নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।
মালয়েশিয়াতে অবৈধ বাংলাদেশিদের দেশে ফিরে যাওয়ার জন্য সুযোগ আসছে। Back 4 good বা, চিরতরে ফিরে যাও শীর্ষক এই কর্মসূচি শুরু হবে পহেলা আগস্ট থেকে চলবে ৩১ শে ডিসেম্বর ২০১৯ পর্যন্ত। এই কর্মসূচির আওতায় অবৈধ বাংলাদেশিরা নতুন 700 রিঙ্গিত প্রায় 15 হাজার টাকা জমা দিয়ে বৈধতার পাস নিতে পারবে। এই পাস দেখিয়ে টিকিট কেটে বিমানে করে বাংলাদেশে ফেরত যাওয়া যাবে। তবে দেশে ফেরত যাওয়ার পর আর মালয়েশিয়াতে আসা যাবেনা।
নোটিশ খানা বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পাতা থেকে সংগৃহীত
বর্তমানে এখানে এমন এক অবস্থার সৃষ্টি হয়েছে যে, যারা অবৈধ আছে তারা থাকতেও পারছে না, এমনকি যেতেও পারছে না। পুলিশে নানা রকম যন্ত্রণা করছে। এই কর্মসূচিট তাদেরর জন্য সহায়ক হবে। বিভিন্ন সূত্রে এখানে জানা গেছে, মালয়েশিয়ার সরকার সারা দেশের আশিটি বুথ স্থাপন করবে । অবৈধ শ্রমিকরা সরাসরি যোগাযোগ করে তাদের পাস নিতে পারবেন।
২০ শে জুলাই, ২০১৯ বিকাল ৪:৩০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: তাদের দেশ। তারা ঠিক করবে। তবে অবৈধ মানুষ যে কোন দেশের নিরাপত্তার জন্য মারাত্বক হুমকি। তাই কোন দেশই চাইবে না তাদের দেশে প্রচুর পরিমাণ অবৈধ লোক বাস করুক।
২| ২০ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:০২
রাজীব নুর বলেছেন: কেউ তো আর শখ করে অবৈধ ভাবে বিদেশ যায় না। বাধ্য হয়েই যায়।
আমার যাওয়ার সুযোগ থাকলে আমিও চলে যেতাম।
২০ শে জুলাই, ২০১৯ রাত ৯:০৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনি তো বলেন প্রয়োজনের অতিরিক্ত জনসংখ্যা দেশের সম্পদ। আপনি দেশের বাইরে চলে গেলে দেশের সম্পদ কমে গেল না! জাতি এটা কেন হতে দেবে।
৩| ২০ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:৪৪
চাঁদগাজী বলেছেন:
আনুমানিক, কি পরিমাণ অবৈধ বাংগালী আছেন মালয়েশিয়ায়?
২০ শে জুলাই, ২০১৯ রাত ৯:০১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমার নিজের ধারণা দুই লাখের উপরে হবে।
৪| ২০ শে জুলাই, ২০১৯ রাত ৯:০৯
চাঁদগাজী বলেছেন:
২ লাখ? ভয়ংকর অবস্হা!
২০ শে জুলাই, ২০১৯ রাত ১০:২৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: তবে কিছু লোক নানান জায়গায় টাকা-পয়সার দিয়ে ধরা খেয়ে এখন সত্যি সত্যি দেশে ফিরে যেতে চাইছে। আর ঝামেলা সহ্য হয়না তাদের।
©somewhere in net ltd.
১| ২০ শে জুলাই, ২০১৯ সকাল ১০:২৪
রাজীব নুর বলেছেন: অবৈধ রা দেশে না ফিরে, তাদের বৈধ করা হোক।