভোর ৬:০৯

ডঃ এম এ আলী বলেছেন:
ঈদ মোবারক ,
ঈদ হোক আনন্দময় সকলের তরে ।

১৩ ই আগস্ট, ২০১৯ দুপুর ২:১৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ঈদ মোবারক, স্যার। ভালো থাকুন। আপনার ঈদ সুখের হোক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.