নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

বেড়াতে মালয়েশিয়ায় গেলে GRAB ইন্সটল করে নিন

০৮ ই আগস্ট, ২০১৯ রাত ১০:৩৫

2018 সালে বাংলাদেশ থেকে প্রায় এক লক্ষ 54 হাজার জন পর্যটক মালয়েশিয়াতে সখের বসে বেড়াতে গেছে ন। প্রশ্নট উঠা স্বাভাবিক যে, এর বিপরীতে মালয়েশিয়া থেকে কয়জন পর্যটক বাংলাদেশ ঘুরতে এসেছেন?

ভারত ছাড়া বাংলাদেশ থেকে প্রতি দিন অনেকেই যে কাছের দেশটিতে বেড়াতে যান সেটি হচ্ছে মালয়েশিয়া।

মালয়েশিয়াতে প্রচলিত ট্যাক্সিগুলোতে ভাড়া বেশী রাখে- নতুন যাত্রী পেলে ঠকায়। অনেক সময় ছিনতাইও করে। তাই সম্ভব হলে এই সব ট্যাক্সিতে না চড়াই উত্তম।



বেশ কিছুদিন ধরে চালু হয়েছে মোবাইল অ্যাপস ভিত্তিক ট্যাক্সি সার্ভিস Grab। আপনার মোবাইলে Play Store থেকে Grab install করে নিন। এখন সাধারণ যে কোন একটি ইন্টারনেট প্যাকেজ নিয়ে নিন। তারপর বুকিং করুন ট্যাক্সি। যে ট্যাক্সিটি আপনার সব চেয়ে কাছে অবস্থান করবে তার ড্রাইভার আপনার মোবাইলে কল করে আপনাকে জানাবে কতক্ষণ পর সে আপনাকে তুলে নেবে।
ভাড়ার ব্যাপারে বলতে গেলে বলতে হয় অন্যান্য প্রচলিত ট্যাক্সির চেয়ে Grab ভাড়া প্রায় অর্ধেক।

তাই মালয়েশিয়াতে বেড়াতে গেলে Grab Install করে নিন।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই আগস্ট, ২০১৯ রাত ১০:৫৩

চাঁদগাজী বলেছেন:


খুবই দরকারী তথ্য, ভালো

১৪ ই আগস্ট, ২০১৯ সকাল ৭:২২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

২| ০৮ ই আগস্ট, ২০১৯ রাত ১১:১৬

অজ্ঞ বালক বলেছেন: গ্র‍্যাব তো বিশাল জরিমানা দিল মাঝখানে।

০৯ ই আগস্ট, ২০১৯ সকাল ৮:৫৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এটা তো আমার জানা ছিল না। বিস্তারিত একটু বলেন না দয়া করে।

৩| ০৮ ই আগস্ট, ২০১৯ রাত ১১:৫৩

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: মালয় রিপোর্টরের ভালোই পোস্ট...:)

০৯ ই আগস্ট, ২০১৯ সকাল ৮:৫৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: :D

৪| ০৯ ই আগস্ট, ২০১৯ রাত ১২:১৫

ঠাকুরমাহমুদ বলেছেন: মালয়েশিয়াতে সেলুন কার ভাড়া নেওয়ার জন্য প্রথম শ্রেণীতে আছে গ্র্যাব কার দ্বিতীয়তে উবার। তবে গ্র্যাব সবচেয়ে ভালো ।

০৯ ই আগস্ট, ২০১৯ সকাল ৮:৫৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মালয়েশিয়াতে এক মাত্র গ্রাব ই আছে। উপরের কার্যক্রম এখানে বন্ধ।

৫| ০৯ ই আগস্ট, ২০১৯ ভোর ৪:৩০

বিষন্ন পথিক বলেছেন: মালয়েশিয়ার গপ ছাড়া আর কিছু নেই আপনার?

০৯ ই আগস্ট, ২০১৯ সকাল ৮:৫৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: থাকবেনা কেন । প্রচুর আছে ‌ । 9 বছর ধরে লিখছি । পুরাতন পোস্টগুলো দেখুন। মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা‌ ভালো থাকুন সব সময়।

৬| ০৯ ই আগস্ট, ২০১৯ দুপুর ১২:৫৪

রাজীব নুর বলেছেন: আমি যদি মালোশিয়া যাই, তাহলে হোটেলে থাকবো না। আপনার বাসায় থাকবো।

১৩ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:৩৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অবশ্যই আমার বাসায় থাকবেন । তবে সমস্যা হলো , আমি দরিদ্র মানুষ । আমার বাসায় কোন খাট নেই। আমি মেঝেতে ঘুমাই।

৭| ০৯ ই আগস্ট, ২০১৯ রাত ১১:৫১

মাহের ইসলাম বলেছেন: থাইল্যান্ড এর জন্য এমন কিছু আছে ?

১৩ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:৪০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: থাইল্যান্ডে উবার আছে । মালয়েশিয়াতে এক সময় উবির ছিল। বিগত নাজিব সরকারের সময় দরদামে না বনার জন্য উবার বন্ধ করে দেওয়া হয়েছে । তবে মালয়েশিয়াতে ও সিঙ্গাপুরে গ্র্যাব আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.